দাসের যোগ্য নই চরণে নইলে দশা ঘটত না আর মোর জীবনে।। পদে যদি দাসী হতাম, চরণে রাখতেন গুণধাম থাকত না আর অসত্য কাম দূরে যেত ভয় শমনে।। জানা গেল বেদ পূরাণে, ভক্তের বাক্য সবাই মানে তোম বিনে যাই কোন খানে পদে রেখ দীন হীনে।। কেঁদে বলে বংশী ধারী, দাসের ভার কি এতই ভারী লালন বলে দেখব তারি দেখব এ স্বরূপ সাধনে দাসের যোগ্য নই চরণে আমি দাসের যোগ্য নই চরণে...
@prismprint99076 күн бұрын
মন তোর আপন বলতে আর কে আছে। তুমি কার কাঁদায় কাঁদো মিছে।। থাক সে ভবের ভাই বেরাদার প্রাণপাখি সেও নয় আপনার। পরের মায়ায় মজে এবার প্রাপ্ত ধন হারায় পিছে।। মিছে মায়ার মদ খেও না প্রাপ্তপদ ভুলে যেও না। এবার গেলে আর হবেনা পড়বি কয় যুগের প্যাঁচে।। সারা নিশি দেখ মনুরায় নানান পক্ষী এক বৃক্ষে রয়। যাবার বেলায় কে কারে কয় দেহ প্রাণ তেমনি সে যে।। আসতে একা এলি রে মন যেতেও একা যাবি তখন। সিরাজ সাঁই বলে রে লালন কার নাচায় নাচো মিছে।।
@prismprint99076 күн бұрын
এখন আর ভাবলে কি হবে। কীর্তিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে।। তুষে যদি কেউ পাড় দেয় তাতে কি আর চাল বাহির হয়। মন যদি হয় তুষের ন্যায় বস্তুহীন ভবে।। কর্পূর উড়ে হাওয়ায় যেমন গোলমরিচ মিশায় তার কারন। মন যদি হয় গোলমরিচ মতন বস্তু কেন যাবে।। হাওয়ার চিড়ে, কথার দধি ফলার হচ্ছে নিরবধি। লালন বলে যার যার প্রাপ্তি কেন না পাবে।।
@kokoq5616 күн бұрын
Kintu sounds ta clear hoy ni 😢
@kokoq5616 күн бұрын
Gan ta khuv sundar
@shadinmia45327 күн бұрын
❤
@SelukasDas7 күн бұрын
❤❤❤❤❤❤❤
@AkkelAli-k4w7 күн бұрын
আমাৰ গুৰু ভাই অনেক গান গাইছে
@muktasingh99207 күн бұрын
অপূর্ব ❤️
@durjaymondal8098 күн бұрын
Love from Bangladesh
@nirmalendunanda71318 күн бұрын
ঠিকই করেছে।এখোনো ভারত সরকার বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি। ন্যুনতম সরকারী স্তরে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেনি। অত্যন্ত নিম্নমানের বক্তব্য। বাংলাদেশে মৌলবাদীরা যা করছে তা মোটেই সমর্থন যোগ্য নয়। অবশ্যই বাংলাদেশ সরকারের কড়া হাতে মোকাবিলা করা উচিত। কিন্তু বাঙলা দেশের সরকার ও ভারত সরকারের বিরুদ্ধে কুটনৈতিক স্তরে কোনো প্রতিবাদ করেছে শুনিনি। একবার বলেছিল সেখ হাসিনা কে তাদের হাতে তুলে দেওয়ার কথা।সব থেকে বড় ব্যাপার সঙসকৃতি স্তরে এই বিভাজন আনা ঠিক নয়।