Пікірлер
@krishnamajumder3465
@krishnamajumder3465 3 ай бұрын
হরে কৃষ্ণ দাদা দয়া করে আপনারা আমাদের ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য জনসচেতনতা মূলক ভিডিও বানাবেন এবং সরকারের কাছে আবেদন করা প্রয়োজন তানাহলে সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করা জাবেনা এবং পরবর্তী প্রজন্মের কাছে সনাতনের বার্তা পৌঁছানো যাবে না।
@mcn5232
@mcn5232 3 ай бұрын
আমার প্রশ্ন -পূরান কি, কেন এবং কিভাবে এলো? অর্থাৎ পুরাণের philosophy কি?
@ejuegwduudhd-rb2gt
@ejuegwduudhd-rb2gt 3 ай бұрын
নমস্কার, পুরাণ হল আষাঢ়ে গল্প মাত্র ।আর পুরাণকে যদি মান্য তা দিতে হয়, তাহলে ভারত উপমহাদেশীয়দের এক মাত্র উপাস্য -" শ্রী হরি " ।
@Hide_ID
@Hide_ID 4 ай бұрын
এতো দেখছি চেহারার দিক দিয়ে নরেন্দ্র মুদির ছোট বা বড় ভাই।😂😂
@BiswaJitDas-wq3cp
@BiswaJitDas-wq3cp 4 ай бұрын
Na parle choto boro korben na
@BiswaJitDas-wq3cp
@BiswaJitDas-wq3cp 4 ай бұрын
Boro kast ke bolo mrito manish ke jibito korte /parbe ki
@BiswaJitDas-wq3cp
@BiswaJitDas-wq3cp 4 ай бұрын
Kon kast boro
@BiswaJitDas-wq3cp
@BiswaJitDas-wq3cp 4 ай бұрын
Sudro koto nombore pore bolo
@Pranayghosh-pw8lo
@Pranayghosh-pw8lo 4 ай бұрын
namaskar Dada what the definition of Dharma and what the result of Dharma secondly what the definition of adharmu and what the result of Adharm please explain third what the definition of Karma and what the result of Karma fourth what the difference between Karma and Dharma please explain lastly what the definition of bhakti and what the result of bhakti please explain what the definition of Shraddha and what the result of Shraddha what the difference between Shraddha and bhakti please explain
@jnannayan
@jnannayan 4 ай бұрын
ধন্যবাদ। সঙ্গে থাকুন আপনার বলা বিষয় আমরা মাথায় রাখবো। এই বিষয়ে আলোচনা করবো
@sanjubiswas6988
@sanjubiswas6988 4 ай бұрын
খুব ভালো মানুষ এর সমস্ত কিছু জানা দরকার
@mustafakamal2577
@mustafakamal2577 5 ай бұрын
যার কোন সারবত্তানেই তার প্রতি ভক্তি হয় কি করে? খাতির দারি কথার মধ্যে মিথ্যার ছায়া ভেসে উঠে।
@bakulbiswas9066
@bakulbiswas9066 5 ай бұрын
এ সব পাগলের প্রলাপ, পাগলে লিখেছে, মূর্খ ইরা- - - - অন্যান্য ধর্মের সঙ্গে তুলনা করে বুঝুন, (পুরাণ গুলি মৎস্য কণ্যার ছেলে তে লিখেছে - - - - যতসব পাগলা মী, দুনিয়া অনেক অনেক আগে, পুরাণ নিয়ে পড়ে থাকলে পুরাতনেই থাকবেন, বিবেক বুদ্ধি চিন্তা শক্তি আপনার- - - -
@mohsinmortaba312
@mohsinmortaba312 5 ай бұрын
kzbin.info/www/bejne/f2S1ZKqIfNd7b7s Is it true?
@jnannayan
@jnannayan 5 ай бұрын
ধন্যবাদ । সঙ্গে থাকুন
@BidyutGhosh-mt8uo
@BidyutGhosh-mt8uo 5 ай бұрын
​@@jnannayanNastik is Best Nastik Asif Mohiuddin Tell 100% correct and This is Proved
@brojosingha6700
@brojosingha6700 5 ай бұрын
​@@jnannayan সনাতন ধর্মের সব কিছুই অলৌকিক আমলের। বলা হয়, পাঁচ হাজার বছর আগে শেষ হয়েছে দ্বাপর যুগ, তখন পর্যন্ত অলৌকিক মিরাকল, মন্ত্র তন্ত্র, বর অভিশাপ, দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টি ইত্যাদির প্রয়োগ কার্যকর ছিল। তার পর বর্তমান যুগে অলৌকিক নেই। সাইন্স ও টেকনোলজির কার্যকর। ভারত দীর্ঘ আটশত বছর জোরপূর্বক, নিষ্ঠুর বিদেশীদের দখল শাসনের অধীনস্থ, নিস্পেষিত অবস্থায় পতিত হয়েছিল। তখন সনাতন ধর্মের অনেক ক্ষয় হয়েছে, অনেকেই ধর্মান্তরিত হয়েছিল। হতাশাগ্রস্ত সাধু সন্ন্যাসরা ব্যাকুল হয়ে ধ্যান তপস্যার করতেন, হেলুসিনেট হয়েছিলেন, রুপ কল্পনার মানসিক ভারসাম্যহীন হয়ে হেলুসিনেশনের প্রভাবিত হয়ে দেব দেবীদের নিয়ে কাল্পনিক কাহিনী ব্যক্ত করতেন এবং ভক্তরা শুনেছেন এবং ঐসব অলৌকিক কাহিনী ছাপা করে পুরান গ্রন্থ বলে বই ব্যবসার করেছেন। ঐ গুলোর লেখক নেই, সব টির লেখক ব্যাসদেবের নাম । কি আশ্চর্য ? ঐসব পুরান গ্রন্থের কোন ভিত্তি নেই, তাই নিষিদ্ধ করা উচিত। ধন্যবাদ।
@sharmilasaha8543
@sharmilasaha8543 5 ай бұрын
খুব ভালো বলেছেন।
@tarakinkarkarmakar2758
@tarakinkarkarmakar2758 5 ай бұрын
1:17 বাহন সম্প্রর্কে আপনার বিচার অসম্পূ্র্ন রয়ে গেল। এরোপ্লেন আমার বাহন কারন সেটি আমাকে বহন করতে সমর্থ। একটি মূষিক দেবতা গনেশকে বহন করতে সমর্থ এটা মানতে কষ্ট হয়। বরং এটা ভাবা সহজ যে তথাকথিত ইতর জাতিকে উচ্চ শ্রেণীর দাসানুদাস হিসাবে উচ্চ বর্ণের ভালো থাকার সমস্ত দায় বহন করতে হত। আপনারা বিশেষ জ্ঞানী ব‍্যক্তিগন যদি এই 'বাহন' বিষয়টির মধ্যে কি রূপক আছে যদি তা ব‍্যাখ‍্যা করে বুঝিয়ে দেন তবে আমাদের মত অজ্ঞানী মানুষদের দন্ধ ও ধন্ধ দূর হয়।
@jnannayan
@jnannayan 5 ай бұрын
ধন্যবাদ। সঙ্গে থাকুন
@provatbiswas-zt6uq
@provatbiswas-zt6uq 5 ай бұрын
নমস্কার, শুধু পুরাণ , সনাতন ধর্মের যত গ্রন্থ আছে, সব ভিন্ন ভিন্ন মত বা দলের ব্যাবসার মুলধণ।
@mraa-y4l
@mraa-y4l 5 ай бұрын
স্বামীর ছোট ভাই তার বড় ভাইয়ের নিঃসন্তান স্ত্রীর কাছে তার প্রবীণদের অনুমতি নিয়ে তার ব্যক্তির বংশধর হওয়ার উদ্দেশ্যে যেতে পারে।প্রথমে তার শরীরে পরিষ্কার মাখন মেখে নিতে হবে।কোনও সাগোত্রা (সঙ্গমের সম্পর্কের দ্বারা জড়িত) বা স্বামীর একটি সাপিন্দ সম্পর্ক, একই রকম ক্ষমতা এবং একই উদ্দেশ্যে কাজ করতে পারে।এই ধরনের পরিদর্শনের অনুমতি দেওয়া উচিত যতক্ষণ না গর্ভধারণের স্বাভাবিক সম্ভাবনা থাকে, অন্যথায় দর্শনার্থীর জীবনে অধঃপতন হবে। এইভাবে একজন সন্তান তার মায়ের বৈধ স্বামীর অন্তর্ভুক্ত হবে।( গারুদা পুরাণ - অধ্যায় -৯৫; পৃষ্ঠা -২৬৮) ( ভারত থেকে প্রকাশিত গারুদা পুরাণ পড়তে চাইলে আপনার ইমেইল জানান)(পড়ুন এবং জ্ঞান অর্জন করুন)
@madhusudanbhattacharya6845
@madhusudanbhattacharya6845 5 ай бұрын
Ak noi sabjal ak noi
@madhusudanbhattacharya6845
@madhusudanbhattacharya6845 5 ай бұрын
Dukha paben na puran mane pura anuman
@shiblisadik5076
@shiblisadik5076 6 ай бұрын
All religions are made of human ...it's clear to a child also
@kamalkrishnamandal7809
@kamalkrishnamandal7809 6 ай бұрын
পুরান লিখেছে কে?ন্যকড়া জরিয়ে লাভ নেই।আরো হাস্যকর হয়ে যাবে।
@BidyutGhosh-mt8uo
@BidyutGhosh-mt8uo 5 ай бұрын
Nastik is Best Nastik Asif Mohiuddin Tell 100% correct and This is Proved
@kamalkrishnamandal7809
@kamalkrishnamandal7809 5 ай бұрын
@@BidyutGhosh-mt8uo আমি নাস্তিক কে বলেছে?
@BidyutGhosh-mt8uo
@BidyutGhosh-mt8uo 5 ай бұрын
@@kamalkrishnamandal7809 tumi Nastik Asif Mohiuddin er Live Video guli dekho tahole Jante parbe
@Asdf-v8y
@Asdf-v8y 6 ай бұрын
আপনি যদি বামন হন তা হলে এই কথা গুলি বললে বামন দের অপমান।কারন এই বই লিখেছে আপনার বাপ দাদারা।
@polymukherjee1082
@polymukherjee1082 6 ай бұрын
Apni sothik bolechen Amra puran bed uponisod sob grontho kei mene choli r mene cholbo Je sob manus tader vul bichar diye aisob bisoyer apoprocher kore tara asole lekha pore jana ak akta asto murkho Biswas holo sobcheye boro
@tulioldakua4624
@tulioldakua4624 6 ай бұрын
পুরান হটাও , ধর্ম বাঁচাও।
@samirmondal312
@samirmondal312 6 ай бұрын
বুড়োভাম প্রল্লাদের গল্প জানোনা ? হোলিকা প্রল্লাদকে পুড়িয়ে মারতে গিয়ে নিজেই পুড়ে মরেছিল। আগে নিজে ভালো করে জেনে, তারপর কাউকে জানাতে হয়।
@jnannayan
@jnannayan 6 ай бұрын
ভাষা সংযত করুন। ১৮ টি পুরাণে বিভিন্ন রকম ভাবে উপস্থাপন আছে। একটিকে নিয়ে আলোচনা করা হয়েছে।
@samirmondal312
@samirmondal312 6 ай бұрын
বাংলাদেশে অনেকগুলো জেন্ত ভগবান গজিয়েছিলো। তারা শক্তিমান হলে, ভারত ভাগই হতোনা। তারা কাপুরুষ বলে মুসলিমদের সাহায্য করে, জন্মভূমিটাকে তাদের হাতে তুলে দিয়ে, ভারতে এসে প্রাণ বাঁচালো। তাঁদের মহিমার জন্য কতো ভক্তের জীবন নষ্ট হোলো। কতোজন মুসলমান হয়ে প্রাণ বাঁচালো। আর নিজেরা নাখেয়ে তাদের দুধ ভাত খাওয়াচ্ছ? তোমাদের এইরকম জ্যান্ত ভগবান চাই বলে, এরা ভালোই ধৰ্ম ব্যবসা করে মোটা হচ্ছে। নিজেরা তো কোনোদিন বেদ, উপনীষদ পড়বেনা, এদের কুকুর কিত্তনে মুগ্ধ হবে! ঠাকুর মানে খেলবার পুতুল, দশটা বিশেষ গুন থাকলে যেকেউ ভগবান হতে পারে, যার দিব্য শক্তি আছে - সে দেবতা। যে অপার শক্তি সবাইকে নিয়ন্ত্রত করছে, তিঁনিই ঈশ্বর। সবার মধ্যে সু আর কু শক্তি আছে, যাকে জাগাবে সে জাগবে। লোভী আর ভোগী অনুকূল শয়তানকে জাগিয়ে নিজের গুষ্টি উদ্ধার করেছে।
@vishwaroops1
@vishwaroops1 6 ай бұрын
আনন্দ কে আনন্দে থাকতে দিন না, সবকিছু নিয়ে এত পোস্টমর্টেম করার কিছু আছে!
@yellow555gamingyt8
@yellow555gamingyt8 6 ай бұрын
ঠিক।
@purnimastudio4089
@purnimastudio4089 6 ай бұрын
বিশুদ্ধ বেদান্ত জ্ঞান ভিন্ন এই পুরাণ ব্রহ্মবিদ্যা মন্ত্র শাস্ত্র- ব্রাহ্মণ্য, পান্ডিত্য, তান্ত্রিক, গ্ররুবাদ ও বুদ্ধির জোরে কাহারও ব্রহ্ম মন্ত্র বিদ্যা বুঝিবার বা বুজাইবার ক্ষমতা হয় না।বাস্তবিক মুনি, ঋষিগণের মুখে উপদেশ প্রাপ্ত না হইলে পুরাণ মন্ত্র শাস্ত্রের প্রকৃত অর্থ ও মর্ম্ম গ্রহণ করিবার মতো শক্তি কাহারও নাই।
@pradipPaul-o8f
@pradipPaul-o8f 6 ай бұрын
Tor baap thakurda ki satti. Mone hoy maa satti ar sab mithya. Jagat tai tor kache keno mithya noy. Tor maa tar pete ekta kulangarer janmo diyechilo.
@satyadutta7432
@satyadutta7432 7 ай бұрын
AND WHAT THEY DO? DO THEY GIVE YOU FOOD? MONEY? MEDICINE? SO?
@ShantiRanjanMandal-m1s
@ShantiRanjanMandal-m1s 7 ай бұрын
1kathay bala yay-puran mane kabi kalpana. "18ta puran byaser bacan. Lokashikshar jany puran racita... Anthropology+ archeology+meditation halo science. It's proven by laboratory
@rajatdas5690
@rajatdas5690 7 ай бұрын
হিন্দুদের শাস্ত্র মতে সৃষ্টিকর্তা দেবতা মানুষ অসুর এবং প্রাণী সমাজের সৃষ্টি করেছেন। সৃষ্টির আদি যুগে তারকাসুর নামক এক অসুর দেবাদিদেব মহাদেব কে তপস্যা করে সন্তুষ্ট করে বরদান লাভ করেন। মহাদেব কে সারা জীবন নিজের কাছে রাখতে চেয়েছিলেন। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বরদান দিয়েছিলেন। শিবলিঙ্গ রূপে তার কাছে সারাজীবন থাকবেন। সেই শিবলিঙ্গে মহাদেব জ্যোতির্লিঙ্গ হিসাবে অবস্থান করেন। কিন্তু শিবলিঙ্গ যদি কোন দেবতা স্পর্শ করেন সেই মুহূর্তেই শিবলিঙ্গ থেকে মহাদেবের আত্মা রুপি জ্যোতির্লিঙ্গ মুক্তিলাভ করবে। মহাদেব কে জ্যোতির্লিঙ্গ রূপে আটকে রাখার জন্য অসুর গুরু শুক্রাচার্যের পরামর্শে তারকাসুর জনশূন্য মরুভূমিতে নিক্ষেপ করেন।আর সেই শিবলিঙ্গ কে সুরক্ষিত রাখতে মরু অঞ্চলে অসুর রাজ্যের সৃষ্টি করেন। যারা দেবতাদের সমস্ত চিহ্ন সেই স্থান থেকে বিলুপ্ত করার যথেষ্ট চেষ্টা করেন। আর কোনভাবেই যাতে দেবতাদের স্পর্শ ওই শিবলিঙ্গ পর্যন্ত না পৌঁছায় তার সমস্ত রকম ব্যবস্থা তারা করেন। তাই অসুর গুরু শুক্রাচার্যের নাম অনুসারে শুক্রবার তারা পুর্নভক্তিতে পালন করে থাকে। তাই তারা বিশ্বব্যাপী অসুর রাজ কায়েম করতে চায়। যাতে ওই জ্যোতির্লিঙ্গ কে কোন দেবতা বা পূন্য আত্মা স্পর্শ করতে না পারে। ও মহাদেবের আত্মারূপী জ্যোতির মুক্তির না ঘটে। এইভাবেই সৃষ্টি হয় অনাচারী অত্যাচারী অসুর সমাজের। যারা ছলে-বলে কৌশলে জোরপূর্বক সারা বিশ্বটাকে অসুর রাজ্যে পরিণত করতে চায়।
@yellow555gamingyt8
@yellow555gamingyt8 7 ай бұрын
শাস্ত্র এর গূঢ় অর্থ নিজের মোত ব্যাখ্যা করা ঠিক নয়। যারা এসব তৈরী করেছেন কোন উদ্দেশ্য নিয়ে তৈরী করেছেন সেটা জানা জরুরী। আমরা যদি সেই উদ্দেশ্য ধরতে না পারি তাহলে প্রকৃত তথ্য পাবেন না।সকলে মানুষ। কিন্তু সকলে রামকৃষ্ণ নয়,সকলে শিশুপাল নয়। একজন ব্রহ্ম জ্ঞানী ,একজন অজ্ঞানী। দুইজনের জন্য একই নিয়ম নাও হতে পারে। ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে যে এগুলো বৈজ্ঞানিক সম্মত যেটা সাধারণ দৃষ্টিকোণ থেকে ধরা যাবে।অনেক লোক বলবে এসব শ্রাদধের কোন মানে নেই। আপনার কাছে সে লোককে বোঝান কষঠকর।
@harositbiswas6556
@harositbiswas6556 7 ай бұрын
বেদ,পুরান,রামায়ণ,মহাভারত সবই ব্রাহ্মণের লেখা কাল্পনিক গ্রন্থ।সবই শূদ্র নিধনের হাতিয়ার।
@angshumanmukherjee3722
@angshumanmukherjee3722 5 ай бұрын
মোটেই না কে বলেছে আপনাকে?
@shikhahalder1293
@shikhahalder1293 7 ай бұрын
খুব সুন্দর আলোচনা
@yellow555gamingyt8
@yellow555gamingyt8 7 ай бұрын
ডারউইন থিয়োরী এখন অপ্রচলিত ও অবৈজ্ঞানিক। এখনকার বৈজ্ঞানিকরা বলছেন কোন নির্দিষ্ট প্রজাতির ভ্রুন থেকে অন্য প্রজাতির উদ্ভব সম্ভব নয়। সগুন ব্রহ্ম থেকেই সব কিছুর উৎপত্তি। সগুন ব্রহ্ম এর বীজ নির্গুন ব্রহ্ম। ঈশ্বর যা চিন্তা করেন তাই উৎপন্ন হয়। সেটা মানুষের দ্বারা সম্ভব নয়। সংকল্প সিদ্ধি হলে মানুষ অনেক কিছুই তৈরী করতে পারেন। বিশুদধাননদদ সরস্বতী একটা একটা জীবন্ত খরগোস তৈরী করেছিলেন। তিনি যে কোন পদার্থ থেকে অন্য যে কোন পদার্থ তৈরী করতে পারতেন। তাছাড়া অষঠসিদধির সাহায্যে অনেক কিছুই করা যায়। আমাদের বিবর্তন হচ্ছে সূক্ষ্ম ও কারনদেহ অনুযায়ী। মানুষ যেমন চিন্তা করেন তার সূক্ষ্ম দেহ সেরকম আকার ধারণ করে। জড়ভরত হরিনের প্রেমে পড়ে হরিনের জীবন ধারন করেছিলেন। গীতাতে বলা আছে যে তার মৃত্যুর শেষ চিন্তার আকার তার সূক্ষ্ম দেহের মধ্যেই থাকে। বিবর্তন চিন্তা অনুযায়ী তার সূক্ষ্ম দেহের পরিবর্তন হয়। 84 লক্ষ যোনি। একটা জীব থেকে অন্য জীবে পরিবর্তন সূক্ষ্ম দেহের পরিবর্তন এর সঙ্গে যুক্ত। মন বুদ্ধি মেমোরী সব সূক্ষ্ম দেহের অংশ যেমন কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়্যার।
@BisnusorkarNiyon-fg3qs
@BisnusorkarNiyon-fg3qs 7 ай бұрын
জয় হউক মানবতার , জয় সত্যর জয়,মানুষ হউ সাধু হউ মন থেকে, বেসে না,মনে।
@yellow555gamingyt8
@yellow555gamingyt8 7 ай бұрын
গুড।
@yellow555gamingyt8
@yellow555gamingyt8 7 ай бұрын
শাস্ত্র কাকে বলে? শাস্ত্র কিভাবে এসেছে সেটা তুলে ধরা জরুরী। ব্যাসদেব 18 পুরানের রচয়িতা। শাস্ত্র হল দিব্যদৃষটি তে লিখিত। দিব্যদৃষটি বলতে কি বুঝায় সেটাই সাধারণ মানুষের অজানা। দিব্যদৃষটি কি করে হয় সেটা জানা জরুরী। যতক্ষণ না মানুষের আধমাতমিক অনুশীলন ও চেতনার উন্মেষ হচ্ছে ততক্ষণ এগুলো মিথ্যা বলে মনে হয়,কিন্তু প্রকৃত তথ্য সেটা নয়। শাস্ত্র হল পশ্যনতি স্তরের ভাষা। সেটা কখনো বৈখরী পর্যায়ে ধরা যাবে না।
@NepalRoy-y7e
@NepalRoy-y7e 7 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@krishnaroy4081
@krishnaroy4081 7 ай бұрын
কঠিন আলোচনা। ❤
@bimalroy9492
@bimalroy9492 7 ай бұрын
You are not write
@babaighosh2578
@babaighosh2578 7 ай бұрын
এই তা কি মোদির ভাই নাকি দাদা 😅
@binoymondal320
@binoymondal320 7 ай бұрын
খুৰ ভাল বলছেন,এৱকম যুক্তিবাদী আলোচনা আৱো দৱকাৱ । ধন্যবাদ।
@SubhankarKirtan-ye9fz
@SubhankarKirtan-ye9fz 7 ай бұрын
আপনার আলোচনা খুব সুন্দর।
@MailleSen-mk4tk
@MailleSen-mk4tk 7 ай бұрын
‌সোনাতনীৱা চোখ থাকতে চোখ বুজিয়ে আছে, আমরা জানি আমাদের অনেক দেবতাদের যৌনাচার সাধূদের ন্যাংটামো যৌনাঙ্গ উপাসনা এগুলি বিবেক বীরোধি কর্ম ,সব কিছু জানা সত্যেও অন্ধের মতো সোনাতন ধর্মকে শ্রেষ্ঠ বলে দাবী করে 🎶 এমন কি শরীর থেকে নির্গত পেসাবের ছেটা ধূতীতে বা প্যান্টে লাগছে ঐ অবস্থায় আরাধনা ঊপাসনা করেই চলেছে অপবিত্র মনেই কৱেনি ,আবার মদ্যপান অবস্থায় মৃতদেহর কাজ সমপন্ন করে থাকে 🎶 এই জন্য স্বামিজী বলেছে ধর্মকে পালন না করে মাঠে ফুটবল খেলা ভালো,, সনাতনী ভায়েরা ঈশ্বরকে মুখে স্বীকার করে উপাসনার ক্ষেত্রে অস্বীকার করে,, ঈশ্বর একজন তিনি অদ্বিতীয় তার কোন আকার নেই তিনি নিরাকার,, যখন উপাসনা করছে তখন বহু ঈশ্বর,, যেমন শিব কৃষ্ণ বিষ্ণু ব্রহ্মা া সবাই ঈশ্বর,, মুখে বলছি ঈশ্বর একজন যখন ঈশ্বরকে স্মরণ করছি বা ডাকছি তখন বহু জনকে ডাকছি যেমন ব্রহ্মা-বিষ্ণু, শিব কৃষ্ণ,, সুতরাং ঈশ্বরের সঙ্গে প্রতারণা করছি,, তার সঙ্গে প্রতারণা করলে কি করে স্বর্গ লাভ বা মক্ষ্য লাভ হইবে,,
@riponchowdhury2383
@riponchowdhury2383 7 ай бұрын
সব পুরান ফালতু,,,,,,
@riponchowdhury2383
@riponchowdhury2383 7 ай бұрын
আপনি কি জল যেন্ত ভগবান দেখেছেন,,,,,,,,,,
@explorer1161
@explorer1161 7 ай бұрын
পুরাণ কে পড়লেই বোঝা যায় বেদের সিদ্ধান্ত এবং দর্শনকে গল্পের আকারে সহজে বলার জন্য পুরান লেখা হয়েছিল। গ্ৰন্থ হিসাবে পুরাণ অসাধারণ। কিছু মানুষ বেদকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার প্রচন্ড চেষ্টা করেছেন, যা আজ পুরাণ নামে পরিচিত। পুরাণ পড়ার আগে অবশ্যই বেদ এবং দর্শন শাস্ত্র (অদ্বৈত এবং সাংখ্য) সম্পর্কে নূন্যতম ধারণা অবশ্যই দরকার, অন্যাথায় পুরাণ অদ্ভুত মনে হবে।