আমি শেষ শোনার আগে তোমার পদধ্বনি শুনতে চাই আমি শেষ বলার আগে তোমাকেই সব বলতে চাই আমি শেষ দেখার আগে তোমাকেই দু চোখ ভরে দেখতে চাই আমি শেষ চলার আগে তোমার কাছে যেতে চাই আমি শেষ কাঁদবার আগে তোমার আঁচলে চোখ মুছতে চাই আমি শেষ ছোঁয়ার আগে তোমার স্পর্শ পেতে চাই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ এরআগে তোমার প্রশ্বাস পেতে চাই আমি শেষ অন্ধকার দেখার আগে তোমার আলোর মুখ দেখতে চাই আমি শেষ গঙ্গাজল পাওয়ার আগে তোমার অশ্রু জল পেতে চাই। আমি শেষ শরীর ত্যাগের আগে তোমারছায়ায় ঘুমোতে চাই।
@ytforro3 күн бұрын
গরীব মানুষের মায়ের কাছে আর্তি।
@NaimaJannat-is2hf3 күн бұрын
আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম জল। সত্যি অসাধারণ। ২০২৫ সালে শুনলাম
@atikulhaque32333 күн бұрын
01.01.2025 সকাল ৮:১৭ মিনিট
@MdMasood-f1i3 күн бұрын
I love song
@ssengupta50714 күн бұрын
*আজ ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দে (৩১।১২।২০২৪) পরমপুরুষ ঠাকুরের ইচ্ছায় সেই প্যাট্রিয়ার্কির অবসান হল। আমরা যারা ছোটবেলা থেকে এই কথাটাই ভেবে এসেছে যে এখনও কেন স্টার থিয়েটার, কেন আজও বিনোদিনীর নামে এই থিয়েটারের নাম নয়, তারা আজ আপ্লুত হলাম, চোখে আজ আনন্দাশ্রু*
@konokmadaripur77334 күн бұрын
31/12/2024 end of year.
@bipashakahali21804 күн бұрын
Nice song
@jaideep57574 күн бұрын
Om namo venkatesaya
@Dipankar-f2m4 күн бұрын
Lot's of love ❤❤
@SresthaSen6 күн бұрын
❤
@shantanuguharoy96986 күн бұрын
মন বাচ্ছা হবে বুড়ো হোলেও সব দুঃখ জয় করে আবার শিশু মন হবে নারায়ণ গুনে সবাই দেখবে।
@amitmathur76006 күн бұрын
Amit Mathur
@RatanKantiDey6 күн бұрын
অপূর্ব সুন্দর লাগল এই যাত্রা এখন কোথাও দেখা জায় না।
@smkhan17577 күн бұрын
nai yp
@md.thouhidulislam46547 күн бұрын
2050
@allmediamr72768 күн бұрын
সাংবাদিক ইলিয়াস এর ভিডিও দেখে গান টি শুনতে আসলাম
@Arupratanpaul0808 күн бұрын
ছোটবেলায় দেখেছিলাম আজ আবার দেখলাম
@apurbosingha29738 күн бұрын
Comment kore rakhlam jokhon boyos hobe eshe abr jokhon shunbo tokhon jno nijer comment dekhte pai
অপূর্ব,ছোটবেলায় এই গানটা শুনেছিলাম কিন্তু তখন অত মানে বুঝিনি। আজ আঠেরো বছর বয়সে দাঁড়িয়ে যখন গানটি শুনে এর অর্থ উপলব্ধি করতে পারলুম তখন মনটা ভরে গেলো....... আহা,,কী অপূর্ব কী অপূর্ব!!!!!😊❤
@SunilMandal-r2h13 күн бұрын
নটশেখর রাখাল সিংহ অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য যাত্রা পালা গুলি প্রচার করার জন্য অনুরোধ করছি।আমি ব্যক্তিগতভাবে যাত্রা পালা গুলির বহুল প্রচার কামনা করলাম। শুভেচ্ছা নেবেন।