বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেরণাদায়ক গানটি বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছে অনেক আগেই। জব্বার স্যারের যৌবনের গানগুলি আমাদের সরাসরি শোনার সৌভাগ্য হয়েছে। আমরা ধন্য। আমাদের মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে এবং স্টেডিয়ামে স্যার এসে কালজয়ী গানগুলো শুনিয়েছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
@nurnobifulkuri2 жыл бұрын
রক্ত টগবগ করা ও অশ্রু ঝরা একটা গান
@abdulquddus94312 жыл бұрын
অসাধারণ। বাংলা গানে সৈয়দ আব্দুল হাদী স্যার এর পর আব্দুল জব্বার সাহেব আমার প্রিয় শিল্পী। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।
আমার খুবই প্রিয় একজন শিল্পী মোহাম্মদ আবদুল জব্বার। শিল্পীর আত্মার মাগফেরাত কামনা করি।
@abutaleb23143 жыл бұрын
Abdul Jabbar is my favourite singer.I wish him jannati.
@nigarsultana86233 жыл бұрын
শুনেছি এই গান শুনলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করার প্রান বিলিয়ে দেয়ার শক্তি পেতেন। প্রয়াত আঃ জব্বার সাহবের কন্ঠে জীবন্ত হয়ে উঠেছে কথাগুলো। এই গীতিকার অনেক জনপ্রিয় গান কবিতা গল্প লিখেছেন অথচ রাষ্ট্রিয় ভাবে উনাকে কোন পুরস্কার দেয়া হয়নি।আশা করি মরণোত্তর পুরস্কার হলেও এবার দেয়া হয় নইলে উনার অসাধারণ সব লেখার প্রতি অবমাননা করা হবে। এখনো যখন শুনি এগান রক্তে যেন আগুন জ্বলে। দূজন মহান শিল্পীর জান্নাত নসীব হোক।