চোখের জলে বুক ভাসিলে হৃদয় ছিঁড়ে যায় গেলে দেখবে মধুবনে কান্দে রাধিকায় বাজায় বাঁশি মুখে হাসি ঘরে থাকা দায় কৃষ্ণ ধনে হইত ধনী যদি ডাকে আয় অহনিশি নিত্য করে ভরা পূর্ণিমায় গেলে দেখবে মধুবনে কান্দে রাধিকায় বারো বনে বারো মনে কৃষ্ণ ঘুরতে যায় নিলো না রাধিকার খবর রাধে কোথায় যায় শেষের দেখা নিধুবনে আর না ফিরে চায় গেলে দেখবে মধুবনে কান্দে রাধিকায় কত যুগে শত প্রেম যারে দিতে চায় কৃষ্ণ থাকে অবলিলায় কাছে যদি পাই.. নজরুলে কয় এ ধরাতে যারে ধরতে চাই গেলে দেখবে মধুবনে কান্দে রাধিকায়
@anisurrahmankanon995923 күн бұрын
1:24
@gamingwiththakur8029Ай бұрын
Nice song brother Ami tomar pase achi chaliye jau boss
@Jannat-sharifАй бұрын
Nice..apu..❤❤❤❤
@anitakarmakar9211Ай бұрын
❤❤❤❤
@ArafathurRahmanDuha2 ай бұрын
❤❤❤
@abutalebfaruque2 ай бұрын
10 bar er besi sunlm
@MusicLaboratory2 ай бұрын
thank you
@Nurjahanislam012 ай бұрын
সদা সর্বদা কেন বন্ধুর কথা কই যত ভাবি তত বুঝি কিছুই আমি নই..... বন্ধুর সনে প্রেম করিয়া কূল গেছে মোর সই আমি গাইলাম বন্ধুয়ার গান বন্ধু আমার কই আশা দিয়া গাছে তুইলা কাইড়া নিছে মই সদা সর্বদা কেন বন্ধুর কথা কই বন্ধুর প্রেমে মন মজাইয়া সব হারাইছি সই বন্ধুর মনে জায়গা নাই মোর শান্তি পাব কই বিশ্বাস করে চুন খেয়েছি মনে করে দই সদা সর্বদা কেন বন্ধুর কথা কই বন্ধুর পিরিতে আঙ্গার পু*ড়ে হৃদয় সই তবু কেন বিশ্বাস করে বলি বন্ধুর জই (জয়) নজরুলে কয় চিরসুখী যদি বন্ধুর হই সদা সর্বদা কেন বন্ধুর কথা কই
@Nurjahanislam012 ай бұрын
চাঁদের পানে চেয়ে দেখি চাঁদনি হারায় যায় যায় যায় যায় গো সখী মনটি লইয়া যায় আমার বুকে দিছি বাসা দিছি মুখের হাসি বন্ধুর হাতে হাত রাখিয়া বলছি ভালবাসি তুলা ফুল আজ হইলে বাসী একা থাকা দায় যায় যায় যায় গো সখী মনটি লইয়া যায় আমি তাহার প্রেমে হারাই হারাই সর্বকূল তাহার প্রেমে হারাই মন মজাইয়া করছি না তো ভুল এই কি তাহার প্রেমের মাশুল বুঝে উঠা দায় যায় যায় যায় যায়গো সখী মনটি লইয়া যায় ভালবাসার আঁচল দিয়া আমায় তুমি ঢাকো আমার দেয়া যত প্রেম যতন করে রাখো নজরুলে পাশে থাকো পূর্ণ জীবন পায় যায় যায় যায় যায় গো সখী মনটি লইয়া যায়
@parthibhaldar24112 ай бұрын
excellent ❤❤
@Nurjahanislam012 ай бұрын
তোমায় মনে পড়ে খুব করে তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে খুব করে তোমায় মনে পড়ে ভুল করে তোমায় মনে পড়ে আমি কাঁদি নির্জন আড়ালে গভীর মায়ায় কেন জড়ালে সূর্যের আলো তোমার পথে আঁধার আমার দিনে-রাতে জোছনা এই আলোয় ভালবাসা ছুঁয়ে ছুঁয়ে যায় তোমায় মনে পড়ে খুব করে তোমায় মনে পড়ে ভুল করে তোমায় মনে পড়ে
@Nurjahanislam012 ай бұрын
গভীর রাতে মোনাজাতে অবনত শির প্রভু হে, আমার এ মন তুমি করো স্থির এ জীবনের যত রং রঙ্গাইয়াছ তুমি না বুঝিলাম জীবন দ্বারা নবীন ও প্রবীণ সামনে আসবে এমন একদিন ভাবিয়া অস্থির যত ভাবি তত কাঁদি হেলায় গেল দিন মায়াময় সোনার হরিণ খুঁজি নিশিদিন সোনার অঙ্গ হইল মলীন আমার শূন্য নীড় প্রভু হে, আমার এ মন তুমি করো স্থির পথের শেষে দাঁড়াই আমি হিসাব অনেক বাকি কত স্বপ্ন চাওয়া পাওয়া সবই গেল ফাঁকি নজরুলে কয় জীবন থাকি পালাইছে মোর বীর প্রভু হে, আমার এ মন তুমি করো স্থির
@huzaifkhanmajarul53262 ай бұрын
Sobar agea comment korlam
@MusicLaboratory2 ай бұрын
@@huzaifkhanmajarul5326 ধন্যবাদ
@mehedihasan-dn9qz2 ай бұрын
Codna marka
@Nurjahanislam012 ай бұрын
মনে কি পড়ে আমার সাথে কাটানো দিনগুলো অযোগ্য আমি, ভাল কেন আমায় ভেসেছিল মনে কি পড়ে আমার সাথে কাটানো স্মৃতি গুলো অযোগ্য আমি, ভাল কেন আমায় ভেসেছিলো সাথী তুই এমন কেন বল স্বার্থের টানে অটল বে ঈ মানী করে গেল ভাবতে চাইনি এমন কোনো গান আমি গাইতে চাইনি তোমায় নিয়ে লিখতে চাইনি এমন কোনো কথা আমি তোমাকে ঘৃ ণা করে বলেছিলে পাশে রবে আজীবন আমার হয়ে বলেছিলে ম রণ হলেও রবো তোমার হাতটা ধরে আজ কেন একা করে চলে গেলে লো ভে পড়ে আজ এই অবেলায় মনে কি পড়ে আমার সাথে কাটানো দিনগুলো অযোগ্য আমি, ভাল কেন আমায় ভেসেছিল
@TXSAKIB-ko5eg2 ай бұрын
এটা কোন গান হলো..!😅
@lilypru8382 ай бұрын
❤❤❤
@lilypru8382 ай бұрын
❤❤❤
@shahidaakter23852 ай бұрын
মনোমুগ্ধকর খুবই ভালো লাগলো ❤
@itsnatural80592 ай бұрын
Baler gan 😂😂
@JagrotoGmomin-j8f2 ай бұрын
অসাধারণ 🎉
@eliarrahman78082 ай бұрын
খুব ভাল লাগল।
@RokomariTVchannel2 ай бұрын
চমৎকার
@Nurjahanislam012 ай бұрын
ওগো রসের বিনোদিনী আমার হইয়া তুমি কইও হইয়া বিনয়ীনী রসের বিনোদিনী কত ভালবাসা ছিল জানি তুমি আমি এখন কেন কয়না কথা হইছে কেমন জানি রসের বিনোদিনী এ গো রসের বিনোদিনী আমার হইয়া তুমি কইও হইয়া বিনয়ীনী রসের বিনোদিনী অনেক কথা বলার ছিল রয়ে গেল বাকি উড়ে গেল প্রেমের পাখি ধরে কেমনে রাখি রসের বিনোদিনী এ গো রসের বিনোদিনী আমার হইয়া তুমি কইও হইয়া বিনয়ীনী রসের বিনোদিনী কইও কইও তারে কইও তাহার জন্য আমি নজরুলে কয় সরুপ দেখে আজও পাগল আমি রসের বিনোদিনী এ গো রসের বিনোদিনী আমার হইয়া তুমি কইও হইয়া বিনয়ীনী রসের বিনোদিনী
@JagrotoGmomin-j8f2 ай бұрын
গানটা শুনে মনের মধ্যে থাকবো
@KabirHosen-l6c2 ай бұрын
Outstanding
@MusicLaboratory2 ай бұрын
Thank you
@mdhabiburrahman24812 ай бұрын
শব্দ দূষনেরর দায়ে গারদে পোরা উচিত এদের
@MunaHK202 ай бұрын
Wow. Amazing singing! Keep it up 🎉
@MusicLaboratory2 ай бұрын
Thank you
@riazkhanrony19943 ай бұрын
Nice❤
@MusicLaboratory2 ай бұрын
Thank you
@SohelMostafiz3 ай бұрын
তোমার মনে তোমার করে আমায় জায়গা দিও❤️❤️❤️
@greentech-dhaka3 ай бұрын
ভাই না পারলে গাওয়ার দরকার কি? অন্য গান গান। অন্তত এইভাবে এই গানটাকে ধর্ষণ না করলেও পারবেন? আপনার জন্য শুভ কামনা
@Nurjahanislam013 ай бұрын
আমি প্রেমের ম রা আমায় কেন বা জ্বা লাও আমি প্রেমের ম রা প্রেম কি কেউ করছনি তোমরা আমাকে বুঝাও আমি প্রেমের ম রা ভালবাসি আমি যারে সে বাসে আমাকে নাম ধরিয়া ডাকলে তাকে দেখবে এসে দিবে ধরা সে যে আমার মনের রানী আছে হৃদয় জুড়া বন্ধু প্রেমের হৃদয় পু ড়া দেখো হইছে জরা জরা অবুঝ মনে বুঝ মানে না আমার বন্ধু ছাড়া নজরুলে কয় বন্ধু হারা দেখো কেমনে জীবন গড়া
@raihanrinkon78363 ай бұрын
Osadharon
@mdashrafulalam95073 ай бұрын
not good
@Nurjahanislam013 ай бұрын
কোনো এক সকাল বেলাতে হাঁটছি আমি আনমনে হঠাৎ দেখা তোমার সাথে শিরোনামে তুমি ভালবাসা হাতছানি দিয়ে তোমার কাছে আসা যাবে কি বলো আমার সাথে হতে পারে পথে অনেক বাঁধা অন্ধকারে এগিয়ে আসা তুমি-আমি একসাথে ভাঙ্গবো সকল বাঁধাকে হৃদয় পথে একরাশ রোদ নিয়ে হতে পারি একটু মাতাল আমি সময়মত ঠিকই পারি বিজয়টাকে ছিনিয়ে নিতে তুমি থেকো পাশে তুমি থেকো পাশে ফেরারি বাতাসে যখন দেখি তোমায় আলোর মিছিল হেসে যায় অশান্ত কেন হয়ে আছে আমার গিটার সুরে সুরে সে তো খেলে যায় বৃষ্টি পায়ে পায়ে রংধনু আকাশ ছুঁয়ে যায় ঝড়ো হাওয়ায় ভালবাসা আমাদের ছুঁয়ে যায় তুমি-আমি একসাথে ভাঙ্গবো সকল বাঁধাকে হৃদয় পথে একরাশ রোদ নিয়ে হতে পারি একটু মাতাল আমি সময়মত ঠিকই পারি বিজয়টাকে ছিনিয়ে নিতে তুমি থেকো পাশে তুমি থেকো পাশে
@afranhridoy60853 ай бұрын
Valo lage nai
@mohammedhasan15463 ай бұрын
Agreed.He changed the lyrics
@raselhossen57783 ай бұрын
ভালোই ছিলো, কিন্তু বন্দী পাখিকে উড়িয়ে দেওয়াই ভালো। 😢
@Tamuislam-tl9ph3 ай бұрын
❤❤
@Gaane_kobitay_adday_uma3 ай бұрын
lovely...❤
@SuzonMd2403 ай бұрын
❤❤❤
@Nurjahanislam013 ай бұрын
পাতায় পাতায় জীবন খাতায় তোমার নামটি লেখা তুমি ছাড়া ওগো বন্ধু কেমনি থাকি একা তুমি হাসি তুমি শান্তি আমার হৃদয় জুড়া প্রেম সাগরে প্রেমের তরী প্রেম সাগরে প্রেমের তরী খুঁজলে পাবে দেখা ওগো প্রেম সাগরে প্রেমের তরী খুঁজলে পাবে দেখা তুমি ছাড়া ওগো বন্ধু কেমনে থাকি একা তুমি আকাশ তুমি তারা তুমি চন্দ্র সুধা থাকবে না মোর প্রেমও ক্ষুধা থাকবে না মোর প্রেমও ক্ষুধা এসে দিলে দেখা ওগো থাকবে না মোর প্রেমও ক্ষুধা এসে দিলে দেখা তুমি ছাড়া ওগো বন্ধু কেমনে থাকি একা তুমি গল্প তুমি স্বপ্ন তুমি সর্ব সারা নজরুলে কয় তুমি ছাড়া নজরুলে কয় তুমি ছাড়া কে আছে মোর সখা ওগো নজরুলে কয় তুমি ছাড়া কে আছে মোর সখা
@Nurjahanislam013 ай бұрын
চন্দ্র সূর্য স্বাক্ষী রাখি প্রেমেতে ডুবি দোলনায় দুলালী বসো দুলি গো আজই এই পূর্ণিমার-ই রাত প্রেম বিনিময় করবো আমি ধরে তোমার হাত বিনয় সুরে ও প্রাণ জাত ডাকছি তোমায় আজই কোমল হাত দু'খানা ধরে একটানেতে আড় চোখেতে টেনে নিবো বুকে শীতল শান্তি নিবিড় সুখে ঘুরে দুজন আসি.... দোলনায় দুলালী বসো দুলি গো আজই তোমার মনের কাছে বসে আবেগ মাখা দুটি কথা বলবো তোমার সাথে নজরুলে কয় তুমি যাতে যোগল যাত্রায় রাজি দোলনায় দুলালী বসো দুলি গো আজই