ঢাকাইয়া যারা আছি আমরা এভাবে পছন্দ করি এই মাংসটা চর্বির মধ্যে ডুবাই থাকবে এটা অনেক মজা
@AnamulHaque-nb2hu6 ай бұрын
এটা পুরান ঢাকার রেসিপি, ঢাকাতে গরু কবে ছিল? এটা উত্তর বঙ্গের রেসিপি, নিজের নামে চালাচ্ছে!
@badliargaming61546 ай бұрын
দয়া করে এই রেসিপি কেউ ফলো করবেন না। ভুলে ভরা রেসিপি।এই রেসিপি তে রান্না করলে আসল স্বাদ পাবেন না। পাবেন নরমাল মাংসের স্বাদ। মাংসের কোরমা একমাত্র ঢাকাইয়ারা পারফেক্ট ভাবে রান্না করতে পারে।এই রেসিপি এখনো পুরান ঢাকার মধ্যে সীমাবদ্ধ আছে। অনুমান করে অনেকে রান্না করে আপলোড করে। ভুলে ভরা এই রেসিপি।
@arshisaylasultana74726 ай бұрын
Apni asol recipe ta bole din
@badliargaming61546 ай бұрын
প্রথমে চর্বি ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে পাটায় সুতা দিয়ে ছেঁচে থেঁতলে নিতে হবে।এতে চর্বি থেকে সহজেই তেল বের হয়ে আসবে।এরপর এই তেল তারের ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তেল আলাদা করে নিতে হবে।আর উচ্ছিষ্ট বা ময়লা ফেলে দিতে হবে। অন্যদিকে বড় পাতিলে ৫ কেজি মাংস নিয়ে এক কাপ তেল, কয়েকটি তেজপাতা,এলাচ, দারচিনি,আদা বাটা, রসুন বাটা,আস্ত শুকনা মরিচ,এককাপ পেঁয়াজ কুচি, দিয়ে ঢেকে দিতে হবে।আচ মিডিয়াম এ রাখতে হবে। পানি একেবারে শুকিয়ে এলে ঢেকে রাখতে হবে।১২ ঘন্টা পর আবার চুলায় দিয়ে গলানো চর্বি দিতে হবে।আচ একেবারে লোতে রাখতে হবে ও এক কাপ পানি দিয়ে জ্বাল করতে হবে। পানি শুকিয়ে এলে চুলা বন্ধ করে দিতে হবে।তবে চর্বি কারণে পানি আছে কিনা বুঝতে কষ্ট হবে।ন অনুমান করে বুঝে নিতে হবে পানি শুকিয়েছে কিনা। পানি রাখা যাবে না।এতে মাংস পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা রান্না করতে করতে হাতে চলে আসে।আর যারা ঢাকাইয়া তাদের শিখতে হয় না।মা চাচীদের দেখে শেখা হয়ে যায়।আর নষ্ট হওয়ার ভয়ও থাকে না। যাইহোক, এই নিয়মে প্রতিদিন ২ বার করে জ্বাল করতে হবে।৩/৪ দিন ২ বার করে জ্বাল করতে হবে। এরপর প্রতিদিন ১ বার করে ৩/৪ দিন জ্বাল করতে হবে।এরপর ২ দিন পর পর জ্বাল করতে হবে। এই নিয়মে বছর জুড়ে রাখা যায়।৮/১০ দিন জ্বাল করার পর এর আসল স্বাদ পাওয়া যায়।আমার এই রেসিপি ১০০% পারফেক্ট । আমি ঢাকাইয়া হওয়ার সুবাদে এই রান্না পারফেক্ট ভাবে করতে পারি।
@badliargaming61546 ай бұрын
ভুলে ভরা আপনার রেসিপি। আমি ১০০% শিওর আপনি ঢাকাইয়া না।এটার নাম তেলের মাংস না।এটার ঢাকাইয়া নাম মাংসের কোরমা।আপনি আস্ত চর্বি দিয়েছেন।এই পদ্ধতি সম্পূর্ণ ভুল। চর্বি শুকিয়ে চুলায় গলিয়ে নিতে হয়।আপনি মাংসে পানি দিয়ে জ্বাল করেছেন।যেটা সম্পুর্ণ ভুল।পানি ছাড়া জ্বাল করতে হয়। পানি শুকিয়ে এলে গলানো চর্বি দিতে হয়। আমার দাদি,মা চাচীকে এভাবেই করতে দেখেছি।আর এটা বিলুপ্ত হয়ে যায়নি।আমরা ঢাকাইয়ারা এখনো এই কোরমা করি।আর হ্যাঁ মানুষকে ভুল রেসিপি আর ভুল তথ্য দিবেন না। ঢাকাইয়া দের কাছে গিয়ে আসল রেসিপি শিখে আপলোড করুন।দয়া করে আমাদের ঐতিহ্যবাহী রেসিপি ও এর গুণগত মান নষ্ট করবেন না
@md.murshedkabir79336 ай бұрын
Authentic recipe. Thanks
@badliargaming61546 ай бұрын
দয়া করে এই রেসিপি ফলো করবেন না।এই রেসিপিতে আসল স্বাদ পাবেন না।আর খুব সহজেই নষ্ট হয়ে যাবে।এই রেসিপি সম্পূর্ণ আলাদা।আসন রেসিপি তে করলে ১ বছর পর্যন্ত বাইরে সংরক্ষণ করা যায়।
@asifdewan17926 ай бұрын
আমার মা করতো।এখন মাও নেই সেই স্বাদও নেই😢
@rubaiyanasreen81876 ай бұрын
kori amrao
@foodvlogruma51946 ай бұрын
চমৎকার হয়েছে
@Gloriyaspacs6 ай бұрын
বেশি কথা বলতে বলতে আপনি একটা আজাইরা কথা বলেদিলেন - খাশির মাংস দিয়ে কোরমা হয়না। 😂
@nasimascreations8346 ай бұрын
👍❤️আপু মাংস রান্না দেখে চলে এলাম খেতে 🎉
@NazrulIslam-ne8yp6 ай бұрын
অনেক মজার।সবজী রেসিপি ❤
@Allcookingfusionbd19906 ай бұрын
Osadharon mojar o healthy recipe bondhu.
@sohojrannabannabd66326 ай бұрын
ধন্যবাদ বন্ধু
@DailysCooking6 ай бұрын
মাশাআল্লাহ বিক্রমপুরের অসাধারণ একটা রেসিপি ❤খুব সুন্দর হয়েছে আপু দেখতে অনেক লোভনীয় হয়েছে খুব ভালো লাগলো ❤❤❤❤
@KULSUMRANNAGOR6 ай бұрын
গরুর অনেক দারুন হয়েছে গরুর মাংস তেলের
@nighatpinkynighatpinky28876 ай бұрын
এইটা কি গরুর মাংসের কোরমা আমার মায়ের হাতে অনেক খেয়েছি দারুন স্বাদের এবং এইটা দিয়ে খিচুড়ি রান্না করা যায় , আবার পরোটা পুর হিসেবে ঝুরি মাংস টা ব্যবহার করা যায়।একটা ছাড়া ঢাকাইয়া দের কুরবানী জমে না
@badliargaming61546 ай бұрын
আপনার মায়ের হাতে খেয়েছেন।অথচ এই রেসিপি সম্পূর্ণ ভুল।এটা ধরতে পারলেন না।
@mysaler7 ай бұрын
গাধা কোথাকার
@syedarojinasultana88727 ай бұрын
এটা যে আমার কতটা প্রিয় সেটা বলে বোঝাতে পারবো না। ছোট বেলায় যখন ফ্রিজ ছিলোনা তখন মা এভাবে মাংস সংরক্ষণ করতেন। কি যে ঘ্রান।