ব্যাক্তিগতভাবে আমাকে যারা সাথে রেখেছেন, যারা ছেড়ে চলে গেছেন, যারা আসবেন, যারা চলে যাবেন, তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ। সবার কাছ থেকেই কিছুনা-না-কিছু আমি শিখেছি, জেনেছি ও বুঝতে পেরেছি। আমি অতি নগন্য মানুষ, তবু আমার এই ক্ষুদ্র প্রয়াসটা কখনো যদি একটা মানুষেরও কোন কাজে আসে তাহলেই আমি সার্থক।
আমি পথ চলার সময় জীবনের গল্প দেখতে দেখতে চলি। জীবন কখনো মধুর কখনো তিক্ত। কখনো অনেক সুখের, কখনো সীমাহীন কষ্টের। সেইসব গল্পগুলো আপনাদের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস। কিছু ভুল থেকে যেতে পারে, অতিমাত্রিক ভুলধরিয়েরা প্লিজ এখানে আসবেন না। সর্বাবস্থায় একথাটি হৃদয়ে ধারণ করি যে, কোন অবস্থাতেই আশা হারানো যাবেনা। যতদিন জীবন থাকবে ততদিন ভালো সময় আসার সম্ভাবনা থাকবে।
ভালো থাকুন।
আবার দেখা হবে।
ভালোবাসা।
যোগাযোগ : ০১৮১১৮৬৩৬২৬
e-mail :
[email protected][email protected]