সচিবরা মহার্ঘ ভাতা দিবে বলে যেভাবে সাংবাদিককে নিয়ে ডাকঢোল পিটাইছে তাতে বোঝা গেছিল তাদের দ্বারা মহার্ঘ ভাতা সম্ভব না। কারন বেসরকারি সাংবাদিকরা যারা ইউনুস সরকার বিরোধী তারা সবার আগে নিজেদের ভাতা চায়। এরকম সচিব বিগত কয়েক বছরে আর পাওয়া যাবে না।ডাকঢোল পিটিয়ে শেষ কাজের কাজ কিছু না।সৈরাচার যা করে গেছে সেটাই করে যাচ্ছে।
@JONYDASH-g6fКүн бұрын
বাংলাদেশের সরকারী চাকুরীজিবিরা।অসহায়
@tuar5642Күн бұрын
মহার্ঘ ভাতার দরকার নাই।চিকিতসা ভাতা সব কর্মচারীর জন্য মাসিক ৮০০০।লাঞ্চ ভাতা সব কর্মচারীর জন্য মাসিক ৯০০০। আর প্রতিবছর বেতন বৃদ্ধি ৫% এর স্হলে ১৫ % করা হোক।
@MDLUTFARRAHMANKHANКүн бұрын
মহার্ঘভাতা যদি না দেয় তা হলে এতদিন ঢাকঢোল বাজিয়ে মাল জিনিসের দাম কেন বাড়ানো হলো এর জবাব চাই।
@junaidbirhi1844Күн бұрын
অর্থনীতি কবে ভালো ছিলো এক এক সময় এক এক কথা। ইউক্রেন যুদ্ধ, করোনাভাইরাস, অর্থনীতি মন্দা 😂😂😂 খুবই হাস্য কর এসব বলতে বলতে আজ ১১ বছর
@MituIslam-ym2ylКүн бұрын
বন্ধ হয়ে গেলো মহার্ঘভাতা, সুশীল সু--র ভাই দের ভ্যাটোর যাঁতাকলে পিষ্ট হয়ে গেছে সাড়ে ১৫ লক্ষ পরিবারের আশা। সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় ২০১৫ সালে। ২০১৫ সালের বাজার দ্রব্যের মূল্য আর ২০২৫ সালের বাজার দ্রব্যের মূল্যের তফাৎ কতটা সেটা একটু বিবেচনা করা উচিত ছিল। সাধারণ জনগণের জন্যেও মূল্যবৃদ্ধি যেভাবে কাল হয়ে দাড়িয়েছে ঠিক তেমনি সরকারী চাকুরী জীবীদের জন্যেও একই পরিণতি হয়েছে। সকলেরই আয় রুজি বেড়েছে কিন্তু পরিবর্তন হয়নি সরকারী কর্মচারীর পে স্কেলের। হয়তো অনেকে জানেন সরকারী কর্মচারীরা অনেক টাকা বেতন পায়, সরকারি কোয়ার্টার পায়,গাড়ি পায় ইত্যাদি ইত্যাদি। আসলে সেগুলো কর্মচারীদের নয় বরং কর্মকর্তাদের জন্য ।২০১৫ সালে একজন গার্মেন্টস শ্রমিকের মজুরি ছিল ৬ হাজার টাকা, ২০২৫ সালে তার মজুরী ১২ হাজার টাকা। একজন দিনমজুর ৩০০ টাকায় শ্রম দিতো সেখানে এখন ৬০০ টাকা ।একজন রিক্সা-চালক যেই পথ অতিক্রম করতে ২০ টাকা ভাড়া নিত এখন নিচ্ছে ৫০ টাকা। বাস যাতায়াতে যেই পথে ২০ টাকা ভাড়া দিয়েছি এখন ৪০ টাকা দিতে হয়। কিন্তু সরকারী কর্মচারিদের বেতনে কোনো পরিবর্তন নেই। ২০ তম গ্রেডের একজন সরকারি কর্মচারী সর্বসাকুল্যে ১৫ হাজার টাকা বেতন পায় । বর্তমান বাজারে ১৫ হাজার টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলে সুশীল সুদীর ভাইরা একটু বিবেচনা করিয়েন।অনেকে বলবেন ঘুষের টাকা তো অনেক পায় সরকারী চাকুরিজীবীরা, তাদের জন্য উত্তর সবাই ঘুষ খায় না, হাতে গোনা কয়েকজন খায় তাদের দায় বাকিদের উপর চাপাবেন না। ১০-২০ গ্রেডের কর্মচারীদের বর্তমান বাজারে চলতে কী পরিমাণ হিমসিম খেতে হচ্ছে সেটাতো এসি গাড়ি দিয়ে চলাচল করা আর এসি রুমে বসে বসে গপ্প দেওয়া লোকদের চোখে পড়বে না।
@MdShamimAhsan-ij8kfКүн бұрын
এটা মেনে নেয়া যায় না
@SamsunNaherNila-dd9irКүн бұрын
আন্দোলন করে নতুন সরকার এনে সাধারণ মানুষের কোন লাভ হয় নি।নতুন সরকারের উপদেষ্টা আর তাদের লোকজন দের লাভ হয়েছে।
@SamsunNaherNila-dd9irКүн бұрын
নির্বাচিত সরকার চাই। এ সরকার থাকলে কিছু হবে না। এরা কখনে বেতন বাড়াবে না।তোদের সুযোগ সুবিধার তো শেষ নাই। সরকারি কর্মচারি দের মানুষ মনে করে না। ইউনুস সরকার হটাও। হারামির বাচ্চারা কথা দিয়ে কথা রাখে নাই।
@SalmaKhatun-z7fКүн бұрын
Desh er unnoyon hok.... Somota fire asuk.... Ekjon khabe gosto r ekjon robon pabena emon desh asa korina......
@MdSaidulIslam-g2lКүн бұрын
Afsous
@ararahman504Күн бұрын
এখানে ইউনুসের কোন দূষ নেই, সমস্যা সৃষ্টি কারি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বাজে মন্তব্য করার কারনে ১১-২০ গ্রেডের কর্মচারিরা হতাশ করেছে, প্রধান উপদেষ্টা।
@anisurrahman1613Күн бұрын
কঠোর আন্দোলন করতে হবে। সচিবদের বেতন দিয়ে আমাদের মাফলে হবে না।আমরা ১৫ দিনও চলতে পারি না
@MdAlaminAhmed-g2nКүн бұрын
দেয়ালাগবেনা
@nisudey5304Күн бұрын
ফালতু সরকার।
@mdtuhinhossin40Күн бұрын
এক জন্য অফিসার গাড়ি ঠিক করার জন্য প্রতি মাসে টাকা পান ৫০০০০ হাজার টাকা যা ৩ জন্য সৈনিকের বেতন এই ৫০০০০ হাজার টাকা বন্ধ করতে হবে সরকার কে
@musfiqtv6440Күн бұрын
পহেলা ফেব্রুয়ারি থেকে মহার্ঘ ভাতা কার্যকর এটা বলতে হয় এলা আবার কি শব্দ
@Mehedihasanshuvo24Күн бұрын
কর্মকর্তারা কর্মচারীদের মানুষ ভাবেনা
@abirbir-g1cКүн бұрын
সব দোষ মাদারবোর্ড ফখরুল এর
@MusharofHussain-p4qКүн бұрын
আর বিশ্বাস করি না।
@RuhulaminMatubber-q7dКүн бұрын
যারা যারা সমালোচনা করেছে তাদের প্রতি আমাদের দাবি বর্তমানে দ্রব্যমূল ও উর্ধ্বগতি আর বিরুদ্ধে একটু সমালোচনা করুন সমালোচনা কাজে লাগান সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যাইয়া না করিয়া ১১ থেকে ২০ তম গ্রেডের কর্মচারীরা কত অসুবিধা আছে এটাতো সাংবাদিক বন্ধুরা বুদ্ধিজীবী বন্ধুরা তারা নিজেরা একটু চিন্তা করেন কারণ জিনিসের দাম তো স্টেশন থাকেনা কোন একজন সরকারি কর্মচারী তো চাকরির উপরে নির্ভর করতে হয় তাহলে সে টাকাটা কোথায় পাবে তার কি বাড়তি আয়ের কোন সুযোগ আছে ১১ তম বিশ ১১ থেকে ২০ তম গ্রেডের কর্মসূচি দিয়ে কি করবে আপনারা বলেন এই বুদ্ধিজীবীরা যদি পারেন তাদের দাম কমান ফাটাই য়া সাংবাদিক যে বন্ধুরা আছেন কালের কন্ঠ বৈশাখী টেলিভিশন সমকাল জিনিসের দাম কমানোর ব্যবস্থা করেন আমাদের মহার্ঘ ভাতা প্রয়োজন নাই কারো ১১ তম ১১ হইতে ২০ তম গেটের কর্মচারী কোন আয়ের উৎস দেখাই দেন আমাদের অফিস শুরু হয় 9 টায় আমাদের কাজ করার কি কাজ থাকে যে আমরা বাড়তি ইনকাম করে আমাদের সংসারটা ভরণপোষণ করব নাহলে হুদা সমালোচনা করবেন না এরকম কইরা কেমনে বাচবো সেই চিন্তা এবং পরামর্শ দেন আলাইকুম
@MdAzimAHmed-d7sКүн бұрын
😂
@TROU-n1nКүн бұрын
মির্জা ফখরুলকে দেশের মানুষ ক্ষমা করবেনা। তার বক্তব্যের কারণেই এই জটিলতা।
@ashekalahi7027Күн бұрын
আশা দিয়ে আশাহত হলাম।
@MDGolamRobbani-v8bКүн бұрын
সুন্দর খবর।
@MdAbuHanif-t2kКүн бұрын
তোর কানের নিচে একটা দিবে্ো
@MdAbuHanif-t2kКүн бұрын
হেই
@syedasfaq3977Күн бұрын
গুষ্টি চুদি এই দেশের। তাহলে সব জিনিসের দাম বাড়লো কেন?