বিসমিল্লাহির রাহমানির রাহিম
Labbaik bd হচ্ছে "মারকাযু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ" ঢাকা'র বহুমুখী দাওয়াতি কার্যক্রমের একটি অংশ। যার উদ্দেশ্য হচ্ছে আকিদা ও আমল এবং ইসলামের গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয় দলিলসহ তুলে ধরা। যারা ইসলামকে বিভিক্ত করছে এবং সাধারণ মানুষদের মাঝে ইসলামি সঠিক শিক্ষার পরিবর্তে ভুল ও উগ্রবাদী শিক্ষা প্রচার করছে, তাদের থেকে সমাজ ও জাতিকে রক্ষা করা এবং সজাগ সচেতন একটি জাতি গড়ে তোলা। ইন শা আল্লাহ।
মাদরাসা ও লাব্বাইক বিডি খিদমতে খালক ফাউন্ডেশনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা আপনার নেক দোয়া ও আর্থিক সহায়তা কামনা করছি।
লাব্বাইক বিডি-এর অফিসিয়াল নাম্বার:
+8801979866455 (বিকাশ - রকেট - নগদ - পার্সোনাল)
বিশেষ দ্রষ্টব্যঃ যাকাতের অর্থ প্রদানের পর অবশ্যই জানানোর অনুরোধ করা হচ্ছে।
সার্বিক যোগাযোগঃ ০১৯৭৯-৮৬৬৪৫৫ - ০১৮৬২-৫০৯৩৩৯ - (WhatsApp - telegram - imo)
ই-মেইল:
[email protected]মহান আল্লাহ তায়ালা আপনার জান ও মালে বরকত দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।