আনাস রাযি. থেকে বর্ণিত, এক সাহাবী রাসূলুল্লাহ ﷺ-এর উপস্থিতিতে নিম্নোক্ত শব্দমালার মাধ্যমে দোয়া করেছিলেন- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لك الْمَنَّانُ بَدِيعَ السَّمَوَاتِ وَالأَرْضِ، يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ ♥♥♥♥♥♥ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা- আংতা ওয়াহদাকা লা- শারী-কা লাকাল মান্না-ন, ইয়া বাদী-'আস সামা ওয়া-তি ওয়াল আরদি, ইয়া- জাল যালালি ওয়াল ইকর-ম, ইয়া- হাইয়্যু ইয়া- কইয়্যুম। অর্থাৎ, হে আল্লাহ! আপনার নিকট এই অসীলায় চাই যে, (আমি বলি) কেবল আপনারই প্ৰশংসা, আপনি ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই, আপনি এক, আপনার কোন শরীক নেই, অনুগ্রহ প্রদর্শনকারী হে আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, হে মর্যাদা ও সম্মান দানের অধিকারী। হে চিরঞ্জীব ও সর্বনিয়ন্তা। ওই সময় রাসূলুল্লাহ ﷺ বলেছিলেন- لَقَدْ دَعَا اللَّهَ بِاسْمِهِ الْعَظِيمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى ‘এই লোক মহান আল্লাহর ওই ইসমে আ’যমের মাধ্যমে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করা হলে আল্লাহ কবুল করেন এবং প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। (আবু দাউদ ১৪৯৫ তিরমিযী ৩৫৪৪ নাসাঈ ১৩০০)
@tingletimu2239 минут бұрын
আল্লাহুমা ইন্নি আস আলুকাল অফিয়াহ ❤
@ruhanahmed3055 сағат бұрын
ইয়া আল্লাহ সকলের নেক আশাগুলো পূরণ করুন 💖🤲
@ZubairHossain-f5v10 сағат бұрын
Nasheed Name?
@Deeni-AIMuslimah15 сағат бұрын
Alhamdulillah 🤲
@technologyQandA18 сағат бұрын
দোয়াটা এমন একজন লোককে দিয়ে পড়ানো দরকার ছিল, যিনি আরবি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন। দোয়ার উচ্চারণটা খুবই ভুল হয়েছে।
@wizarddddddd18 сағат бұрын
আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যাতে মেডিকেল কলেজে চান্স পাই। ইনশাআল্লাহ। আল্লাহুমা ইন্নি আসআলুকাল আফিয়া🌷🤍
@hafiza601223 сағат бұрын
প্লিজ দোয়ার আরবি লেখাটাও দিবেন।
@EseatJahanMimКүн бұрын
allah tumi amar shami k hedayet koro.... jara julum korche amar r amr sontan er upor ami tader khoma korlam... apni amk r amr shami k khoma korun r ajader hedayet korun....amader modhe valobasha govir korun..... Rohom korun....onughroho korun...sontan k nek sontan kirar toufik din.....ameeen.....
@hasanrana9548Күн бұрын
Amin
@Onlymyway-s4tКүн бұрын
আমি হেদায়েত হারিয়ে ফেলেছি। আমি হেদায়েত চাই। আমার অন্ত অনেক কঠিন হয়ে গেছে। আমার কোনো কিছু ভালো লাগছেনা আর
@JANazimКүн бұрын
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 😊
@Motaleb70Күн бұрын
সুবহানাল্লাহ
@Binte_mainКүн бұрын
যারা হঠাৎ করে দ্বীনের পথে ফিরে আসে তাদের নিজেদের হেদায়েত ধরে রাখা অনেক কষ্টকর। দুনিয়া শুধু ফিতনায় ভরা, আল্লাহ প্রত্যেক মুসলিম কে ফিতনা থেকে দুরে থাকার তৌফিক দান করুক আমিন 🌙
@rojeehossain8163Күн бұрын
Assalamualaikum, amr 17 trik medical exam sobay dowa korban😢😢😢
@shadhinislam99232 күн бұрын
Subhan Allah , Alhamdulillah , Amin , jajak Allah Khair From Bogura .
@secretopenbd35462 күн бұрын
ভয়েস টা সত্যিই মায়াবী শুনলে প্রাণ জুড়িয়ে যায়
@MdEmonemia2 күн бұрын
আরিফ আজাদ আর হচ্ছে তামিম আল আদনানকে দেখার অনেক অনেক ইচ্ছে 🥰
@mdmasud63102 күн бұрын
আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়াহ❤❤
@Faria-h8b2 күн бұрын
জীবন নিয়ে অনেক হতাশায় আছি। আত্মহতার চিন্তা আসে মাথায়।আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার জন্য সব কিছু সহজ করেন। শুনেছি ৪০জন আমিন বললে দোয়া কবুল হয়।
@arafathossain653811 сағат бұрын
আমিও😓
@sayemahmed293 күн бұрын
বেলা ফুরাবার আগে বই থেকে এই দোয়া শিখেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ উত্তম জীবনসঙ্গী দান করো
@sayemahmed293 күн бұрын
বেলা ফুরাবার আগে বই থেকে এই দোয়া শিখেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ উত্তম জীবনসঙ্গী দান করো
@sayemahmed293 күн бұрын
বেলা ফুরাবার আগে বই থেকে এই দোয়া শিখেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ উত্তম জীবনসঙ্গী দান করো
@afifanuzhat63843 күн бұрын
আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়াহ ❤️
@MuslemKhondokar-ox8ke4 күн бұрын
আল্লাহুম্মা ইন্নী আস আলুকাল আফিয়া
@MirHossainSM4 күн бұрын
দোয়া নংঃ ১৩১ - ক্ষমা, সুস্থতা এবং সর্বদিকের বিপদাপদ থেকে আশ্রয় চাওয়া সকালে (বা বিকালে) বলবে, اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِيْ وَدُنْيَايَ وَأَهْلِيْ، وَمَالِيْ، اَللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِيْ، وَآمِنْ رَوْعَاتِيْ، اَللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِيْنِيْ وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِيْ وَأَعُوْذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকাল ‘আফওয়া ওয়াল ‘আ-ফিয়্যাতা ফিদ্ দুন্ইয়া- ওয়াল আ-খিরাহ। আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকাল ‘আফ্ওয়া ওয়াল ‘আ-ফিয়্যাতা ফী দীনী ওয়া দুন্ইয়াই-য়া, ওয়া আহলী ওয়া মালী। আল্লা-হুম্মাস্-তুর ‘আউরা-তী ওয়া আ-মিন রাউ’আ-তী। আল্লা-হুম্মাহ্ ফায্নী মিম বাইনি ইয়াদাইয়্যা ওয়া মিন খালফী, ওয়া ‘আন ইয়ামীনী ওয়া ‘আন শিমা-লী, ওয়া মিন ফাউক্বী। ওয়া আ‘উযু বি’আযামাতিকা আন উগতা-লা মিন তাহতী। হে আল্লাহ্, আমি আপনার কাছে চাই ক্ষমা ও সার্বিক সুস্থতা-নিরাপত্তা দুনিয়াতে এবং আখেরাতে। হে আল্লাহ্, আমি আপনার কাছে চাই ক্ষমা ও সার্বিক সুস্থতা-নিরাপত্তা আমার দ্বীনের মধ্যে, আমার দুনিয়াবী বিষয়ের মধ্যে, আমার পরিবার পরিজনের মধ্যে ও আমার সম্পদের মধ্যে। হে আল্লাহ্, আমার দোষ-ত্রুটি গুলো গোপন করুন এবং আমার ভয়ভীতিকে নিরাপত্তা দান করুন। হে আল্লাহ্, আপনি আমাকে হেফাযত করুন আমার সামনে থেকে, আমার পিছন থেকে, আমার ডান থেকে, আমার বাম থেকে, আমার উপর থেকে এবং আমি আপনার মহত্ত্বের আশ্রয় গ্রহণ করছি যে, আমি আমার নিম্ন দিক থেকে আক্রান্ত হব। আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কখনোই সকাল হলে ও সন্ধ্যা হলে উপরের এ কথাগুলো বলতে ছাড়তেন না (সর্বদা তিনি সকালে ও সন্ধ্যায় এগুলো বলতেন)। রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ৫০৭৪ Source: দোয়া ও রুকিয়াহ অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
@mr.century25014 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@salimhossen33524 күн бұрын
ইনশাআল্লাহ আগামীকাল কাল থেকে আমি ফজরের সময় উঠবো।
@RuniPramanik-q2b4 күн бұрын
আল্লাহ, আমার ডিভোর্স হয়েছে,, আমি যেনো পুনরায় আমার স্বামীর কাছে ফিরে যেতে পারি।।সে আমাকে সহ্য করতে পারেনা, আমাকে ঘূনা করে,, সে যেনো নিজের থেকে আমাকে ভালোবেসে পুনরায় তার কাছে ফিরে নিয়ে যায়।। আমার কাছে ফিরে আসে।।আল্লাহ গো তুমি আমার সহায় হওন।।।
@MdAl__jubayer4 күн бұрын
Muslim ra kew love namok chinho ta bebohar korben ata gonaher kaj....
@MarufHossainPro4 күн бұрын
এই দোয়া কখন পড়তে হয়?
@izazahmed4234 күн бұрын
আলহামদুলিল্লাহ
@MariamAktar-g5l5 күн бұрын
ALLAH
@md.torikulislam35325 күн бұрын
আলহামদুলিল্লাহ
@MdForhadulIslam1235 күн бұрын
আল্লাহ তায়ালা আমাদের কে হেদায়েতের পথে পরিচালিত করেন,,
@Shadhin...7865 күн бұрын
"আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়াহ"
@Mdontorsarkersarker5 күн бұрын
Allahumma inni as alukal afiya ❤️❤️❤️🥀
@MDRaseAhmed5 күн бұрын
আমিন আমিন আমিন ইয়া রব্বী 🤲
@RuhulAmin-jn4jl6 күн бұрын
Arif Azad sir er boi ache ata ami jantam kintu unar youtube channel o ache ai somporke kichu amar jana chilo na.Kintu ajk hotath unar youtube i'd samne asai ami obak holam.ALLAH er kache onk sukria er jonno.(Ami unar akta boi er ordhek porechi and amar ALHAMDULILLAH onk valo legeche)
@FarhanaAkter-iv4rw6 күн бұрын
Amin
@Tasnims_Vision6 күн бұрын
চলেন একে অপরকে ১০০০ সাবস্ক্রাইব করে দেই
@muntahamoon91436 күн бұрын
Dua ta arbite likhe dile valo hoto . Apnar uccharon shunte jodi ami vul kori r vul porte thaki tahole ulto gunah hobe. Thank you
@sumi41726 күн бұрын
আসসালামু আলাইকুম। আল্লাহ তায়ালা সুদ খাওয়াকে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করার সাথে শামিল এমন কথা কেন বলেছেন? আমার মা-বাবা তাদের অর্জিত টাকা ব্যাংকে রাখেন। তা থেকে তারা টাকা পায়, আমি তাদের বোঝাতে ব্যর্থ যে তাদের অনেক গুনাহ হচ্ছে।তাদের ওই অর্জিত টাকা হারাম বলে গন্য হচ্ছে।আপনি যদি এর ভয়াবহতা সম্পর্কে একটু বিস্তারিত বলতেন অনেক উপকার হতো।ঠিক যেমন আপনি প্যারাডক্সিক্যাল সাজিদে সবকিছু সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। জানিনা আমার এই কমেন্ট টা দেখবেন কি না।