আমি যদি আরব হতাম, মদিনারই পথ এই পথে মোর চলে যেতেন এই পথে মোর চলে যেতেন নূরনবী হযরত আমি যদি আরব হতাম, মদিনারই পথ পয়জার তার লাগতো এসে আমার কঠিন বুকে আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহ-ই তূরে চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহ-ই তূরে দিবানিশি করতাম তার দিবানিশি করতাম তার কদম জিয়ারত আমি যদি আরব হতাম, মদিনারই পথ এই পথে মোর চলে যেতেন এই পথে মোর চলে যেতেন নূরনবী হযরত আমি যদি আরব হতাম, মদিনারই পথ মা ফাতেমা খেলতো এসে আমার ধূলি লয়ে আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে ফুলের রেণু হয়ে ফুলের রেণু হয়ে হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে চক্ষে আমার বইতো নদী চক্ষে আমার বইতো নদী পেয়ে সে নিয়ামত আমি যদি আরব হতাম, মদিনারই পথ এই পথে মোর চলে যেতেন এই পথে মোর চলে যেতেন নূরনবী হযরত আমি যদি আরব হতাম, মদিনারই পথ
@Phoneuser-n5z3 күн бұрын
Eakub Sirer konthe Nazruler gaan jeno amrito ❤❤
@monirvoice90436 күн бұрын
যতবার শুধু ততবারই গলাটা কেপে ওঠে, কান্না চেপে ধরে, কাজী নজরুল আপনি নবী প্রেমি ছিলেন ইনশাআল্লাহ
@Robiullslam-rp2fm7 күн бұрын
মালিক কবিকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।
@abdullahkamal38497 күн бұрын
নবী (সা) এর প্রতি কতটা ভালবাসা কতটা বিনয়ী হলে এমন ভাষা প্রয়োগ করা সম্ভব। বড় বড় বিদ্যানেরা আজ গবেষনা করে তৃতীয় শ্রেনী পাস করা নজরুলকে নিয়ে।
@dreamboyrayhan79297 күн бұрын
আমি আর আম্মু নজরুল সঙ্গীত শুনতাম, সন্ধ্যামালতী নামে অনুষ্ঠান হত, আজ আম্মু নেই,
@NoorMohammad-ew4hp8 күн бұрын
ভালো লাগলো।
@anjumanbithi6018 күн бұрын
আল্লাহ যেনো কবি কে জান্নাত নসিব করেন, আর যে গানটি গাইছেন শিল্পী কে আল্লাহ হেফাজত করেন ওনার কন্ঠে আরো সুন্দর সুন্দর গান শুনতে চাই, আমিন।
@AbdulKader-mb9dl9 күн бұрын
Massallah subhanallah alhamdulillah. Truth is beauty.
@MizanurRahaman-db3gv9 күн бұрын
Yea mawla Mohammad
@MizanurRahaman-db3gv9 күн бұрын
Joy baba kazi nazrul
@ytforro9 күн бұрын
Sirajer bhumikay Nirmal Kumar Chakraborty
@mdharunOrrashid-fg2ej9 күн бұрын
নজরুল সংগীত গাওয়া এতো সহজ নয়।
@AnwarHossainmasud11 күн бұрын
আমি যদি আরব হতাম মদিনারই পথ। এই পথে মোর চলে যেতেন নূর নবী হজরত। পয়জা তাঁর লাগত এসে আমার কঠিন বুকে আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহ-ই-তুরে দিবানিশি করতাম তার কদম জিয়ারত।। মা ফাতেমা খেলত এসে আমার ধূলি লয়ে আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে হাসান হোসেন হেসে হেসে নাচত আমার বক্ষে এসে। চক্ষে আমার বইত নদী পেয়ে সে নিয়ামত।।
@HasanZaman-f8p13 күн бұрын
মাশাল্লাহ উত্তরোত্তর সফলতা কামনা করি
@debadashsingha509714 күн бұрын
এই একটি গান দিনে অন্তত একবার হলেও আমি গুন গুন করে গাই আর চোখের জলে ভাসি।কিভাবে এমন অন্তরের কলমের মাথায় কাগজে একে সুরে তালে নর নারীর হ্রীদয় প্লাবিত করে।
@Alhaj_Gofran_Patwary15 күн бұрын
কি অসাধারণ মনোমুগ্ধকর লেখা। গজল নয় যেন আত্মার অস্তিত্বে বিশ্বাস করা ইবাদত। অথচ সেই অনদকার যুগে দুই পাতা আরবী পড়া কিছু মৌলভী, এই মহান স্বাধীনতা কামী, সাধক, সুফি দরবেশ, আধ্যাতিক বীর, নবী সঃ প্রেমে বিভোর , শতাংশ সত, উদাহরণ নজরুলকে * কাফের ঘোষণা দিয়েছে। ধিক্কার অথর্ব মানষিক বিকারগস্ত সেসব কুলাঙ্গার দের।
@saiffakir674715 күн бұрын
নজরুল গীতি তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন ঊষার কোলে রাঙা-রবি দোলে।। কূল মঞ্জুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ঐ কলেমা শাহাদাতেবাণী ঠোঁটে, কে এলা ঐ খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ঐ আকাশ-গ্রহ-তারা পড়ে লুটে, কে এলা ঐ পড়ে দরুদ ফেরেস্তা, বেহেস্তে সব দুয়ার খোলে।। মানুষে মানুষের অধিকার দিল যে-জন 'এক আল্লাহ্ছাড়া প্রভু নাই' কহিল যে-জন, মানুষের লাগি' চির-দীনেশ ধরিল যে-জন বাদশা ফকিরে এক শামিল করিল যে-জন এলো ধরায় ধরা দিতে সেই সে নবী ব্যথিত-মানবের ধ্যানের ছবি আজি মাতিল বিশ্ব-নিখিলমুক্তি-কলোরোলে।।
@minhajrasel10516 күн бұрын
অসাধারণ সুন্দর লেখনী কবি কাজী নজরুল ইসলাম এর এবং সাথে সাথে প্রিয় অসাধারণ সুন্দর গায়কী প্রিয় শিল্পীর কন্ঠে সব মিলিয়ে অসাধারণ 🙏
@AffectionateBubbles-uo5cv16 күн бұрын
0:17
@ghalibahmed637216 күн бұрын
❤ বাবা মাহ্তাব শাহ্ রঃ আল মাদাদ 🙏
@zislam700316 күн бұрын
অবাক হয়ে গেলাম !
@NazrulIslam-bo7vj17 күн бұрын
Excellent
@amirm.zakaria170418 күн бұрын
Wonderful voice.
@mdalamin730519 күн бұрын
ইয়া রাসুল আল্লাহ (সা:) আপনার কদম মোবারক কে আমার লাখো ভক্তি শ্রদ্ধা সালাম রইল 🙏🌹🙏
@mdalamin730519 күн бұрын
জয় গুরু, জয় সুফী কবি কাজী নজরুল ইসলাম সাহেব এর জয় 🙏🌹🙏