আপু আমার মেয়ে ১ ও ২ নাম্বার টা বোঝে কিন্তু কোনভাবেই ৩ বুঝাতে পারছি না। ও বুঝেই না কমলে সংখ্যা নিচের দিকে আসে। আমি খুব বিরক্ত আপু। অসহ্য লাগে এখন আর কত বুঝাবো। যাই পড়াইতে যাই কিছ্ছু পারে না। একটা শিখাইতে শিখাইতে আরেকটা ভুলে যায়।
@UrmyRahman-293 ай бұрын
এই বয়সটাই এরকম আপু। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।
@tandranusrat93773 ай бұрын
@@UrmyRahman-29 আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন আল্লাহ ওর মেধাশক্তি বাড়িয়ে দেই। আজকে আপনার ভিডিও গুলো দেখে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু বুঝে নাই তারপর মারছি এখন খুব কষ্ট পাচ্ছি ঘুমাতে পারছি না কেন মারলাম।