💗🙏🥀সকল প্রসংশা সর্বশক্তিমান মহান আল্লাহ পাঁকের জন্য । 💗🙏_____________#সৃষ্টি ও স্রষ্টা দুইটি আলাদা অস্তিত্ব নয়। আল্লাহ তাঁহার নিরাকার অবস্থা হইতে #সাকারে আসেন এই বস্তুজগতের অসংখ্য বস্তু ও জীবরূপে নিজেকে বিকশিত করিয়া। #এই বহুরূপী বস্তুজগতে তিনি ‘#আহাদ_আল্লাহ' রূপে বিকশিত, #যেখানে সবকিছু তাঁহারই শরীর,#তিনিই_তিনিময়।#এই আহাদ জগতে মানুষ শ্রেষ্ঠ জীব যাহার মধ্যে তিনি স্বকীয় একটি সত্তা দিয়াছেন এবং নিজে #রুহ রূপে প্রত্যেকের মধ্যে লুকায়িত আছেন। #এই স্বকীয় সত্তা বলে মানুষ নিজেকে তাহার রব হইতে #বিচ্ছিন্ন মনে করে এবং স্বেচ্ছাচারিতা করে। #স্বেচ্ছাচারী মন দুনিয়াদার, আর এই #দুনিয়াদারী জীবনই জাহান্নামের জীবন। মৃত্যুর পর মানুষ যখন দেহত্যাগ করে তখন এই ‘আহাদ’ #জগত হইতে ক্ষণিকের জন্য মুক্তিলাভ করে। এই সময়ে সে দেখিতে পায়তাহার রবকে এবং তাহার নিজের #জন্ম_জন্মান্তরের বহু শাস্তিপূর্ণ দুনিয়ার জীবনসমূহকে। #মৃত্যু পরবর্তী এই অবস্থায় মানুষকে শাস্তি দেওয়া হয় না। শাস্তি তাহার জন্য পরবর্তী আহাদ জগতের জীবনে। #এবং ঐ শাস্তি শুধু পরবর্তী একটি #ইহজীবনের জন্য স্থায়ী, তাই ‘তাহার’ শব্দটির উপর ছোট মদ আছে। এর দ্বারা বুঝায় কর্মফলের শাস্তি চিরস্থায়ী নয়।----#কোরান_দর্শনঃ সদর উদ্দিন আহ্মদ চিশতীন