নামাজ আপনাকে শক্তিশালী করে তুলবে। কখনোই নামাজ ছেড়ে দিবেন না। যদি নামাজের পবিত্র অনুভূতি অন্তরে অনুভব না করেন, তবু পড়ুন। যদি অলসতা লাগে, তবু পড়ুন। যদি ইচ্ছে না করে, তবু পড়ুন। মন যদি অন্য কিছুতে আচ্ছন্ন হয়ে থাকে, তবু পড়ুন। কারণ, যদি নামাজ ছেড়ে দেন তাহলে আপনি দুর্বল থেকে দুর্বলতর এবং একেবারে দুর্বলতম ব্যক্তিতে পরিণত হলেন। আপনার আর কিছুই নেই, পুরা দেউলিয়া হয়ে গেলেন।