ঈশ্বর এত পবিত্র এত শক্তিশালী যে তাঁর সন্মুখীন কোনো মানুষ হতে পারে না। তাই তিনি নিজেকে মনুষ্য দেহে সিমীত করেন। পৃথিবীতে এসে প্রভু যীশু রূপে বাস করেন যাতে আমরা সেই সর্বশক্তিমান ঈশ্বরের হৃদয় বুঝি। এই পরিকল্পনা পিতা ঈশ্বরের যা তিনি কার্যকর করেন। তাই প্রভু যীশু ঈশ্বর, আবার তিনি ঈশ্বরের পরিকল্পনা তাই তিনি ঈশ্বরকে পিতা বলেন।
@SujonSoren-i4o3 ай бұрын
Amen
@rafiqulislam44944 ай бұрын
অনেক সমৃদ্ধ হলাম ।
@rafiqulislam44944 ай бұрын
ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
@rafiqulislam44944 ай бұрын
ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
@rafiqulislam44944 ай бұрын
ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
@SaraMarak-it4qx4 ай бұрын
Amen🙏🙏
@rafiqulislam44944 ай бұрын
ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
@rafiqulislam44944 ай бұрын
ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
@rafiqulislam44944 ай бұрын
ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
@nandareang17804 ай бұрын
Joy Jisu❤❤❤🎉🎉🎉⛪⛪⛪🙏🙏🙏
@AlponaCosta5 ай бұрын
Amen❤❤❤❤
@HasinaKhatun-p3g9 ай бұрын
قَالَ إِنِّى عَبْدُ ٱللَّهِ ءَاتَىٰنِىَ ٱلْكِتَٰبَ وَجَعَلَنِى نَبِيًّا শিশুটি বলল, ‘আমি তো আল্লাহর বান্দা; তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন’। وَجَعَلَنِى مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَٰنِى بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمْتُ حَيًّا ‘আর যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও যাকাত আদায় করতে আদেশ করেছেন’। وَبَرًّۢا بِوَٰلِدَتِى وَلَمْ يَجْعَلْنِى جَبَّارًا شَقِيًّا ‘আর আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে অহঙ্কারী, অবাধ্য করেননি। وَٱلسَّلَٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا ‘আর আমার উপর শান্তি, যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে’। ذَٰلِكَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ قَوْلَ ٱلْحَقِّ ٱلَّذِى فِيهِ يَمْتَرُونَ এই হচ্ছে মারইয়াম পুত্র ঈসা। এটাই সঠিক বক্তব্য, যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে। مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٍ سُبْحَٰنَهُۥٓ إِذَا قَضَىٰٓ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়। তিনি পবিত্র-মহান। তিনি যখন কোন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তদুদ্দেশ্যে শুধু বলেন, ‘হও’, অমনি তা হয়ে যায়। وَإِنَّ ٱللَّهَ رَبِّى وَرَبُّكُمْ فَٱعْبُدُوهُ هَٰذَا صِرَٰطٌ مُّسْتَقِيمٌ আর নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব। সুতরাং তোমরা তাঁর ইবাদাত কর। এটাই সরল পথ।