খ্রিস্টানরা বলছে ঈসা আ আল্লাহর পুত্র, আরো কিছু জঘন্যতম কথা বা আকীদা তাদের আর পৌত্তলিকরা মুর্তি পুজা সহ আরো অনেক শিরকে লিপ্ত,, পৌত্তলিকদের চেয়ে খ্রিস্টান কিভাবে ভালো হলো?? অনুগ্রহ করে জানাবেন। জাজাকাল্লাহ খাইরান
@mdahidulislam8652Күн бұрын
جزاك الله خيرا
@mdazom7589Күн бұрын
জাজাকাল্লাহ খাইরান মালয়েশিয়া থেকে আমার প্রিয়ো শাইখ আল্লাহ জেনো আপনাকে নেক হায়াত দরাজ করুন ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jahidullislambukhariКүн бұрын
جزاك الله خيرا
@sagirahammad8531Күн бұрын
Mashaallah Mashaallah khub bhalo
@wazir4524Күн бұрын
জাজাকাল্লাহ
@ruhinayeema9244Күн бұрын
Alhamdulilah
@upodeshnaseeha2 күн бұрын
21:51
@alamgirr19962 күн бұрын
দয়া করে ভিডিও র পর্ব নাম্বার প্রথমে দেন।
@mdahidulislam86522 күн бұрын
جزاك الله خيرا
@mahossain92602 күн бұрын
★ইমামতির বিধিবিধানঃ ইমামতির সবচেয়ে বেশী হকদার তথা যেসব গুণাবলী বিচার করে কোন ব্যক্তিকে জামাতে সলাতের ইমামতি করার জন্য প্রাধান্য দেয়া হবেঃ ১. কুরআন বেশী মুখস্ত থাকা ২. উচ্চারণ, তাজবিদ, মাখরাজ সহীহ এবং তিলাওয়াত সুন্দর ৩. সলাতের ফিক্বহী মাসায়েল জানা থাকা। সলাতের শর্তাবলী, আরকান/রূকন/ফরজ, ওয়াজিব, সুন্নাত, সলাত ভঙ্গকারী বিষয়, কোথায় কি ভুল হলে সাহু সাজদা দিতে হবে ইত্যাদি জানা থাকা ৪. শাসক যদি পুরো হাফেজ নাও হয় তবে যদি ইমামতির উপরোক্ত নূন্যতম শর্তাবলী যোগ্যতা রাখেন তাহলে তার থেকে আগ বেড়ে সলাত আদায় না করা। যদি না তিনি অনুমতি দেন। অনুরূপ বাড়িওয়ালা হয়ে থাকলে তার বাড়িতে ইমামতির ক্ষেত্রে। 18:32, 18:40, 19:58, 24:58, 25:17, 33:31, 34:09, 35:25, 55:58, 56:03, 56:34-56:56, 57:11
@khademulislam6682 күн бұрын
আকাশকে বাতাস বললে আকাশ বাতাশ হয়না,, তদরুপ বাতাস কে আকাশ বললে আকাশ হয় না,,তেমনি জিপিএফ ফান্ডের ফরমে প্রদত্ত মুনাফাকে সুদ বলা হলেও সেটা কি বাস্তবে সুদ হবে কি না তা শরীয়াহ আইন ই পরিস্কার বলবে। কারও বানানো কাগজ বা ফরম এটাকে সুদ বলতে পারে না ।
@Abu.Ahmad_Sakib2 күн бұрын
11:24 বিবাহের রুকন তিনটি, 1. পাত্র-পাত্রী এমন থাকতে হবে যে শরঈ কোন বাঁধা নেই, 2. ইজাব হতে হবে ও 3. কবুল হতে হবে। এই তিনটি শর্ত পূরণ হলেই বিবাহ সম্পন্ন হয়ে যায়।
আসসালামু আলাইকুম।জাযাকাল্লাহু খাইরান প্রিয় এডমিন ভাইকে নিশ্চয়ই তিনি অনেক পরিশ্রম ও সময় ব্যায় করে শায়েখের মূল্যবান আলোচনা আমাদের কাছে পৌছে দিচ্ছেন।একমাত্র আল্লাহ জন্য শায়েখকে ভালোবাসি।আল্লাহ সুবহানাহু তা'আলা শায়েখকে নেক হায়াত দান করুন এবং সকল মুসলিমকে সঠিক ইসলাম জানার ও মানার তৌফিক দান করুন।আমিন.. 02/01/2025
@salafimanhazmedia3 күн бұрын
আসসালামু আলাইকুম।জাযাকাল্লাহু খাইরান প্রিয় এডমিন ভাইকে নিশ্চয়ই তিনি অনেক পরিশ্রম ও সময় ব্যায় করে শায়েখের মূল্যবান আলোচনা আমাদের কাছে পৌছে দিচ্ছেন।একমাত্র আল্লাহ জন্য শায়েখকে ভালোবাসি।আল্লাহ সুবহানাহু তা'আলা শায়েখকে নেক হায়াত দান করুন এবং সকল মুসলিমকে সঠিক ইসলাম জানার ও মানার তৌফিক দান করুন।আমিন. 02/01/2025
@salafimanhazmedia3 күн бұрын
আসসালামু আলাইকুম।জাযাকাল্লাহু খাইরান প্রিয় এডমিন ভাইকে নিশ্চয়ই তিনি অনেক পরিশ্রম ও সময় ব্যায় করে শায়েখের মূল্যবান আলোচনা আমাদের কাছে পৌছে দিচ্ছেন।একমাত্র আল্লাহ জন্য শায়েখকে ভালোবাসি।আল্লাহ সুবহানাহু তা'আলা শায়েখকে নেক হায়াত দান করুন এবং সকল মুসলিমকে সঠিক ইসলাম জানার ও মানার তৌফিক দান করুন।আমিন 02/01/2025
@upodeshnaseeha3 күн бұрын
19:04
@Abu.Ahmad_Sakib3 күн бұрын
3:46 অভিভাবকদের জন্য আল্লাহর আদেশ, বিশেষ করে মেয়েদের বিবাহের ক্ষেত্রে, সাবালিকা হলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও। 4:43 An-Nur 24: 32 وَأَنكِحُوا۟ ٱلْأَيَٰمَىٰ مِنكُمْ وَٱلصَّٰلِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَآئِكُمْۚ إِن يَكُونُوا۟ فُقَرَآءَ يُغْنِهِمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ Bangla - Bayaan Foundation আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। •┈┈•┈┈•⊰ ◈ ⊱•┈┈•┈┈• An-Nur 24 :32 Bangla - Tafsir Abu Bakr Zakaria আর তোমাদের মধ্যে যারা বিবাহহীন’ [১] তাদের বিয়ে সম্পাদন কর এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও [২]। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ্ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন; আল্লাহ্ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ। [১] أيامى শব্দটি أيّم এর বহুবচন। অর্থ প্রত্যেকটি এমন নর ও নারী, যার বিয়ে বর্তমান নেই; একেবারেই বিয়ে না করার কারণে হোক কিংবা বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে একজনের মৃত্যু অথবা তালাকের কারণে হোক। [দেখুন-বাগভী] এমন নর ও নারীদের বিয়ে সম্পাদনের জন্য তাদের অভিভাবকদেরকে আদেশ করা হয়েছে। বিয়ে করার প্রতি উৎসাহ দিয়ে বিভিন্ন হাদীসেও নির্দেশ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যাদের বিয়ে সম্পন্ন হয়েছিল এমন মহিলাদের পুনরায় বিয়ে দিতে হলে তার সরাসরি স্পষ্টভাষায় মতামত না নিয়ে বিয়ে দেয়া যাবে না। আর যাদের বিয়ে ইতিপূর্বে হয়নি, তাদের বিয়েতেও অনুমতি নিতে হবে। সাহাবাগণ বললেন, হে আল্লাহ্র রাসূল, তার অনুমতি কিভাবে নিবে? তিনি জবাব দিলেন: চুপ থাকা। [বুখারী ৫১৩৬, মুসলিম ১৪১৯] অন্য বর্ণনায় আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বিয়ের নির্দেশ দিতেন, বৈরাগ্যপনা (অবিবাহিত থাকা) থেকে কঠোরভাবে নিষেধ করতেন এবং বলতেন, ‘যারা স্বামীকে ভালবাসবে এবং বেশি সন্তান জন্ম দেয় এমন মেয়েদের তোমরা বিয়ে কর। কেননা আমি কেয়ামতের দিন নবীগণের কাছে বেশী সংখ্যা দেখাতে পারব।’ [ইবন হিব্বান ৪০২৮, মুসনাদে আহমাদ ৩/১৫৮, ২৪৫] [২] অর্থাৎ নারীদেরকে বিয়েতে বাধা না দেয়ার জন্য অভিভাবকদের জন্য অপরিহার্য। এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, ‘তোমাদের কাছে যদি কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তবে তার চরিত্র পছন্দনীয় হলে অবশ্যই বিয়ে সম্পাদন করে দাও। এরূপ না করলে দেশে বিপুল পরিমাণে অনর্থ দেখা দেবে।’ [তিরমিযী ১০৮৪, ১০৮৫]
@mdrashelahammed46043 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤ mash ALLAH ❤❤❤❤❤❤❤❤❤
@AbdurRahman-ze2xs3 күн бұрын
Subhanallah Alhamdulillah la ilaha Illalahu Allahu Akbar