আশরাফ আলী থানবী রহ. মনসুর হাল্লাজের আকিদা-বিশ্বাস ও তার জীবনী সম্পর্কে প্রচলিত অনেক মিথ্যা ও বানোয়াট বর্ণনার চুল-চেরা বিশ্লেষণ করেছেন। তিনি এই কিতাবের নাম দিয়েছেন, আল-কাউলুল মানসুর ফি ইবনিল মানসুর। এই কিতাবে থানবী রহ. স্পষ্ট ভাষায় লিখেছেন, আমাদের আকিদা বিশ্বাস হুলুল ও ইত্তেহাদ থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি এই কিতাবে একটা পুস্তিকার শিরোনাম দিয়েছেন, ত্বরিকুস সাদাদ ফি ইসবাতিল ওয়াহদাতি ও নাফইল ইত্তেহাদ অর্থাৎ ওয়াহদাতুল উজুদ ও স্রষ্টা ও সৃষ্টি এক নয়, এ বিষয়ে সঠিক পথ” আশরাফ আলী থানবী রহ. লিখেছেন, ” মনসুর হাল্লাজের তাউহীদ বিষয়ক আকিদা: অনেকেই মনসুর হাল্লাজের এমন কিছু কথার কারণে ধোকায় নিপতিত হয়েছে, যা তার ভ্রমগ্রস্ত অবস্থা বা অধিক মহব্বতের অবস্থায় প্রকাশিত হয়েছে। তার সেসব কথার দিকে ভ্রুক্ষেপ করা হয়নি যেগুলো সে তার সুস্পষ্ট আকিদা বর্ণনার জন্য বলেছে। ইবনে মানসুরের বক্তব্য সংকলন অধ্যাযে আমরা সর্ব প্রথম মনসুর হাল্লাজের এধরনের সুস্পষ্ট তাউহীদ বিষয়ক বক্তব্য উল্লেখ করেছি। সেসব বক্তব্য থেকে দিবালোকের ন্যায় স্পস্ট যে, মনসুর হাল্লাজ পরিপূর্ণ তাউহীদে বিশ্বাসী এবং তাউহীদের বিষয়ে একজন গবেষক ছিলেন। মনসুর হাল্লাজ স্পষ্ট বলেছেন, [আরবীর অনুবাদ] ” আল্লাহ তায়ালা ক্বাদীম বা অনাদির গুণের মাধ্যমে সমস্ত সৃষ্টি থেকে পৃথক হয়েছেন, তেমনি সমস্ত সৃষ্টি নশ্বর গুণের মাধ্যমে আল্লাহ তায়ালা থেকে পৃথক হয়েছে ” এখানে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে, আল্লাহ তায়ালা মাখলুকের সাথে ইত্তেহাদ বা একীভূত নন, তেমনি তিনি সৃষ্টির মাঝেও প্রবেশ করেন না। অর্থাৎ আল্লাহ তায়ালা হুলুল ও ইত্তেহাদ থেকে সম্পূর্ণ পবিত্র। এরপর মনসুর হাল্লাজ বলেন, [আরবীর অনুবাদ] ” আল্লাহর পরিচয় লাভ করা হলো তাউহীদ। আর আল্লাহর তাউহীদ হলো আল্লাহ তায়ালাকে সৃষ্টি থেকে পৃথক বিশ্বাস করা। “ সুতরাং যারা সূফীদেরকে অথবা তাদের মধ্যে মনসুর হাল্লাজ সম্পর্কে এই বলে দুর্নাম করার চেষ্টা করে যে, তারা স্রষ্টা ও সৃষ্টিকে এক কিংবা স্রস্টা সৃষ্টির মাঝে প্রবেশ করেছেন এধরনের আকিদার রাখে; এটি তাদের উপর সুষ্পষ্ট মিথ্যা অপবাদ “ [সিরাতে মনসুর হাল্লাজ, পৃ.২২]
@MDMamun-qw5uh8 ай бұрын
মাশাআল্লাহ
@MahmodulHassan-d4o8 ай бұрын
👌👌 4:13 👌👌👌 3:48
@tuhakhan64619 ай бұрын
❤❤❤❤
@tuhakhan64619 ай бұрын
❤❤❤❤❤❤❤love you ❤❤❤❤❤❤❤
@tuhakhan64619 ай бұрын
Masallah
@RAFIQULISLAM-u3y9 ай бұрын
😩😩😩🥹🥹🥹😮❤❤❤
@HabibaRokon9 ай бұрын
মাশাআল্লাহ
@tuhakhan64619 ай бұрын
Masallah
@AfseenRahman9 ай бұрын
এবাদতের মূল।হলো।নবীপ্রেম,প্রেমেতো টাকার প্রশ্ন নাই, তাহলে নবীর,অলিগনের শানমান প্রকাশ করতে টাকা নেন কেন?
@mdabuhanif20319 ай бұрын
🇧🇩🥀
@NurNahar-py6br9 ай бұрын
,😂😂😂😮😮😮😢😢😢
@sahinmolla47499 ай бұрын
F4
@syedrana45069 ай бұрын
আসসালামুয়ালাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন হুজুরকে আমাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ওয়াজ তুলে ধরার জন্য হাজার বছর বাঁচিয়ে রাখেন আমিন এবং সেইসাথে ইউটিউব চ্যানেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হুজুরের ভিডিও তুলে ধরার জন্য তবে আপনাকে অনুরোধ করতেছি ভিডিওর স্ক্রিনের উপরে কখনো কোনো ছবি পোস্ট করবেন না কোন অলি আউলিয়াদের ছবি পোস্ট করবেন না কারণ আমরা কেউ তাদেরকে দেখিনি এটা আমার অনুরোধ কারণ আমরা তাদেরকে চোখে দেখিনি সুতরাং কেন অন্য ছবি স্কিন পোস্ট করব আন্তরিক ধন্যবাদ
@MdjaforBiswas-g4s10 ай бұрын
Marhaba
@AbdurRashidSk-ph9xn10 ай бұрын
9
@Naim023510 ай бұрын
Nice
@tuhakhan646110 ай бұрын
Hujure waz aro den onek valo lage
@omarfaruk-em1fh Жыл бұрын
আলহামদুলিল্লাহ
@omarfaruk-em1fh Жыл бұрын
সবার কাচে অনুরুধ রইল 🫶 সবাই তরিকতে ওয়াজ সুনেন😢🎉
@omarfaruk-em1fh Жыл бұрын
মারহাবা ❤
@MdMasud-qd3ij Жыл бұрын
এবার ঠীক আছে
@MdMasud-qd3ij Жыл бұрын
এ সব কি বলে?
@tuhakhan6461 Жыл бұрын
Onek valo waz koren hujur
@LOFIVERSIONMUSIC926 Жыл бұрын
গালাগালি বাদ দিয়ে কোরআন পড়া যদি শিখে থাকেন তাহলে কিছু তেলাওয়াত করেন মিয়া ফাইজলামি করেন।
@monuwarabegum6472 Жыл бұрын
Marhaba 😂
@AbdulKhan-cz6nv Жыл бұрын
MAS ALLAH, HE ALLAH TUMI, PAK PAN JA TO RERR USI LAI ***** BANGALI HUJUR KE ***** "HAYATE TABIYA DAN KORO" AMI MAHA GUNAGAR TOMAR DORBARE HAT TUL LAM, AMIN SAKAL SANDHYA HIGH SCHOOL ABDUL KADER KHAN. INDIA
@tuhakhan6461 Жыл бұрын
Masallah onek valo waz
@tuhakhan6461 Жыл бұрын
Nice waz
@AMINULISLAM-y9f6c Жыл бұрын
এ হুজুর খালি অন্য সব বক্তাদের গালি ছারা কিছুই জানেনা। কোরআন হাদিছ কি পরেছে এ লোক এমন কিচ্ছা ত আমাদের গ্রামের এক মাছের বিক্রেতা জানে।