তুমি যেদিন চলে গেলে। সেদিন বিকেলে জেব্রা ক্রসিং পার হবার সময়। সামনে একটা কাভার্ডভ্যান হন বাঁজিয়ে আসছিল। সার্জেন্ট না থামালে মরেই যেতাম।তোমার চলে যাবার পএবাহক'কে মনে হয়েছিলো,ষড়যন্ত্রকারী।উচ্চ রক্তচাপে প্রেসার বেড়ে গিয়েছিল।অর্ধেক বিশ্বাস নিয়ে নিজেকে বুঝিয়েছি আমি তোমার চলে যাওয়া এটা মিথ্যে। এখনই হেসে বলবে রসিকতা ছিল সব। যেদিন তোমাকে হারিয়েছি সেদিন বারবার শুধু তোমাকে পাবার দিনটির কথা চোখে ভাসছিল। নিজেকে পৃথিবীর সম্রাট মনে হয়েছিল। আলেকজান্ডার পৃথিবী জয় করার পরেও যে তোমাকে জয় করতে পারেনি। সেই তোমার হাত আমি চাইলেই মুখের কাছে এনে চুমু খেতে পারি। তুমি নেই এমন একটা সত্য।
@PiyalAhmed-t4i10 ай бұрын
তুমি যেদিন চলে গেলে। সেদিন বিকেলে জেব্রা ক্রসিং পার হবার সময়। সামনে একটা কাভার্ডভ্যান হন বাঁজিয়ে আসছিল। সার্জেন্ট না থামালে মরেই যেতাম।তোমার চলে যাবার পএবাহক'কে মনে হয়েছিলো,ষড়যন্ত্রকারী।উচ্চ রক্তচাপে প্রেসার বেড়ে গিয়েছিল।
@pritomroy2465 Жыл бұрын
amazing voice... Keep it up. Best wishes... 😊
@tomarjonno3742 Жыл бұрын
Oshtir
@jahidafnan3990 Жыл бұрын
Ami apnar sathe ei gan ta Korte chai😊
@mdahasanhabib9181 Жыл бұрын
Artcell 🖤
@JoyPaul-zl9bz Жыл бұрын
Bro tor muka a gan ta suna ami apner prama pora gachi sotte.....🥰😇😇😇🫠
@afnanahmed1047 Жыл бұрын
fb id plzzz?
@GaMe-nz4kp Жыл бұрын
Time... And.....wait for none😢 Peyari samaj gaye...🤤
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে নিয়ত স্মরণের বেড়াজালে অধীর অপেক্ষার শেষে প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে বিদায় আসবে অবশেষে তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে... হারিয়ে যাও যত দূরে আসবে তবু ফিরে আমার অজানায় অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে তোমার অসাড় থেমে থাকার প্রয়াত আগমনে তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে... হারিয়ে যাও যত দূরে আসবে তবু ফিরে আমার অজানায় অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
@mdtamjidhossain7342 жыл бұрын
3k views Deserve 3m views 🥲
@ShamimAhmed-ফ্রান্স2 жыл бұрын
ভালো লাগার বিষয় হচ্ছে,বাংলাদেশের মেয়েরা শুধু টিকটক ই করে না,,,আর্টসেল ও গায়।। লাভ ইউ❤️❤️❤️
@aminraihan12242 жыл бұрын
best of luck for all the new covers!! Appreciate it for giving an amusing cover!!
@ahonafislam4562 жыл бұрын
Damn
@mdjubairahmed92 жыл бұрын
Wow shakil 2.2k view
@I_am_Tanmoy_D.82 жыл бұрын
Oh my God...😱😱 Just Awesome🔥🔥 Fan hoye gelam...🥰🥰
@golamnabimahim4072 жыл бұрын
What is her name? ????😴
@mdsajjadhussain83312 жыл бұрын
Omg❤️ best cover suto appi
@mdjubairahmed92 жыл бұрын
Wow😳😳
@tajuddinahmed30652 жыл бұрын
where was this cover for a month.
@adnandcc14432 жыл бұрын
Backing vocal ta bapok hoise
@soykatbanik31822 жыл бұрын
Good covering, but 1st rydom is not properly done!😓🤟 If practice, you will done🤟🤗