গান টাই কিছু টা Arunendu Das এর একটা গানের সুর আছে
@anubhabbanerjee33212 ай бұрын
এতো কোয়ালিটি কটেন্ট,এতো লেয়ার্ড কন্টেন্ট নেবার মতো ক্ষমতা অন্তত পশ্চিমবাংলার জনগণের নেই। কি বলব,আমার মন্তব্য করাটাই ঔদ্ধত্য হবে। কুর্ণিশ।
@mdabdullahalafaz3262 ай бұрын
💚💚💚
@RafidRahim2 ай бұрын
Love from bangladesh
@rimichakraborty33432 ай бұрын
লিরিক্স পাওয়া যাবে?
@bipulkarmakar34683 ай бұрын
❤
@bipulkarmakar34683 ай бұрын
Opurbo
@RafidRahim3 ай бұрын
Love from Bangladesh
@KawsirAhmed-v8g3 ай бұрын
Khub valo laglo
@aniruddhasengupta94203 ай бұрын
Just goosebumps!!! Borno Anonyo you guys & gals are truly different in every aspect. Lots of Love.❤❤
@mohammadashrafull61324 ай бұрын
ভালোবাসা বর্ণ অনন্য❤
@archishmanmitra19094 ай бұрын
Thank you so much for giving us this album. What a piece of art!🤌
@rasni124 ай бұрын
জয় বাংলা সবার। জানিনা বাংলাদেশে এখন থেকে জয় বাংলা স্বাধীনভাবে বলতে পারব কিনা।তবুও বলব জয় বাংলা
@rasni124 ай бұрын
জয় বাংলা
@jhumachowdhury77054 ай бұрын
দারুণ
@aseshghatak58614 ай бұрын
প্রাণের গভীরে সযত্নে লালন করা ও পুষে রাখা বহু স্মৃতি বিস্মৃতি, অনেক আনন্দ এবং বিষাদের ক্ষত চিহ্ন নিয়ে শহর কলকাতা বেঁচে থাকে গায়কের গানে, কবির কল্পনায়, চিত্রকরের রং-তুলির টানে। জীবনের নানা পর্বে সবাই ফিরে আসতে চায় নিজের শিকড়ের কাছে ও নিজের ভালবাসার কাছে। বর্ণ অনন্য'র কলকাতায় সেই ফিরে আসার আবেগ ও আকুলতা দুটোই পাই। কয়েকটা গানের কথা ও সুরের মধ্যে যে সুপ্ত বিপন্ন বিষন্নতা রয়েছে সেটা মন ছুঁয়ে যায়। নিজেদের শহর নিয়ে তোমাদের এই নস্টালজিয়া প্রশংসার দাবী রাখে।
@sharborimajumder45784 ай бұрын
Apurbo bhabe kolkata ke anka ei ganta diye mon ke chuye jai
@whatislife88194 ай бұрын
ভিষণ সুন্দর
@rasni125 ай бұрын
আপনাদের সবগুলো গানই আলাদা রকমের সুন্দর
@rasni125 ай бұрын
মাস্টারপিস এটা একটা 🤍
@snehashishmitra63566 ай бұрын
যুক্ত সাম্রাজ্যের শেফিল্ডে বসে গানটা শুনছি , শেকড়ের টানটা রোমকূপে অনুভব করছি।গানটি অনবদ্য তো বটেই, আন্তরিকতাটাও ফুটে উঠেছে চমৎকার ভাবে।
@anasristimithu82636 ай бұрын
বাঃ,,, চমৎকার কিছু রবীন্দ্র সঙ্গীত শুনলাম। খুব ভালো লাগলো।
একটু দেরি করে ফেললাম। তোমাদের এই পরিবেশনের বেশ অভিনবত্ব আছে। ঘরোয়া ভাবে পরিবেশন যাঁরা নিয়মিত চর্চা করেন না, তাঁদেরও মন ছুঁতে সাহায্য করে। গান অনুযায়ী আলোর পরিবর্তন বেশ ভালো। একটা কথা, তোমরা স্বরলিপি পুরোপুরি follow করো কিনা জানিনা, তবে ," প্রথমও যুগের.." গানটিতে আধুনিকতার ছোঁয়া পেলাম। এগিয়ে যাও আর তোমাদের নিত্য নতুন কাজ দিয়ে মানুষের মন ছুঁয়ে যাও 🎉❤
@helenahmed95066 ай бұрын
এত অপূর্ব ! একটা মধুর ট্রান্স এ আবদ্ধ করে। দারুণ হাহাকার সৃষ্টি করে, নিশ্চুপ হয়ে শুধু ভাসতে ইচ্ছে করে গানের কন্ঠ প্রবাহে । আগে বুঝিনি, কয়েকজন শ্রোতার কমেন্ট থেকে বুঝতে পারলাম এটাই সঠিক লিরিক্স, অতল গভীরে ঝিনুক...ঠিক...অতল গভীরে গাঙচিল কিভাবে অর্থ সৃষ্টি করে । অনেকে ভালো গেয়েও এই মারাত্মক ভুলটি করে রেখেছে । যাই হোক, অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা বর্ণ অনন্য । একটা স্টুডিও ভার্সন রেকর্ড করার অনুরোধ থাকলো।
Apurbo! Eto bhalo legeche ja bhashay prokash kora jayna. Gan shunte shunte hariye giyechilam tari moddhye. Fire gechilam amar chele belay. ❤
@naomi_jean7 ай бұрын
With your lullabies and rainy windows you nourish the very deep of my heart that is always longing and rarely finds an echo.
@Gaane_kobitay_adday_uma7 ай бұрын
opurbo...❤
@joyoflife48797 ай бұрын
কিছু ভাললাগা শুধু অনুভূতি যা ভাষায় প্রকাশ করবার স্পর্ধা আমার নেই। আর এই অনুভূতি আমার একান্ত। শুধু বলি “সাধু”
@ratulshankar7 ай бұрын
👌🏽
@mirrakeshroushan497 ай бұрын
খুব সুন্দর
@samarjitpati51487 ай бұрын
অসাধারণ
@anubhav1994217 ай бұрын
পাঁচ গানে আর editing এ ছয় ঋতুর অনুভূতি পেলাম। এমন স্বতঃস্ফূর্ত ভাবে ছুঁয়ে গেল পুরোটা, রেডিওর মত নিবিড় সংযোগ ঘটলো। harmonies to stay forever , a style and a flamboyance so young , eternally fresh as Borno Anonyo.. লাল বাড়ির ছায়াতে , এ রবিকিরণ কেবল বর্ন অনন্যই দেখাতে পারে, জয় হোক
@paushalimazumder65477 ай бұрын
অসাধারণ লাগল
@dwidal7 ай бұрын
তোমামাঝে অসীমের চিরবিস্ময় ।
@mirrakeshroushan497 ай бұрын
প্রতিদিন একবার করে গানটি শুনি
@fggtghii96827 ай бұрын
Nomoskar sir Khub sundor aypnader sur, lirics,aymi aypnader han suni khub valo lage Aymi Siliguri theke bolchi Aymi gan kori r gan Lekhi Aypnader halp er dorkar chilo Jodi aypnara ayktu halp koren Thank you
@surmakkhiheem-11947 ай бұрын
Where I can find the lyrics
@ShuvajitBhattacharjee-968 ай бұрын
সাত্যকিদার একজন বাংলাদেশী ভক্ত আমি। তাঁর মিউজিকে আমি সুর এবং যন্ত্রসংগীতের চমৎকার কারুকাজ খুঁজে পাই।এই চ্যানেলের গানগুলোর আবেদন অন্যরকম।নবমিতা, আপনার জন্য শুভকামনা।🌻🇧🇩
@SujayGhosh1878 ай бұрын
This is excellent. Most of hearing this, know both Birpurush and Tomader Sondhye Gulo, but drawing a parallel between these two is where Borno Aronyo shines.