স্যার,ভালো আছেন? মিস্ত্রি ৩ তলার ফ্লোরে গ্রুফ কাটতে গিয়ে কন্সিল ভীমের উপরের ছাদের রড ৭-৮ টা কেটে ফেলেছে? কোনো সমস্যা হবে স্যার? জানাবেন স্যার।
@Ahmadconstruction35 минут бұрын
আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? সর্বপ্রথম ঐ মিস্ত্রিকে বাদ দিতে হবে যে গ্রুফ কাটতে গিয়ে বীমের রড কেটে ফেলে। ২য়ত, কন্সিল বীম একটা ভুল কনসেপ্ট। আর সমস্যার বিষয়টা সরেজমিনে না দেখে বলা যাচ্ছে না। তবে, সমস্যা হওয়ার সমূহ সম্ভাবনা আছে।
@Shahriaahmednew26 минут бұрын
@Ahmadconstruction স্যার,ভীমের রড কাটে নাই, ছাদের রড কেটেছে।জানাবেন স্যার
@IftekharMobssher2 күн бұрын
শিংকেজ পদার্থ কি জিনিস
@Ahmadconstruction2 күн бұрын
শব্দটা- Shrinkage. মানে- সংকোচন। In civil engineering, shrinkage is the decrease in the volume or dimensions of a material due to physical changes or loss of moisture.
@IftekharMobssherКүн бұрын
@Ahmadconstruction ধন্যবাদ স্যার
@mdimrankhan5852 күн бұрын
19ফিট দূরত্ব হলে কলাম সাইজ কত হবে 4তলা
@Ahmadconstruction2 күн бұрын
লোড এনালাইসিস করার সময় ডিজাইন যা ডিমান্ড করবে, তাই হবে। ধন্যবাদ
@mdrajibhasanraju21653 күн бұрын
দুইতলার জন্য বেজ ঢালাই কত ইঞ্চি দিবেন
@Ahmadconstruction3 күн бұрын
শুধু কততলা তার সাথে নয়, কলাম টু কলাম দূরত্বের উপরও ঢালাই থিকনেস নির্ভর করে।৷
@wbexcisedailyvlogs3 күн бұрын
আমার বাড়ির মিস্ত্রি তো প্রথমে ইটের সোলিং - তারপর পিসিসি - তারপর ইটের কভার ব্লক দিয়েছে....কি ক্ষতি হোতে পারে? জানাবেন.. আমার মিস্ত্রির বক্তব্য নিচে পিসিসি আছে ওপরে ঢালাই মধ্যখানে ওই টুকু ইট কিছু হবে না... এখন আমার তো খুব টেনশান হচ্ছে
@Ahmadconstruction3 күн бұрын
ইটের টুকরা দিয়ে ব্লক দেওয়া উচিত নয়। কারণ ইটের কম্প্রেসিভ স্ট্রেন্থ ঢালাইয়ের সমতুল্য নয় এবং ইট ঢালাই থেকে পানি শোষন করে থাকে। তাই, নিয়মানুযায়ী সিসি কাস্টিংয়ের ব্লক তৈরি করে কিউরিং করে ব্যবহার করা উচিত। ধন্যবাদ
@SikderMd-o3h4 күн бұрын
এক দু তিন তলা বিল্ডিংয়ের বেজের রডে মাটাম না দিলে নাকি সমস্যা নাই অনেকে বলে ভিডিওতে দেখি, চার পাঁচ তলা হলে মাটাম দিতে হবেই।
@Ahmadconstruction4 күн бұрын
এটা ভুল কথা। গা বাঁচানো কথা। কত তলা হবে তার সাথে বেইজের মাটামের কোন সম্পর্ক নাই।
@mdimrankhan5853 күн бұрын
@@Ahmadconstruction রাইট এইসব মিস্ত্রী বাহানা আবার কিছু ইঞ্জিনিয়ার ও বলে 2/3 তলা মাটাম লাগেনা
@Ahmadconstruction3 күн бұрын
যখন মিস্ত্রির সাথে ইঞ্জিনিয়ারের লিয়াজো থাকে তখন ইঞ্জিনিয়ার সচারাচর এসব কথা বলে। তাই, সঠিক কথা বলতে যেই ইঞ্জিনিয়ার কার্পণ্য করে না, তাকে দিয়েই ভিজিট করানো উচিত। ধন্যবাদ।।
@mdimrankhan5853 күн бұрын
@@Ahmadconstruction right
@mdimrankhan5855 күн бұрын
মানুষ যাবে কোথায় আপনি না করছেন আপনার জাতী ভাই বলবে দিতে
@Ahmadconstruction5 күн бұрын
আসলে বিষয় হলো, ইঞ্জিনিয়ারিং সময়ের ব্যবধানে আপডেট হয়। কিন্তু সব ইঞ্জিনিয়ার তো সময়ের সাথে নিজেকে আপডেট করে না।৷
@mdimrankhan5855 күн бұрын
@@Ahmadconstruction তা ঠিক
@rsmawal64656 күн бұрын
Excellent
@Ahmadconstruction6 күн бұрын
Thanks a lot.
@mdfarhad-o6o7 күн бұрын
1700’square foot cad dhalai dite koto mon rod cement lane Janet parben
@Ahmadconstruction7 күн бұрын
কার্নিসসহ ১৭০০ স্কয়ার ফিট নাকি কার্নিস বাদে?
@sadikhasan7079 күн бұрын
আসসালামু আলাইকুম, আমার বাড়ির ছাদ এ কিছু কলাম এর রড চোর কেটে নিয়ে গেছে।এখন দ্বিতীয় তলা করতে চাচ্ছি। এখন কিভাবে কলাম তুললে ভালো হবে ? ওয়েল্ডিং করা যাবে ?
@Ahmadconstruction9 күн бұрын
ওয়া আলাইকুমুস সালাম। সবচে ভালো হবে কাপলিং করলে। ওয়েল্ডিং এর চেয়ে কাপলিং ভালো।।
@sadikhasan7078 күн бұрын
@Ahmadconstruction আমাকে একজন বলল কলাম এর মধ্যে 1.5-2 ফুট ড্রিল করে কেমিক্যাল দিয়ে রড ঢুকিয়ে দিতে । একটু জানাবেন কোনটা ভালো হয় ।
@Ahmadconstruction7 күн бұрын
এটা পুরাপুরি ভুল। হয় কাপলিং নাহয় ওয়েল্ডিং।।
@sadikhasan7077 күн бұрын
@@Ahmadconstructionধন্যবাদ
@nurejannatinipa995111 күн бұрын
6 kolom a 2tala foundation diye khoroc koto porbe sad porjonto
@Ahmadconstruction9 күн бұрын
কত স্কয়ার জায়গা নিয়ে হবে?
@AkhiMoni-n5f11 күн бұрын
Amader cad 13 din pani jomiea raksi akn enjiniar ar dite nised kre karon amra cad dalai ar porer din gola marini tay cad ar nise pani pore akn ki krbo bujtesina pani debo ki na
@AkhiMoni-n5f11 күн бұрын
Plz ank tension a asi reply den plz
@Ahmadconstruction11 күн бұрын
ছাদ ভালোভাবে ঢালাই হয়নি। পাট্টা মারা সঠিক হয়নি এবং ভাইব্রেটর পর্যাপ্ত হয়নি বিধায় পানি পড়ছে।
@AkhiMoni-n5f11 күн бұрын
@Ahmadconstruction akn ki krbo jody bujiea blten plz
@AkhiMoni-n5f11 күн бұрын
@@Ahmadconstruction Chad ar porer din gola Marini akn ki krbo plz blen
@AkhiMoni-n5f11 күн бұрын
@@Ahmadconstruction Chad ar nise sobjaigai pani porena sudu 2 ta jaigai pani porto akno sataring kulini aj 17bdin hlo
@tamimasiddika464312 күн бұрын
সিড়ির ছাদ ঢালাইয়ে বিম না দিলে কী সমস্যা হবে?
@Ahmadconstruction12 күн бұрын
সিঁড়ির ছাদ বলতে কি আপনি ল্যান্ডিং (চকি) বোঝাচ্ছেন?
@tamimasiddika464312 күн бұрын
@Ahmadconstruction ঘর আর তুলব না। তাই ছাদ ঢালাই দিতে চাচ্ছিলাম তাই
@Ahmadconstruction11 күн бұрын
@@tamimasiddika4643 সিঁড়ির অংশে বীম না দিলে অসুবিধা নাই। কিন্তু আপনার প্রশ্নটা পরিষ্কারভাবে বুঝতে পারি নাই! দু:খিত।
@shafiqislamshuvo480312 күн бұрын
❤❤❤
@Ahmadconstruction12 күн бұрын
Thanks a lot. ❤️
@dipantiakhi799016 күн бұрын
স্যার, আমি একটা দোতলা ফাউন্ডেশনের বাড়ি করতে চাচ্ছি। মাটির লেভেল থেকে ফ্লোর আরও ৩ ফুট উঁচু হবে। এখন আমি গ্রেড বিমটা কোন লেভলে দিব? ফ্লোর লেভেলে না মাটির লেভলে??
@Ahmadconstruction15 күн бұрын
এটা চারপাশের পরিবেশের সাথে নির্ভর করে। এই ভিডিওটা দয়া করে ভালোভাবে দেখুন। ধন্যবাদ
@dipantiakhi799016 күн бұрын
আপনার বিডিও দেখে ভালো লাগলো
@Ahmadconstruction15 күн бұрын
অনেক ধন্যবাদ। সাথেই থাকুন।।
@AfsanaIslam-l1l16 күн бұрын
ভাই এই লেপিং নিয়ে আমি বিপাকে আছি আমি এখন শট কলম পর্যন্ত করব এখন কি বেইজ থেকে কলমের রড ১০ ফিট দিলে হবে পরে লেপিং করতে পারব
@Ahmadconstruction15 күн бұрын
ল্যাপিং হবে কলামের মাঝের অবস্থায়। এবং ৫০% রডের ল্যাপিং হবে একজায়গায়।
@fruitsshorts711617 күн бұрын
sir,১ তলার ছাদ মানে ২ তলার ফ্লোরে কাজ করার সময় দীর্ঘ প্রায় ১ বছর কাজ বন্ধ ছিল। তবে ফ্লোরে পানি জমে ছিল। ছাদ থেকে পানি চুইয়ে মাঝে মাঝে নিচ তলায় পড়েছে। এখন কোনো সমস্যা হতে পারে?ছাদ কি ডেমেজ হয়েছে?রড এ কি মরিচা পড়েছে?আমি আপনার ভিডিও দেখি। উত্তর টা জানাবেন, আসসালামু আলাইকুম।
@Ahmadconstruction16 күн бұрын
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী। ছাদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুতই ২য় তলার ছাদ করে ফেলুন। উপরের ছাদে এই বিষয়ে সচেতন থাকবেন। ধন্যবাদ
@fruitsshorts711616 күн бұрын
@Ahmadconstruction স্যার,রড কি ঢালাই ছেড়ে দিতে পারে ? ঢালাই কি খসে পড়তে পারে?
@Ahmadconstruction16 күн бұрын
দূর ভবিষ্যৎ এমন হতেও পারে আবার নাও হতে পারে! দুশ্চিন্তা না করাই ভালো।
@TaneeaTanjila-ln8ie18 күн бұрын
আমার একটি জরুরি বিষয় জানার আছে,,,তাহলো আাড়াই ইঞ্চি ফ্লোর ঢালাই এর পরে কতদিন এই পানি ফ্লোরে দিয়ে রাখতে হবে একটু বলবেন প্লিজ।
@Ahmadconstruction18 күн бұрын
মিনিমাম ১৫ দিন। সর্বোচ্চ ২৫-২৮ দিন৷ ধন্যবাদ
@BDJOBDHAKA-xs1xd18 күн бұрын
আগের সিঁড়ি ভেঙ্গে নতুন সিঁড়ি বানাবো কিন্তু কিভাবে কি করতে হবে
@Ahmadconstruction18 күн бұрын
কাজটা কঠিন। একজন দক্ষ মিস্ত্রির সাথে আলাপ করুন। বিষয়টা সরেজমিনে দেখে আলোচনার করতে হবে। ধন্যবাদ
@TumiAmi-jx6ej21 күн бұрын
মিস্তিরিরা কখনো ভুল করে না।ভুল করে বাড়িওউলা ১০ টাকা বেশি চাইলে করাবেনা শুধু কম খুজে তাই এমন হয়েছে।
@Ahmadconstruction19 күн бұрын
এটাও ঠিক বলেছেন। অতিরিক্ত কম খোঁজার মানসিকতাও বিল্ডিং নষ্ট করে।
@SajibAhamed-t3i22 күн бұрын
রড দিয়ে ঢালাই করার পরে কি টাইলস লাগানো যাবে? আবার ইট দিয়ে ঢালাই করার পরেও কি টাইলস লাগানো যাবে? আর ভবিষ্যতে টাইলস দিতে চাইলে এখন কত ইঞ্চি ঢালাই দিতে হবে জানাবেন প্লিজ।
@Ahmadconstruction22 күн бұрын
টাইলস দুইভাবেই লাগানো যাবে। তবে, রড ছাড়া ফ্লোর ঢালাই করলে অনেক সময় ফ্লোর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ
@DDDLLL224 күн бұрын
ভাই, ভিম এর বক্স এর সাইজ কত। আর বিম এর রিং এর সাইজ কত
@Ahmadconstruction22 күн бұрын
বীমের সাইজ এবং টাইবার (রিং)এর সাইজ নির্ভর করে বিল্ডিং কততলা ফাউন্ডেশন দিয়ে হবে এবং কলাম টু কলাম দূরত্ব কত ইত্যাদি। ধন্যবাদ
@arifulislam-pq7he24 күн бұрын
অনেক অনেক ধন্যবাদ
@Ahmadconstruction24 күн бұрын
আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন।
@sumonahmed-kf4rt25 күн бұрын
মনে হয় কাজ করতাছো। তারাতাড়ি করে শেষে কি বলছো
@Ahmadconstruction25 күн бұрын
আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন।
@AminulIslam-xm5sx28 күн бұрын
পুরোনো বাড়ি করা আছে এখন তার সাথে আরো ২ টা রুম যোগ করা হবে ২ তলা '' আগের পুরুনো বাড়িটা এক তলা দেওয়া ছিলো ১২ মিলি রট দিয়ে করা ছিলো এখন কি আপনার সাইট বিজিড করে বলতে হবে নাকি আর নতুন করে তার সাথে ২ রুম কি ২ তলা করার কোন সিস্টেম আছে
@Ahmadconstruction28 күн бұрын
আপনার লোকেশন কোথায়?
@AminulIslam-xm5sx28 күн бұрын
@Ahmadconstruction ময়মনসিংহ
@Ahmadconstruction28 күн бұрын
এই বিষয়টা সাইট ভিজিট করে পুরো পরিস্থিতি বিবেচনা করে মতামত দিতে হবে। উত্তর- পজেটিভ বা নেগেটিভ হতে পারে। সেক্ষেত্রে আপনি স্থানীয় বিএসসি ইঞ্জিনিয়ার দেখাতে পারেন। আমরা গেলে খরচ কিছুটা বেশি হবে যেহেতু দূরত্ব বেশি। ধন্যবাদ
@SikderMd-o3h29 күн бұрын
স্যার বেচ থেকে সর্বোচ্চ কত ফিট উপরে গ্রেট বিম দেওয়া যায়, ৪ ফিট মাটির নিচে কলম মাটির উপর ২ ফিট গাঁথুনি দিয়ে গ্রেট বিম করা যাবে কি মানে ৬ ফিট উপরে, আশা করি রিপ্লে দিবেন ধন্যবাদ স্যার।
@Ahmadconstruction29 күн бұрын
করা যাবে। তবে, এগুলো বিষয় কলাম সাইজ, বীম সাইজ, কলাম টু কলাম দূরত্ব ইত্যাদির উপর নির্ভর করে। ধন্যবাদ
@SikderMd-o3hАй бұрын
সিঁড়িতে কতটুকু জায়গা লাগে একটা কলমের ভিতর থেকে আরেকটা কলমের ভিতর কতটুকু লম্বা লাগবে ও পাশে কতটুকু লাগবে।
@AhmadconstructionАй бұрын
মিনিমাম ৬ ফিট / ১৬ ফিট হলে ভালো।
@mahaburrahmanshohagАй бұрын
আপনার সাথে কথা বলা যাবে?
@AhmadconstructionАй бұрын
জ্বী। যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে: 01762 767696
@engr.ab.hannan5804Ай бұрын
❤
@AhmadconstructionАй бұрын
Thanks
@SikderMd-o3hАй бұрын
স্যার আমার একটা কথা জানার ছিল ভিমের জোড়া কলমের মাঝখানে দিলে কেমন হবে আশা করি রিপ্লে দিবেন, ধন্যবাদ।
@AhmadconstructionАй бұрын
ভুল হবে। কলামের ভেতরে কখনোই বীমের রডের জোড়া হতে পারে না৷ বীমের ল্যাপিং কোথায় হবে, তা নিয়ে চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন। ধন্যবাদ
@AzaharUddin-d5iАй бұрын
Naice...m
@AhmadconstructionАй бұрын
Thanks
@AzaharUddin-d5iАй бұрын
Welcome...
@AzaharUddin-d5iАй бұрын
Welcome...
@AzaharUddin-d5iАй бұрын
Apnake osongko donnobad....solisonta dear jonno...akon amra next folore kibabe gret vim ta dewa jai....
@AzaharUddin-d5iАй бұрын
Vaia whatsapp er modde voice patano hoice... Poromossa ta dile upokito hobo...
@AzaharUddin-d5iАй бұрын
Naice.....
@AhmadconstructionАй бұрын
Thanks
@AzaharUddin-d5iАй бұрын
Naice.....
@MdMamun-vb7kiАй бұрын
সিমেন্টের গোলা দিয়ে সুন্দর করে মিশিয়ে দিলেই ভালো হবে
@AhmadconstructionАй бұрын
সিমেন্টের গোলা বেশি দিলে shrinkage হয় এবং চুল ফাটা আসে।
@ShahriaahmednewАй бұрын
স্যার,ছাদে পানি জমে ছিলো প্রায় 2-3 মাস। কোনো সমস্যা হবে?❤
@AhmadconstructionАй бұрын
এই ২-৩ মাসের মধ্যে কোন সমস্যা কি হয়েছে?
@ShahriaahmednewАй бұрын
@Ahmadconstruction আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নি। স্যার। ভেতরের রড এ মরিচা ধরতে পারে?অন্য কোনো সমস্যা হতে পারে?স্যার
@AhmadconstructionАй бұрын
@KamalAhmed-mc5fd তাহলে চিন্তার কারণ নাই। তবে, কিউরিং পিরিয়ডের পর পানি জমে থাকা উচিত নয়। আর যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন।
@habibmiah4976Ай бұрын
❤❤ঠিক আছে
@AhmadconstructionАй бұрын
ঠিক নাই ভাই, অনেক ভুল আছে। 🤚
@SharminsultanarivanaАй бұрын
ভাইয়া ঘরের মেঝে ঢালাই কি এভাবে করা যাবে?
@AhmadconstructionАй бұрын
করা যাবে কিন্তু মেঝে ঢালাইয়ের জন্য আলাদা ভিডিও দিবো ইন-শা-আল্লাহ।
@mizanurrahmanbachchu5029Ай бұрын
এই বাড়ীর ডিজাইন যিনি করেছেন, ওনার কোন রুচি আছে?
@AhmadconstructionАй бұрын
বাংলাদেশের জাতীয় ডিজাইন। গ্রামের ৯০% বিল্ডিং এই ডিজাইন। এখান থেকে বেরিয়ে আসা উচিত কিন্তু পাবলিককে বের করা কঠিন। নিজের পছন্দ নাই, পরিবেশীকে ফলো করে।
আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন।।
@TasrifaAktrАй бұрын
ছাঁদ বাড়তি হয়েছে তো কি হয়েছে? বেলকনি যদি চার ফুট হয় তাহলে ছাদেও বেলকনির বরাবর গ্রিল দিবে ছাদের বাকি অংশ ছানছাট হিসেবে থাকবে
@AhmadconstructionАй бұрын
দেখতে কেমন লাগবে, সেটা ভেবে দেখেছেন? আর বাড়তি ছাদের মালামাল খরচ কে বহন করবে?
@66mamunАй бұрын
কিকার দেওয়া ক্ষতিকর। কলামে জয়েন্ট বৃদ্ধি পায় যা অত্যন্ত ক্ষতি কারক।
@AhmadconstructionАй бұрын
জ্বী। কিকার না দেওয়ায় ভালো। তবে, কলামের সেন্টার ঠিক করতে অসুবিধা হয় বিধায় কিকারের উদ্ভব। তাই, কিকার এভয়েড করতে পারলে ভালো। ধন্যবাদ
@masudromain3392Ай бұрын
18 lac?
@AhmadconstructionАй бұрын
Near about.
@masudromain3392Ай бұрын
@ more or less?
@AhmadconstructionАй бұрын
Less
@emtiajahmed3731Ай бұрын
আসসালামু আলাইকুম ভাই, ব্রিকস এর ক্ষেত্রে কত অনুপাত দিবো? আমি তো কোনো ইঞ্জিনিয়ার দ্বারা প্ল্যান করিনি তা জিজ্ঞেস করছি।
@AhmadconstructionАй бұрын
ওয়া আলাইকুমুস সালাম। ব্রিকস ওয়ালের কথা বলছেন? মানে ইটের গাঁথুনি করতে বালি: সিমেন্টের অনুপাত?
@emtiajahmed3731Ай бұрын
@Ahmadconstruction না ভাই। ছাদের অনুপাত। ভাই আমার সলিন ২০ ইঞ্চি। কোনো ঢালাই দেইনি। তারপর ২টা ১৫ ইঞ্চি গাথুনি,তারপর ধারি লেবেল ১০ ইঞ্চি গাথুনি দিয়ে ১০/১৫ ইঞ্চি পিলার সব। রুমের সাইজ ১০/১৩ তিনটা রুম। দুই রুমের মাঝে বাথরুম ৫/১০, পিলার সে হিসেবে ১৩ফিট পর পড়েছে। তারপর ৫ফিট পর আবার ১টা তারপর ১৩ফিট পর। এভাবেই সব পিলার। এটা ২৪ফিট বাই ৩২ ফিটের বাড়ি। মোট পিলার ১৭টা। এটাতে কি নিশ্চিন্তে ছাদ দিয়ে ওপরে গেথে টিনসেড ব্যাবহারযোগ্য????
@AhmadconstructionАй бұрын
@emtiajahmed3731 এগুলো অন-সাইটে দেখে সিদ্ধান্ত দিতে হয়। আপনি একজন স্থানীয় ইঞ্জিনিয়ারের পরামর্শ গ্রহন করুন। ধন্যবাদ
@mdbelal1602Ай бұрын
গ্রামের বাড়িতে ফ্লোর করার আগে, বালুর মধ্যে পানি দিয়ে এই ভাইব্রেটর মেশিন ব্যবহার করা যাবে কিনা। যেন বালুটা ভালোভাবে বসে।
@AhmadconstructionАй бұрын
না। খুব একটা কাজে আসবে না। সেক্ষেত্রে ভালোভাবে পানি খাওয়াতে হবে, রড দিয়ে বালি খুঁচিয়ে দিতে হবে, দুর্মুজ করতে হবে। ধন্যবাদ
@MothinAhmed-m8mАй бұрын
কংসিলে ভিমে রড বেশি লাগে তাইতো ওখানে ঢালাই মসলা কম হয়ে যায় কংকিট কম ডুকে আর মাজখানে রড কম মসলা বেশি তাতে লোড বেশি হয় ঢালাই খুব শক্ত হয় লোড ও বেশি হয়,লোড বেশি হওয়ার কারনে মাজখানের পেশারে সাইট পাটল ধরে প্লাস্টিক হলে মাজখান নিচে যেতো এটাতো প্লাস্টিক রাবার নয়। ঢালাই লোহার মতো শক্ত হয় ,, যেখানে রড বেশি সেখানে কংকিট পাথর কম হয়ে থাকে বালু বেশি হয় তাই পাটলের মূল রহস্য।