আমাদের বিশ্বনবী শেষ নবী মুসলিমদের মাঝে কুরআনের পথ দেখিয়ে দিয়েছেন সেই কোরআনের কথা ওয়াজ মাহফিল মুসলিম কিংবা কিছু কিছু হিন্দু এই মাহফিলে আসে কুরআনের কথা শুনতে মাহফিল শেষ করে হুজুররা কেন টাকা নেয় এটাকে বলা চলে ইসলাম বিক্রেতা এবং ব্যবসা
@fsana100Күн бұрын
আমি কি আমার কাবিনের টাকা দিয়ে আমার স্বামীকে নিয়ে হজ করতে পারি
@ভালোবাসা-ল৯ছ2 күн бұрын
আলহামদুলিল্লাহ আমি আজকে থেকে জানলাম
@MdAbusaid-e3j4 күн бұрын
হুজুর যে কথা বল্লো কিতাবুল আন্দাজ থেকে কোনো দলীল দিলো না অথচ ইমাম আজম আবু হানিফা র. এ বেপারে দলিল দিয়েছেন হাইয়া আলাস সালাহ বল্লে দারাবে
@PlabonIslam-c7c7 күн бұрын
মিজানুর রহমান আজহারি লক্ষ লক্ষ টাকা ন্যায় এটাকি হারামনা
@MdAbutoher-i5z9 күн бұрын
ভাই ইমামের জদি জৌন সমস্যা থাকে তাহলে কি তার ইমামতি হবে
@AbdulHakim-rk4ff9 күн бұрын
তাহাজ্জুদের সময় শেষ রাতে সুরা মূলক পরাযাবে
@PrinceKing-k2k10 күн бұрын
Hujur mobile kabin kore phone kotha bola jabe ki?
@LipeAktarLipe-td1bm11 күн бұрын
৪০ জন আমীন বললে দোয়া কবুল হয় সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেনো আমাকে একটা নেক সন্তান দান করুন আমীন
@LizaMonirul-pv4gp11 күн бұрын
আসসালামুয়ালাইকুম হুজুর আমার বাচ্চার জন্ম থেকে দুই চোখ দিয়ে পানি ঝরে পিসতায় তা এক চোখ ভাল হয়ে গেছে আর একটা চোখ অনেক ডাক্তার দেখাচ্ছি তা ভালো হচ্ছে এর কি দোয়া প্লিজ একটু রিপ্লাই দিবেন।
@abdulwahedkhan399012 күн бұрын
গায়েরে মহারামের সাথে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করা হারাম। হাদীস: . উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। জনৈক আনসার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! দেবরদের ব্যাপারে কি নির্দেশ? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। ( সহীহ বুখারী, ই, ফা, হাদীস নং- ৪৮৫২)। এখানে একাকী নিরিবিলিতে ভাবীর সাথে সাক্ষাৎকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। একাকী নিরিবিলিতে ভাবির সাথে সাক্ষাৎ করলে সেখানে দুষ্কর্ম হবেই এবং তাকে রজম করা হবে। এটা ছিল নিশ্চিত। কারণ আরবে দ্রৌপতির প্রভাব বিদ্যমান ছিল। তানা হলে সমস্ত আত্মীয়-স্বজনকে বাদ দিয়ে শুধু দেবকে নিয়ে কেন প্রশ্ন করা হলো? তবে একাধিক হলে কোন সমস্যা নেই। কারণ একাধিক লোকের সামনে কোন দুষ্কর্ম করা অসম্ভব। দ্রৌপতি: এক ভাই বিয়ে করে, সকল ভাই ভোগ করে। হাদিসটি দ্রৌপতি প্রথাকে কবরস্থ করে। গায়রে মাহরামের সাথে একাকী নিরিবিলিতে সাক্ষাৎ করার নিষেধাজ্ঞা সংক্রান্ত সহিঃ মুসলিম শরীফের ( ইসলামিক ফাউন্ডেশন) হাদিস সমূহ :- হাদীস নং- ৩১৪২, ৩১৪৩, ৫৪৮৭, ৫৪৮৮, ৫৪৯০ । ৫৪৯০ নং হাদীসে বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে এক বা দুইজন পুরুষ সাথে নিয়ে সাক্ষাৎ করতে পারবে। -------------------
@abdulwahedkhan399012 күн бұрын
হাদীস:৷ রসুল( স:) বলেন, আজকের পরথেকে স্বামির অনুপস্থিতিতে কোন পুরুষ তার সাথে আর একজন পুরুষ কিংবা দু’জন ব্যতীত তার স্ত্রীর নিকট প্রবেশ করবে না।( সহীহ মুসলিম, ই, ফা, হাদীস নং-৫৪৯০)। নির্দেশটি অষ্টম হিজরি সনের পর।
@abdulwahedkhan399012 күн бұрын
২৮) আল্লাহতালা মানুষকে 24 ঘন্টা পরীক্ষার মধ্যে রেখেছেন । এই পরীক্ষার হল থেকে পলায়ন করে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন না। হাদিসঃ ইবনে আব্বাস( রাঃ) বলেন, আবু হুরায়রা( রাঃ) নবী( সঃ) এর বরাত দিয়ে যে হাদিসটি বর্ণনা করেছেন, আমি তার মোকাবেলায় সগীরা গুনার সাথে সামঞ্জস্যশীল আর কোন জিনিস দেখি নি। নবী( সঃ) বলেছেন, আল্লাহ বনি আদমের জন্য জিনার মধ্য থেকে তার অংশ লিখে দিয়েছেন। সে অবশ্যই তার মুখোমুখি হবে। কাজেই চোখের যিনা হচ্ছে দেখা। জিব্বার যিনা হচ্ছে কথা বলা। অন্তরের জিনা হচ্ছে আকাঙ্ক্ষা পোষণ করা ও কামনা করা। আর লজ্জাস্থান এই সব কিছুকে সত্যায়িত করে (যদি সত্য সত্য যিনা করে ফেলে) অথবা মিথ্যা প্রমাণ করে (যদি জিনা না করে) (সহী বুখারী, ইসলামি ফাউন্ডেশন, হাদীস নং- ৫৮০৯ । সহী মুসলিম, প্রকাশনায়ঃ- মিনা বুক হাউজ, হাদীস নং- ৬৫৯০, ৬৫৯১)। হাদীসটি থেকে বুঝা যায় যীনার পূর্বে বর্ণিত ঘটনা গুলো ছোট ছোট গুনাহ। যিনা না করলে যার কোনো সাক্ষী থাকে না।অবশ্য কামভাব নিয়ে তাকানো হারাম, যা যীনার দিকে ধাবিত করে। মহান আল্লাহ বলেনঃ "আর যারা সৎ কাজ করে তাদেরকে দেন উত্তম পুরস্কার। যারা বিরত থাকে গুরুতর ও অশ্লীল কাজ থেকে, তবে ছোট খাটো অপরাধ ভিন্ন। তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম। (সূরা আন নাজম-31, 32) #হাদীসঃ মুমিন বান্দা যখন অজু করে তার চেহারা ধয়, তখন সে তার দুই চোখ দিয়ে যে অবৈধ দৃশ্য দেখে যে সব গুনা করেছিল তার সমস্ত গুনাহ পানির সাথে বা পানির শেষ বিন্দুর সাথে ধুয়ে বের হয়ে যায় ( সহী মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদীস নং- ৪৭০, ৪৭১)। মহান আল্লাহ্ তা'আলার বানীঃ পুণ্য পাপসমূহ মিটিয়ে দেয়। (সূরা হুদঃ ১১৪) হাদীসঃ- কুতায়বা ইবনু সাঈদ ও আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন জাহদারী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি এক স্ত্রীলোককে চুম্বন করে ফেলে। এরপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে এ কথা উল্লেখ করল। রাবী বলেন, তখন নাযিল হলঃ "সালাত কায়িম করবে দিবসের দুই প্রান্তে রজনীর কিছু অংশে। সৎকর্ম অবশ্যই অসৎকর্ম মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে ইহা তাদের জন্য এক উপদেশ।" বর্ণণীকারী বলেন, তারপর লোকটি বলল, ইয়া রাসুলুল্লাহ! এ হুকুম কি একমাত্র আমার জন্য? তিনি বললেনঃ আমার উম্মাতের যে কেউ আমল করবে তার জন্যও ( সহীহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদীস নং- ৬৭৪৫, ৬৭৪৬)। অনুরূপ ঘটনার আরো হাদিস দেখুন। সহীহ মুসলিম,I.F. হাদীস নং- ৬৭৪৭, ৬৭৪৮, ৬৭৪৯, ৬৭৫০, ৬৭৫১৷। -----------------------
আলহামদুলিল্লাহ এখন জমজমের পানি খাইলাম আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিন জমজমের পানি খাইলাম আলহামদুলিল্লাহ এবং খেজুর খাইলাম আলহামদুলিল্লাহ ❤❤❤ ২০২৫
@Khan_Bashar.25 күн бұрын
Mashallah 🌺
@saka0.825 күн бұрын
কথাটা এভাবে বললে ও পারতো। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ঈমামুল মুরচালিন। আপনি সমস্ত জগতেরই। অতএব নবীর জানাজা কেউ পড়ানো মানে নবীর নবির ইমাম হওয়া। তাই সবাই একনজর দেখে দেখে দুরুদ পড়ে পড়ে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিদায় দিলেন
@AbdurRob-qz6mn26 күн бұрын
নাইস ❤
@FahimmurshedPial26 күн бұрын
কাফফারা না দিলে কি ক্ষতি হবে..?
@SheikhSamin-o2y29 күн бұрын
Bhai full video ta diyen
@MdOntik-n7kАй бұрын
কার হাদিস পইড়া ডিগ্রিধারী মোল্লা হয়লা সেটা বুঝলা না।
@SLa-d1uАй бұрын
হুজুরের বাড়ি যদি আমার বাড়ির পাশে হতো মনের কথাগুলো সব হুজুরের সাথে খুলে বলতাম আমার সংসারের কথাগুলো সব খুলে বলতাম
@SLa-d1uАй бұрын
আমার 15 বছর বিয়ে হয়েছে আমি সংসারে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করি চাকরি করি টিউশনি করি দর্জি কাজ করি হালাল পথে ছোট্ট একটি ব্যবসা করি আর আমার স্বামী প্রতিষ্ঠা আমার কারণে আমার স্বামী একটা জমি কিনবে দুজনেরই উপার্জিত টাকা বরং তার সে সংসারে আমি বেশি কষ্ট পরিশ্রম করি কিন্তু সে আমার সেই জমির অংশ এক শতক দিতে রাজি নয়।
@LovelyAkther-v1dАй бұрын
আলহামদুলিল্লাহ ❤❤
@AhasanHossain-d1iАй бұрын
❤❤❤❤❤
@BulbulHasan-u8yАй бұрын
মহিলারা কি আঙুল নাড়াতে পরবে নাকি পুরুষরা
@anytimesecret8960Ай бұрын
ফালতুু আলাপ
@shahadhathossain6967Ай бұрын
বাহিরের বক্তা না এনে নিজের আশে পাশে এলাকার মসজিদের ইমাম আনলে তাদের শুধু মেহমান দারি করলেইতো হওয়ার কথা
@shahadhathossain6967Ай бұрын
মাহফিলতো শীতের ৩ মাস তাও আবার রাতে হয় তাহলে দিনের বেলা কি অন্য কোনো হালাল ব্যবসা করা যায় না?
@RajiyaAktar-tf3wgАй бұрын
ربنا افرغ علينا صبره রাব্বানা আফরিগ আলাইনা সবরা
@FuddusFiddusaliАй бұрын
Amr 1 dine 2 paye tiktiki porese dan paye matha ar bam paye lej ..tiktikir ga rokkto berhoye cilo ata kiser alamot bolben pls
@MstnaimaAkternaimaАй бұрын
দোয়া কথায় বললেন না যে,,,
@MdKamrul123-l2sАй бұрын
আমার 600 টাকা মিথ্যা কথা বলে নিয়ে গেছে 😢😢
@নুরমদিনারআলোАй бұрын
কি অবস্থা উনাকে কে আলেম বলে আমাদের হাসান হোসাইন রাঃ কে ইমাম বলা যাবেনা উনি কোনু আলেম আমার বোঝে আসেনা বিনা দলিলে উনি মোনাফেক
@Shovo-b6jАй бұрын
হুজুর আমার পরিবার আমাকে কোরান শরীফের উপর হাত রেখে তুমি ছেলেটার সাথে কথা বলবা না আমি কথা বলে ফেলছি এগোন কি হবে আমার আমাকে বাঁচান আমার নাম ময়ূরী 😢
@RiazPondit-g8m28 күн бұрын
জে তোমার জোর করে হাঁত রাখছে কোরআনের উপর, সবার আগে তার আমল নামায় গুনা হয়ে গেছে
@md.juwelkhan4365Ай бұрын
Apni Koryan k Osikar koresen
@adviceallАй бұрын
তাবলীগ জামাতের বড় বড় আমিররা 3 ঘন্টা 4 ঘন্টা বয়ান করার পর যদি বলেন এই বয়ানের বিনিময়ে আপনি এক কাপ চা খেয়ে যান তা সে জীবনেও খাবে না
@asikhasan3984Ай бұрын
নামাজের সময় সুরা মুলক কয় আয়াত পড়তে হয় এবং শুরু থেকে নাকি শেষের দিক থেকে দয়া করে কেউ জানাবেন।
@alamgirsikder98Ай бұрын
কুরআন বা হাদিস আছে কি?
@MohonIslam-gr9txАй бұрын
একটা বেইমান আমাকেও মিথ্যে ভালোবাসার ফাদে ফেলে ৭০০০ টাকা নিয়ে আর আমার সাথে কথা বলেনা আল্লাহ তুমি তার সঠিক বিচার করো
@monjurhossain2830Ай бұрын
তারা কি চাকরি বা ব্যবসার পাশাপাশি এগুলি করতে পারে না। বাংলাদেশে যে ওয়াজ মাহফিল করা হয় , 30/40 মিনিট বক্তৃতা দিয়ে 50/60 হাজার টাকা নেওয়া হয়। হাদিস কুরআনের কোথাও কি এগুলি উল্লেখ আছে? এগুলি ধর্ম ব্যবসা ছাড়া আর কিছু না।
@madmedic7174Ай бұрын
কৃষি কাজের ব্যাপারে নবী করিম (স) বলেন যাদের বাড়িতে লাঙ্গল ও ফলা থাকে তা তাদের জন্য কেবল অপমানই বয়ে নিয়ে আসে।
@SalmanHowladar-mp4lcАй бұрын
❤❤❤❤❤
@MdMobarak-k5d2 ай бұрын
সুবহানাল্লাহ
@MuhammadMursalin-e5y2 ай бұрын
এক ঘন্টা উয়াজ করে এক লাখ টাকা নিছে একজন বক্তা একুশ তারিখে।। এটা কতটুকু জায়িজ।। আহমাদুল্লাহ্ সাহেব আপনি সহজ কতটা এত ঘুরে পেচিয়ে বলার কারণ কি?