বইয়ের পৃথিবীতে আপনাকে স্বাগতম!
আমি বই পড়তে ভালোবাসি, বই নিয়ে গল্প করতে ভালোবাসি। বই নিয়ে যেকোনো অনুষ্ঠান, আড্ডা, আলোচনা, সমালোচনা, যুক্তিতর্ক আমার প্রিয়। আমি বই নিয়ে কথা বলতে ভালোবাসি। কিন্তু, দিন দিন চারপাশে বই পড়ুয়া মানুষের সংখ্যা এতোটাই কমে যাচ্ছে যে, বই নিয়ে কথার বলার মতো মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর।
আমরা যারা ৯০ দশকে জন্মগ্রহণ করেছি, তারা দেখেছি- তখনো অন্তত মানুষ কিছুটা বইমুখী ছিলো। কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির এতো উৎকর্ষতায়, অসংখ্য বিনোদনের উৎস হাতের মুঠোয় পেয়ে- মানুষের বই পড়ার অভ্যাস বিলীন হওয়ার পথে। তবে বিশ্বাস করি- আবারো মানুষ বইয়ের কাছে ফিরবে। আমি সেই সুদিনের প্রত্যাশা করি।
সেই প্রত্যাশা থেকে, মানুষকে বইয়ের প্রতি উদ্বুদ্ধ করতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এখানে বইয়ের আলোচনা, সমালোচনা, ব্যবচ্ছেদ হবে। হবে বইয়ের নানান পদের রান্নাবান্না, হবে বিভিন্ন বইয়ের ভিন্ন ভিন্ন স্বাদের চুলচেরা বিশ্লেষণ। হবে বই ভ্রমণ, বই দর্শন সবি।
আপনাকে বইয়ের দুনিয়ায় স্বাগতম।
যেকোনো প্রয়োজনে চ্যানেলের নাম উল্লেখ করে ই-মেইল করুনঃ-
[email protected]