এই হিল্লাহ প্রথা সকলকে মিসলিড করছে,ইসলামকে বদনাম করছে। তালাক দিতে হলে একবার তালাক বলাই যথেষ্ট,তিন বার তালাক বলা লাগে না,তিন বার তালাক বললেও তালাক একবারই,একবার বললেও একবারই ।এখন ৩ বারই তালাক বলুক না কেন ওইটা একবার তালাকই হবে।তালাক দেওয়ার জন্য তিনবার তালাক বলা জরুরি নয়। আমাদের সমাজে যে হিল্লাহ বিবাহের কন্সেপ্ট আছে,যে নিজেত বউকে তালাক দিলাম,আবার ফেরত পাওয়ার জন্য আরেকজনকে ঠিক করে তার সাথে হিল্লাহ বিবাহ দিয়ে তার সাথে থাকিয়ে আবার তালাক করিয়ে আমার কাছে নিয়ে আসব,আসতাগফিরুল্লাহ! এটা হারাম। একবার তালাক দেওয়ার পরও সেই একই বউকে সে আবার বিয়ে করতে পারবে,কোনো হিল্লাহ টিল্লাহ লাগে না।স্ত্রীর ইদ্দত(তিন মাসিক শেষ হওয়া)হওয়া পর্যন্ত তালাক কার্যকর হবে না,ওই সময় যদি স্বামী স্ত্রী মনে করে যে আমরা ভুল করেছি তবে তারা আবার মিল হয়ে যেতে পারবে।তবে যদি ইদ্দত এর সময় শেষ হয়ে যায়,তবে তালাক কার্যকর হয়ে যাবে এবং তারা আর স্বামী স্ত্রী থাকবে না।এবং পরে যদি তারা মিল হতে চায় তবে আবারও বিয়ে করতে পারবে কিন্তু নতুন করে বিয়ে,নতুন করে মোহর দিতে হবে। মোট এরকম তারা তিনবার করতে পারবে। কিন্তু তিনবারের বার যদি তালাক হয়ে যায় তবে সেই মহিলা আর সেই পুরুষকে বিয়ে করতে পারবে না।তাকে অন্য কোনো পুরুষকে বিয়ে করতে হবে,তাই বলে এই না যে কোনো পুরুষকে ঠিক বউকে তার সাথে বিয়ে দিয়ে একরাত থাকিয়ে পরে তালাক করিয়ে নিজের কাছে নিয়ে আসবে(আসতাগফিরুল্লাহ),এটা হারাম,এই প্ল্যানিং করে এসব করা হারাম,এগুলো জায়েজ নেই। তিন বার তালাক হওয়ার পর মহিলা তার স্বামীকে আর বিয়ে করতে পারবে না,কারণ জীবন কোন পুতুল খেলা তো আর নয়,সে তালাক বিয়ে তালাক বিয়ে করতেই থাকবে তখন এই মহিলাএ জেনারেলিই অন্য কাউকে বিয়ে করতে হবে(যদি আর বিয়ে করতে চায় করবে যদি না করতে চায় না করবে,নরমালি যেই রকম বিয়ে করে মানুষ,ওইসব হিল্লাহ টিল্লাহ জায়েজ নেই।) এবং মহিলা কিছুদিন বা বছর পর অন্য লোককে বিয়ে করলেন এবং তারও কিছু বছর পর মহিলার মনে হলো সে তার আগের স্বামীই ভালো ছিলো,এখনের স্বামী তাকে ঠিকমতো সময় দিচ্ছে না,এর চেয়ে আগের স্বামীই ভালো ছিলো,তার আগের স্বামীকে মনে পড়লো এবং তাকে আবার বিয়ে করতে ইচ্ছে হলো,তখন সে চাইলে বর্তমান স্বামীর কাছ থেকে তালাক নিয়ে আবার আগের স্বামীকে বিবাহ করতে পারবে। সুতরাং এটা হলো নিয়ম।আর আমাদের দেশে বা কোনো কোনো জায়গায় যেই হিল্লাহ বা হালালা এর মতো নোংরা যেই প্রথা আছে ঐসব একদমই জায়েয নেই।ওটা হারাম। আমি বিস্তারিত বুঝিয়ে বলতে পারিনি,তাই তালাকের সহিহ নিয়ম জানতে জাকির নায়েকের Teen talaq aur halala এবং zakir naik about halala talaq ভিডিওটি দেখুন,তালাকের সহিহ নিয়ম জানুন।