প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের পিছেপড়া মানুষ,তাদের কল্যাণের কথা সমাজের সবাই ভাবেন।তাদের অবসরের বয়স অন্যান্য চাকুরেদের মত ৫৯ বছর।অন্যদিকে মুক্তিযোদ্ধার সন্তান/নাতিদের বয়স ৬০ বছর। সহৃদয়বান মিডিয়া ভাইবোনেরা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সদয় হয়ে অবসরের বয়স বাড়ানো যুক্তিকতাটি যদি সরকারের কাছে তুলে ধরতেন তাহলে হয়তো প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিত আশা পুরুন হতো। আমার বিনীত আকুল আবেদন সকল মিডিয়া ভাইবোনদের কাছে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান মানবিক ব্যক্তিত্বসম্পন্ন নোভেল বিজয়ী ড: মুহম্মদ ইউনুস স্যার যেন প্রতিবন্ধী চাকুরেদের অবসরের আগষ্ট/২০২৪ মাস হতে ন্যুনতম ৬০ বছর করে দেন মর্মে ব্যবস্থা গ্রহণ করতে।