মনোমুগ্ধকর ❤ অনুগ্রহ করে পল্লিবর্ষা এবং মেঘনায় নামে ঢল কবিতা দুটি আবৃত্তি করে দিবেন।
@TheShongshoyАй бұрын
ধন্যবাদ 🙏 চেষ্টা করবো।
@BoringArtist-vc42 ай бұрын
অসাধারণ😮 অনেক ভালো লাগলো😊
@TheShongshoyАй бұрын
কৃতজ্ঞতা 🙏
@rowshanhakim66152 ай бұрын
আমাদের পৃথিবী একদিন এমন হবে, এই প্রতাশা।
@TheShongshoyАй бұрын
ধন্যবাদ 🙏
@dulalichatterjee172 ай бұрын
তিনটা এক সাথে
@dulalichatterjee172 ай бұрын
😅😅😅😅😅😅
@rowshanhakim66152 ай бұрын
দারুণ ভালো লাগলো
@TheShongshoyАй бұрын
ধন্যবাদ 🙏
@farhanaakhter31342 ай бұрын
অনেক আগে শুনেছিলাম! আজ আবার নতুন করে শুনলাম। ....যে আমাকে প্রেম শেখালো.... সে যেনো ভালই থাকে..
@TheShongshoyАй бұрын
ধন্যবাদ 🙏
@dulalichatterjee172 ай бұрын
আজ সে উরছে😅😅😅😅
@MufakharulIslam2 ай бұрын
আহারে আমাকে নিয়ে লেখা একটা কবিতা...
@TheShongshoyАй бұрын
ধন্যবাদ 💙
@sheikhmahbubalam62292 ай бұрын
আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক সব সংঘ-পরিষদ;- চ’লে যাবে, অত্যন্ত উল্লাসে চ’লে যাবে এই সমাজ সভ্যতা- সমস্ত দলিল- নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চ’লে গেছে নষ্টদের অধিকারে। চ’লে যাবে শহর বন্দর ধানক্ষেত কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির পালক মন্দির মসজিদ গির্জা সিনেগগ নির্জন প্যাগোডা। অস্ত্র আর গণতন্ত্র চ’লে গেছে, জনতাও যাবে; চাষার সমস্ত স্বপ্ন আস্তাকুড়ে ছুঁড়ে একদিন সাধের সমাজতন্ত্রও নষ্টদের অধিকারে যাবে। আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। কড়কড়ে রৌদ্র আর গোলগাল পূর্ণিমার চাঁদ নদীরে পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ শ্রাবণের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে। রবীন্দ্রনাথের সব জ্যোৎস্না আর রবিশংকরের সমস্ত আলাপ হৃদয়স্পন্দন গাথা ঠোঁটের আঙুল ঘাইহরিণীর মাংসের চিৎকার মাঠের রাখাল কাশবন একদিন নষ্টদের অধিকারে যাবে। চলে যাবে সেই সব উপকথা : সৌন্দর্য-প্রতিভা মেধা;- এমনকি উন্মাদ ও নির্বোধদের প্রিয় অমরতা নির্বাধ আর উন্মাদদের ভয়ানক কষ্ট দিয়ে অত্যন্ত উল্লাসভরে নষ্টদের অধিকারে যাবে। আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। সবচে সুন্দর মেয়ে দুইহাতে টেনে সারারাত চুষবে নষ্টের লিঙ্গ; লম্পটের অশ্লীল উরুতে গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী। চ’লে যাবে, কিশোরীরা চ’লে যাবে, আমাদের তীব্র প্রেমিকারা ওষ্ঠ আর আলিঙ্গন ঘৃণা ক’রে চ’লে যাবে, নষ্টদের উপপত্নী হবে। এই সব গ্রন্থ শ্লোক মুদ্রাযন্ত্র শিশির বেহালা ধান রাজনীতি দোয়েলের ঠোঁট গদ্যপদ্য আমার সমস্ত ছাত্রী মার্কস-লেনিন, আর বাঙলার বনের মতো আমার শ্যামল কন্যা- রাহুগ্রস্থ সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক- আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে। _____________ হুমায়ুন আজাদ
@ajoysarkar68882 ай бұрын
স্যার এই বইটি কোথাই পাবো
@gtmroy2 ай бұрын
দারুণ! সুবিনয় মুস্তফী আমার একটি প্রিয় কবিতা! চোখ বন্ধ করে শুনলাম। এই পৃথিবীতে সুবিনয় মুস্তফী আছেন কি না জানি না, যিনি একইসাথে "বেরাল ও বেরালের-মুখে-ধরা-ইঁদুর হাসাতে" পারেন। এই পৃথিবীতে সুবিনয় মুস্তফীদের থাকা উচিত কি না, সেই সংশয়ও রয়েছে। মাঝেমধ্যে কোনো এক হতাশার রাতে কেবল মনে হয়, এই পৃথিবীতে আমাদের সবাইকে কখনও কখনও হয়তো সুবিনয় মুস্তফীকে অনুকরণ করে যেতে হয়!