সুদর্শন কর্মকার নওগাঁ বিশ্ব প্রতিনিধি: আজকের পত্রিকা ই-পেপার জাতীয় দেশ রাজনীতি আন্তর্জাতিক চাকরি মুক্তিযুদ্ধ খেলা মুক্তমত ক্যাম্পাস আমার আমি প্রবাসে বাংলার মুখ পরিবেশ বিজ্ঞান-প্রযুক্তি ফ্যাশন শিল্প-সাহিত্য  আগরতলার বাংলাদেশ হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ ২২ ডিসেম্বর ৪৪তম বিসিএসের বাতিল মৌখিক পরীক্ষা শুরু একটি ইস্যু দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক মূল্যায়ন করা যাবে না : ভারতীয় হাইকমিশনার দেশবাসীকে কোনো ধরনের উসকানিতে না পড়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান বিজিবি সীমান্তে যে কোনো অপতৎপরতা রোধে প্রস্তুত ১৫ বছরে সেবাখাতে ঘুষ লেনদেন ১ লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকা : টিআইবি জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার পাঁচ বছরে পুরোপুরি নিশ্চিহ্ন দেড় শতাধিক পরিবার আইনজীবী পেলেন না চিন্ময়, জামিন শুনানি পেছাল ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি লেবানন থেকে ফিরছেন আরো ১০৫ বাংলাদেশি / দেশ রাণীনগরে আউশ ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক  রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি ২৫ আগস্ট, ২০২১ 12Shares         নওগাঁর রাণীনগরে শুরু হয়েছে আউশ ধান কাটা ও মাড়াই। বর্তমান বাজারে ধানের দাম থাকলেও ফলন বিপর্যয়ের কারণে লোকসানে পড়েছেন অনেক কৃষক। রাণীনগর উপজেলায় আউশ মৌসুমে উপজেলা জুড়ে প্রায় ১ হাজার ২০৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। কৃষকরা বলছেন, মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকুলে না থাকায় ধান গাছে রোগ বালাইয়ের কারণে অনেকেই আউশ ধান রোপন করেও মাঝামাঝি সময়ে তা ভেঙ্গে ফেলে নতুন করে আমন ধান রোপন করেছেন। উপজেলার চকার পুকুর গ্রামের কৃষক হাফিজার রহমান জানান, তিনি ৪বিঘা জমিতে আউশ ধান রোপন করেছিলেন। কিন্তু ধান রোপনের পর হঠাৎ করেই ধান গাছ লাল হয়ে মরে যাচ্ছিল। পরে সোয়া তিন বিঘা জমির ধান ভেঙ্গে নতুন করে আমন ধান রোপন করেছেন। তবে যেটুকু আছে তাতে বিঘায় ৫/৬ মণের বেশি ফলন হবে না। বিষঘড়িয়া গ্রামের কৃষক মুনছুর রহমান জানান, তিনি ৩ বিঘা জমিতে ধান রোপন করেছিলেন। এর মধ্যে ১ বিঘা জমির ধান ভেঙ্গে নতুন করে আমন ধান লাগাতে হয়েছে। কালীগ্রামের কৃষক আব্দুস সামাদ জানান, দেড় বিঘা জমিতে ধান রোপন করলেও পরে ভেঙ্গে ফেলে নতুন করে রোপন করতে হয়েছে। কসবা পাড়ার কৃষক হান্নান ও শুকুর উদ্দীন জানান, তাদের জমিতে ৬ থেকে ৮ মন হারে ধানের ফলন হয়েছে। বাজারে ধানের দাম ভাল থাকলেও ফলনে না হওয়ায় লোকসান গুনতে হচ্ছে। কৃষকদের মতে, প্রতি বিঘা জমিতে ধান রোপন থেকে শুরু করে কাটা-মাড়াই পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু প্রতি বিঘা জমিতে ধানের ফলন ৫ থেকে ৯ মণ হচ্ছে। বর্তমান বাজারে ধানের রকম ভেদে ৮২০ টাকা থেকে ৮৪০ টাকা মণ পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে বিঘা প্রতি গড় দেড় থেকে দুই হাজার টাকা করে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।
@Abdul-ei5hq6 ай бұрын
ওনার অবস্থা লেন্দুপ দর্জির চেয়ে ও খারাপ হবে সবাই লিখে রাখেন
@চট্রগ্রামেরখবর7 ай бұрын
বেশ ভালো লাগলো শুভকামনা
@nihita6469 Жыл бұрын
ভন্ডামী।
@KuwaitKuwait-b1n Жыл бұрын
ইবলিশ শয়তান মক্কাতে কিভাবে ঢুকলো মনে হয় মানুষের রূপ নিয়ে ঢুকেছে
@sabbirahmed-zo4wf Жыл бұрын
সঠিক কথায় বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী
@MdAlamgir-wq3bm Жыл бұрын
ভোট চোর শেখ হাসিনার পতন চাই জানোয়ার লজ্জা শরম বলতে কিছুই নেই দানব।
আওয়ামিলীগ শান্তির নামে অশান্তি করেছে। দেশের টাকা পয়সা লুটপাট করে তাদের দলের শান্তি হয়েছে।
@ahsanhossain6873 Жыл бұрын
মাগীর বাপো ছিল ক্ষমতা লোভী। ক্ষমতার লোভে দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়ে মানুষের জীবন দূর্বিষহ করে তুলেছিল। ধাগরী মাগীর সাথে চাপাবাজে ইবলিস শয়তানো হার মানবে
@ahsanhossain6873 Жыл бұрын
হাসিনা বেশ্যা
@ahsanhossain6873 Жыл бұрын
হাসিনা ধাগরী😂
@ahsanhossain6873 Жыл бұрын
হাসিনা মাগী😂
@MDDULAL-oo2hj Жыл бұрын
✌ জয়তু শেখ হাসিনা
@MDDULAL-oo2hj Жыл бұрын
মাশাআল্লাহ
@MhamudHasanhimu Жыл бұрын
হ এজন্যই শান্তি মিশন থেকে আসতাছে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য
@AbdurRahman-pn6rk Жыл бұрын
MiG 29😂😂😂😂😂
@চট্রগ্রামেরখবর Жыл бұрын
মেঘ-বৃষ্টির লুকোচুরিতে আষাঢ়ে অপরূপ রূপবতী মেঘবতীর সঙ্গে বর্ষার দিনে এই আষাঢ়ের দিনে আকাশের চিরচেনা সেই ঝরঝর শব্দে রিনিঝিনি বৃষ্টির ধ্বনি শোনা যাবে কিনা তা বলা যায় না।এখনো বর্ষা গরমের দাপটকে দমাতে স্বরূপে আবির্ভূত হচ্ছেনা বর্ষা। বৃষ্টিতো ক’দিন ধরেই ছিটে ফোটা হচ্ছে।খাল বিল নদীতে পানি বাড়ছেনা। আকাশেও মেঘের ঘনঘটা। ঝুম ঝুম বৃষ্টিতে বর্ষার আগাম হয়ে উটেনি। সুখ স্মৃতিগুলো মনে রেখেই স্মৃতিময় হয়ে প্রতিবছর বর্ষাকে বরণ করে নেয় বাঙালি চিরকালই আষাঢ সাজে নানা রুপে। বৃষ্টিরধারায় নবতর জীবন আসে পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে প্রকৃতির অবয়বে। নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে আগমন বর্ষার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ‘আবার এসেছে আষাঢ় আকাশও ছেয়ে… আসে বৃষ্টিরও সুবাস ও বাতাসও বেয়ে…’ কিংবা ‘ঐ আসে ঐ ঘন গৌরবে নবযৌবন বরষা, শ্যাম গম্ভীর সরসা…’ কিংবা ‘এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরষায়…’।
@চট্রগ্রামেরখবর Жыл бұрын
এ ঘটনার তীব্র নিন্দা জানাই্ এটা রাজনীতি নয়, অপরাজনীতি।
@anikmallick-bm9zw Жыл бұрын
nice
@anikmallick-bm9zw Жыл бұрын
tnx
@aorkantho24news97 Жыл бұрын
যোহর আলী
@anikmallick-bm9zw Жыл бұрын
সফলতা কামনা করছি
@anikmallick-bm9zw Жыл бұрын
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা
@চট্রগ্রামেরখবর Жыл бұрын
একুশে পদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড.মনোরঞ্জন ঘোষালকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সংবর্ধনা Alorkantho 24 news KZbin কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা'র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড.মনোরঞ্জন ঘোষাল একুশে পদকে ভূষিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয় এতে বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির পরিচালক সুসান আনোয়ার চৌধুরী, সভাপতি ইয়াছিন মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা সংস্কৃতজন দেওয়ান মাকসুদসহ প্রমুখ।
@anikdeb3508 Жыл бұрын
রঙ্গের মতো রঙ্গিন হোক সবার জীবন💙
@subratadey-eo4kf Жыл бұрын
হলি
@anikmallick-bm9zw Жыл бұрын
রঙে রাঙ্গিয়ে
@anikmallick-bm9zw Жыл бұрын
বিভিন্ন রঙে রাঙ্গিত
@khadizabegum8739 Жыл бұрын
মুগ্ধতা একরাশ
@MuntarinMuntaha2 жыл бұрын
খুব সুন্দর পরিবেশন ♥️ শুভ কামনা রইলো আরও এগিয়ে যাও