বাশার বিন হায়াত আলী একেবারে ই ঠিক ও সত্য বলেছেন বলার জন্য ধন্যবাদ জানাই ।।। বাশার বিন হায়াত আলীর এই কোরআন হাদিসের ওয়াজ টুকু সারা পৃথিবীতে প্রচার করা ওয়াজিব ।।।
@Islam-f7i2 сағат бұрын
ঐ যে মায়ার সংসার আছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও হাতে অনেক কিছু ধরিয়ে দেয়। জানি মায়ার জগতে দিনের শেষে সব -ই যাবে বিফলে
@MDSuruzHasan-t1c2 сағат бұрын
আপনি কাকে ইন্ডিকেটর করে কথা বলতেছেন জনগণ বুঝতে পারছে
@MDSuruzHasan-t1c2 сағат бұрын
জনগণ জানে কে কেমন
@MDSuruzHasan-t1c2 сағат бұрын
নিজেকে বেশি বড় মনে করা বোকামি
@MDSuruzHasan-t1c2 сағат бұрын
একটা বিষয় নিয়ে এতো কথা কেন
@mohdmzaman3 сағат бұрын
ইসলামের দৃষ্টিকোণ থেকে, কারও প্রতি মন্তব্য বা সমালোচনা করা হলে তা হতে হবে ন্যায়সঙ্গত, সুন্দর এবং গঠনমূলক। কোরআন ও সহীহ হাদিসের আলোকে এই বিষয়টি বিশ্লেষণ করা যায় কয়েকটি মূলনীতির আলোকে: ১. কোরআন ও হাদিসে সম্মানজনক আচরণের নির্দেশনা • কোরআনে আল্লাহ বলেছেন: “হে মুমিনগণ! কোনো জাতি যেন অন্য জাতিকে উপহাস না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। এবং নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম।” (সুরা আল-হুজরাত: ১১) এই আয়াত অনুযায়ী, কারও প্রতি অবজ্ঞাসূচক বা অসম্মানজনক মন্তব্য করা নিষিদ্ধ। বিশেষ করে যদি এই মন্তব্য কাউকে হেয় করার জন্য করা হয়। • রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: “এক মুসলিম অন্য মুসলিমের ভাই। সে তার প্রতি অন্যায় করবে না, তাকে অপমান করবে না এবং তাকে তুচ্ছতাচ্ছিল্য করবে না।” (মুসলিম, হাদিস: ২৫৬৪) এটি ইঙ্গিত করে যে, মুসলিমদের মধ্যে পারস্পরিক সম্পর্ক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে হতে হবে। ২. পরামর্শের শৈলী: উপদেশ দেওয়া গোপনীয় হওয়া উচিত ইসলামের শিক্ষা অনুযায়ী, যদি কোনো ভুল দেখা যায় বা উপদেশ দেওয়ার প্রয়োজন হয়, তবে তা প্রকাশ্যে না দিয়ে ব্যক্তিগতভাবে দেওয়া উত্তম। • রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: “যে ব্যক্তি তার ভাইকে গোপনে উপদেশ দেয়, সে তাকে পরিপূর্ণ সুন্দর উপদেশ দিল। আর যে ব্যক্তি তার ভাইকে জনসমক্ষে উপদেশ দেয়, সে তাকে অপমান করল।” (ইমাম শাফি এর উক্তি) যদি বড় আলেম তার মন্তব্য জনসমক্ষে করে থাকেন এবং তা অল্পবয়সী আলেমকে হেয় করার উদ্দেশ্যে হয়, তবে তা ইসলামের আদর্শ আচরণের বিপরীত। ৩. বয়স বা অবস্থানের কারণে কাউকে হেয় করা ইসলামে বয়স বা পদমর্যাদার কারণে কাউকে হেয় করা গ্রহণযোগ্য নয়। • রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: “তোমাদের মধ্যে যে ব্যক্তি ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।” (আবু দাউদ, হাদিস: ৪৯৪৩) এই হাদিস অনুযায়ী, বয়স বা অভিজ্ঞতার কারণে কাউকে হেয় করা বা তার কমনসেন্স নিয়ে প্রশ্ন তোলা একটি অগ্রহণযোগ্য আচরণ হতে পারে। ৪. সরকার বা শাসকের সাথে সম্পর্ক ইসলামে শাসকদের সাথে যোগাযোগ এবং দাওয়াত গ্রহণ বিষয়ে দায়িত্বশীল আচরণ করার নির্দেশ রয়েছে। তবে এটি ব্যক্তিগত পরিস্থিতি এবং উত্তম রায় অনুযায়ী হতে হবে। এক্ষেত্রে কোনো আলেম যদি সরকার প্রধানের দাওয়াতে যান বা না যান, তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে অন্য কারও মন্তব্য করায় তাকে হেয় না করাই উত্তম। সারাংশ ও উপদেশ: ১. মন্তব্যের ভাষা ও উদ্দেশ্য: যদি বড় আলেমের মন্তব্য সম্মানহানিকর হয় এবং প্রকাশ্যে দেওয়া হয়ে থাকে, তবে তা ইসলামের আদর্শ আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ২. সমাধানের পথ: • যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে তা আলোচনা ও উপদেশের মাধ্যমে সমাধান করা উচিত। • পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে একে অপরের প্রতি সমালোচনামূলক মন্তব্য থেকে বিরত থাকা উচিত। ৩. আমাদের দায়িত্ব: আমরা নিজেদের মধ্যে বিদ্বেষ ও ফিতনা তৈরি না করে একে অপরের সম্মান রক্ষা করি এবং ইসলামের সৌন্দর্য বজায় রাখি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার এবং উত্তম আচরণ করার তাওফিক দান করেন। আমিন।
@JahirAhammed-rz7lx4 сағат бұрын
মনযোগী হয়ে আলোচনা শুনলাম,, সুন্দর দলিল দিয়ে আলোচনা করেছেন???
@MA-cb5cc4 сағат бұрын
রাহুল আলিম কে bollo
@OmarFaruq-e6i4 сағат бұрын
যতই লাফালাফি করেন কোন লাভ নাই আব্দুল্লাহ ভাইকে আল্লাহ কবুল করে নিয়েছেন আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ
@OmarFaruq-e6i4 сағат бұрын
আমরা তিন কোটি মানুষ আব্দুল্লাহ ভাইকে প্রতিনিধি হিসেবেই চাই
@billalhosen58835 сағат бұрын
নিজেকে জাহির করা কি অহংকার নয়, বলিনা বলিনা বলেই নিজেকে প্রচার করছেন।
@gamerfaisal48215 сағат бұрын
কিছুই বুঝলাম না খালি বুঝলাম গীবত হচ্ছে হযরত আবে কি জিনিস
আলম সাহেব একজন আলেমের পিছে লাগেন না মিলেমিশে চলার চেষ্টা করেন
@alamgirsraker22405 сағат бұрын
জালেমের কাছে আলেম কখনো খমা চায় না।
@zamandr97516 сағат бұрын
মোজাফফর বিন মহসিনের কথা বুঝতে গেলে মাথার মধ্যে কিছু থাকতে হয়।বক্তব্য না শুনে অযথা কিছু লোক আন্দাজে কমেন্ট করে।
@khalidbinwaleed45716 сағат бұрын
আপনারাই তো খুব বলতেন শাসকের দোষ ধরা যাবে না, শাসকের সরাসরি সমালোচনা করা যাবে না! এখন সেই ফতোয়া কি উঠিয়ে নিলেন নাকি? গত ১৫ বছর ধরে তো এগুলা বলতে পারলেন না? বরং তাদেরকে প্রধান অতিথি আবার কেউ কেউ তো বিশেষ উপদেষ্টা হিসেবেও তাদের দলে রাখতেন। আগে নিজে কুরআন হাদিসের আলোকে নিজেকে গঠন করুন। আপনারা আহলে হাদিস আহলে হাদিস বলে যতই চিল্লান, আপনারা প্রকৃত আহলে হাদিস হতে পারেন নি। আর আপনারা নিজেরাই তো বিভক্ত। আপনরা সবাই আহলে হাদিস তো এত সংগঠন কেন? একটা সংগঠনই কি যথেষ্ট নয়? তাই আপনাদের লজ্জা দেওয়ার জন্য আব্দুল্লাহ কে সরকার প্রধান ডেকেছেন। সে যথাযথই বলেছে। জরিপ করে দেখেন বেশিরভাগ আহলে হাদিস মতাদর্শধারী আব্দুল্লাহকেই প্রতিনিধি হিসেবে পছন্দ করে। আপনারা নিজেরা নিজেদের নেতা মানলেও জনগণ আপনাদের মানে না। আপনি যাদের নাম বল্লেন তারা কেন গেলেন না? আর কুরআন হাদিস মত যে চলবে, সেই নিজেকে আহলে হাদিস বলতে পারবে। তাহলে আবদুল্লাহ নিজেকে প্রতিনিধি বলে কি ভুল করেছে? সে তো কোনো দলের হয়ে যান নি। সে সাধারণ আহলে হাদিসদের হয়ে গিয়েছিল। আপনি যাদের নাম বলেছেন তারা কেউই সেখানে যেতে পারেন নি এই নিজেদের মধ্যকার কামড়াকামড়িতে। নিজেকে এতো বড় নেতা ভাবা বন্ধ করুন। আপনাকেই বা কে বলেছে এতো কথা বলার জন্য? এগুলো কি কুরআন হাদিসের কথা? এসব ফালতু আলোচনা করার জন্য পয়সা নেন নাকি?
@AbdullahAlMamunTeacher6 сағат бұрын
তোমার কাছে তো খুব সহজ
@ArmanDhaka6 сағат бұрын
সুন্দর বিশ্লেষণ
@MdMamun-j5p7o7 сағат бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহেব আপনার কাছে আমার একটি প্রশ্ন আল্লাহ সুবহানু তায়ালা যেই জিহাদের আয়াত গুলো নাযিল করেছে সেগুলো কি ভুল করেছে নাউজুবিল্লাহ শায়েক জসিম উদ্দিন রহমানি একজন হক্কানী আলেম সাহেব জসিম উদ্দিন রহমানি একজন হক আপনার মুখে এসব কথা মানায় না আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে সঠিক জ্ঞান এবং হেদায়েত দান করুক আমিন
@Shakilkhanabdullah7 сағат бұрын
আপনারটাই তো মিলে না
@SazzadHossain-ho9ph7 сағат бұрын
দেশের ৯৯% মুসলমান ইসলাম অনুযায়ী চলেনা। কিন্তু ঠিক বলার আগে সবার আগে বলে। আর ইসলাম নীজে না মেনে অন্যকে মানানোর জন্য উঠেপড়ে লেগে থাকে।
ভুল হয়েছে, ক্ষমা করে দেন। লাল স্বাধীনতার কারনে অনেক আহলে হাদিসের আলেমও ফুরফুরে মেজাজে আছে। তাদেরও স্বাদ জেগেছে একটু সবার সামনে যাওয়ার, ক্ষমতার স্বাদ পাওয়ার।😊😊 এই আহলে হাদিস সবচেয়ে বেশি স্বাধীন প্রচার হয়েছে আওয়ামী লীগের সরকারের আমলে। অথচ তারা আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে
@habiburrahaman46377 сағат бұрын
আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তোমার সামনে আসলে তুমি হিসু করে দেবে, তার জ্ঞানের কাছে তুমি কিছুই না ওকে মামু
@habiburrahaman46377 сағат бұрын
আপনি আপনার জ্ঞানের পরিচয় দিয়ে দিলেন, গীবত আর গীবত গীবত আর গীবত
@SaidulIslam-zh2lm7 сағат бұрын
জনাব আপনাদের আচরণ বড়ো ই দুঃখজনক। সংশোধনী প্রয়োজন না হলে নিজে তো গেলেন এবং দ্বীনে ইসলামের সমুহ ক্ষতি সাধন করছেন। আল্লাহ পাক বোঝার এবং সে মত পবিত্র হবার তৌফিক দান করুন।
@mdyousufali-pj2yt7 сағат бұрын
Amar kolijar bai Rahul
@MuhammadAjad-l8k7 сағат бұрын
1:34 আমি এই কথাটা বলতে চাই সারা বাংলাদেশে আহলে হাদিস বলতে মানুষ কাকে চিনি ইনশাআল্লাহ সবার মুখে একটাই কথা বলবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আব্দুলা ভাই ইসলাম সম্বন্ধে অনেক ঊর্ধ্বে আপনার চাইতেও আমার জানামতে
@LutfulKabir-s1u8 сағат бұрын
আব্দুল্লাহকে আমরা ভালোবাসি
@rafiqulrafiqulislam71528 сағат бұрын
জনাব এ বিষয়ে আর বলিয়েন না ভাল লাগছে না
@NajmulHuda-ob6kg8 сағат бұрын
আহলে খবিশদের পাগলের প্রলাপ
@ABULKALAM-jr5kn8 сағат бұрын
Toi Allah ke nijer moto mone karsos gadha
@MominAhmed-u9i9 сағат бұрын
আব্দুল্লাহ ভাই তো দাবি করেননি আল হাদিস প্রতিনিধি বলতে পারেন এটাতো দোষের কিছু না আপনাদের এত জ্বলে কে
@mahedihassan88939 сағат бұрын
আহলে হাদিস নাম মনে হয় এদের বাপ-দাদার সম্পত্তি। কোথাও গেলে এদের অনুমতি নিতে হবে ছাগল কোথাকার।
@selfishturag9 сағат бұрын
এত পিছে লাগা ঠিক না
@abdullahsenglishcare78139 сағат бұрын
আলহামদুলিল্লাহ। খুবি গুরুত্বপূর্ণ আলোচনা
@abdullahsenglishcare78139 сағат бұрын
নবিজি নুর কিন্তু নুরের তৈরি না।
@MdSakib-mm8fg9 сағат бұрын
যাহারা কমান্ডে বিভিন্ন কথা লিখছেন । আমি আপনাদের অনুরোধ করবো কুরআন হাদিস পড়াশুনা করুন এবং সত্য কথা প্রকাশ করুন । আনুমানিক ভিত্তিতে কোন কথা না বলা ভালো ।
@rezarulkarim741259 сағат бұрын
হায়রে অবস্থা,,ছি,, লজ্জা লাগে,,
@SKHridoy-xi7qu9 сағат бұрын
এতো হিংসা কেন এতো জলে কেন শায়েক। আহলে হাদিস কি কারো পত্রিক দল নাকি কোনো মালিকানা দল। আব্দুল্লাহ কারো বাপের দল করে না যে ডক্টর গালেব r ফারুকি সাহেবের কাছে ক্ষমা চাওয়া লাগবে। সে আপনাদের মতো দলওয়ালা আহলে হাদিসের প্রতিনিধি নয় দলছাড়া যত আহলে হাদিস আছে তাঁদের একজন প্রতিনিধি যার সংখ্যা তিন কোটি নয় আরো বেশি।
@HabiburSk-y1g10 сағат бұрын
ড ইউনুস যখন ধর্মনেতাদের ডেকে পরামর্শ নিচ্ছিলেন গণমাধ্যমের সামনে তখনই বুঝে নিতে হবে ,এটা একটা নাটক । কোন সরকার এইভাবে কখনো ধর্মীয় নেতাদের কাছ থেকে উপদেশ নেয় না । এটা শুধুমাত্র দেখানো হচ্ছে বাংলাদেশের মানুষকে আমরা কতটা আলেম-ওলামাদের শ্রদ্ধা করি। কারণ ড ইউনুস খুব ভালোভাবে জানেন বর্তমানে জনগণ অনেকটাই আলেম-ওলামাদের কথা দ্বারা প্রভাবিত হচ্ছেন। আহমদ উল্লাহ এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ডেকে শুধুমাত্র তাদেরকে ব্যবহার করেছে,বলতে গেলে তারা রাজনীতির অপমানের শিকার হয়েছেন।
@safiurrahman576310 сағат бұрын
ওনি তো বলেছেন -মনে করতে পারেন আমি এত জনের মধ্যে থেকে
@SaifKazi-j6r9 сағат бұрын
আসলে, আমরা আহলে হাদীসরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের উপর এইজন্য রেগে আছি, আব্দুল্লাহ বলেছে, যারা মাজারে সেজদা করে, সেইসব মুশরিকদের পিছনেই আহলে হাদিসদেরকে নামাজ পড়তে হবে। তাদেরকে পিছনের নামাজ না পড়ে আহলে হাদিসের যদি একাকী নামাজ পড়ে, তাহলে নাকি আহলে হাদীসদের নামাজই হবে না। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ।
@SaifKazi-j6r9 сағат бұрын
আসলে, আমরা আহলে হাদীসরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের উপর এইজন্য রেগে আছি, আব্দুল্লাহ বলেছে, যারা মাজারে সেজদা করে, সেইসব মুশরিকদের পিছনেই আহলে হাদিসদেরকে নামাজ পড়তে হবে। তাদেরকে পিছনের নামাজ না পড়ে আহলে হাদিসের যদি একাকী নামাজ পড়ে, তাহলে নাকি আহলে হাদীসদের নামাজই হবে না। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ।
@OmarFaruk-m7n2w10 сағат бұрын
Allah vaike aro gann bariya din
@hasanurrahman451810 сағат бұрын
হুজুর আপনার বক্তব্য কত রুচিসম্মত। আর মামুনুল হক এর বক্তব্য কুরুচিসম্পন্ন। মামুনুল হক সাহেব যে ওয়াজ করে মনে হয় যৌন রোগের ঔষধ বেচছে।
@wvworldvision974210 сағат бұрын
আব্দুল্লাহ বিশাল,,,,,,,পাপ করেছে মহাপাপ করেছে তাকে ফাঁসি দিয়ে দিন। এ জন্যেই মুসলমানদের এ অবস্থা।
@hasanurrahman451810 сағат бұрын
মাওলানা সাদ পন্থি কাফের না। মামুনুল হক পন্থি কাফের।