সে আর যাই হোক না কেন সে কিন্ত একজন আলেম আপনি সাধারণ হয়ে এভাবে একজন আলেমকে কথা বলতে পারেন না,,,তা ছাড়া দূর থেকে দেখে বা কারো কাছ শুনে কখনো বিচার করতে নেই,,, কাউকে কোন কিছু বলতে হলে আগে নিজে তার বিষয়ে গবেষনা করে জানুন যাচাই বাছাই করুন তার পরে যদি মনে হয় সে খারাপ তো বলুন,,না জেনে না শুনে মন গড়া কোন কিছু কাউকে বলে দেয়াটা কোন মুমিন ব্যক্তির কাজ নয়