মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে নাশিদ আর সুর গলার দুটো মিলে অসাধারণ হয়েছে আমার নবী কে নিয়ে এই গজলটা শুনলে হৃদয় ঠান্ডা হয়ে যায় নবীর কথা নিয়ে গাওয়া নাশিদ যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে চোখের পানি ধরে রাখতে পারলাম না ❤❤❤
মূল গানের লিংক : kzbin.info/www/bejne/b4WyXoFjmdeSeas
@abulkasem-sn8sz10 ай бұрын
❤❤
@abulkasem-sn8sz10 ай бұрын
❤❤
@waliulhaq246910 ай бұрын
কারা খলিফা/ উলিল আমর /ইমাম সে সম্পর্কে জানুনঃ সুরা নিসা,আয়াত#৫৯ “হে বিশ্বাসীগন!আনুগত্য কর আল্লাহর,রাসুলের ও তোমাদের মধ্যে থেকে যারা উলিল আমরের(আইন প্রয়োগে ক্ষমতাপ্রাপ্ত) তাঁদের আনুগত্য কর”(সুরা নিসা-৫৯)। এই আয়াতের সমর্থনে আমরা রাসুলের(সাঃ) একটি হাদিস পাইঃ‘ইকমালুদ্দিন’ গ্রন্থে একটি হাদিস জাবির আলফির সুত্রে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্নিত হয়েছে যেঃ তিনি বললেন,”আমি বললামঃ হে রাসুলাল্লাহ(সাঃ),আমরা আল্লাহকে জেনেছি এবং তার রাসুলকে জেনেছি,তাহলে ‘উলুল আমর’(কর্তৃত্বের দায়িত্বপ্রাপ্তরা ) কারা-যাদের আনুগত্য করাকে আপনার আনুগত্যের মতই ফরজ বলে আল্লাহ উল্লেখ করেছেন?তখন রাসুলুল্লাহ(সাঃ) বললেনঃ‘হে জাবির,তারা আমার পরে আমার প্রতিনিধিগন এবং মুসলমানদের ইমামগন;এদের মধ্যে ১ম জন হলো আলী ইবনে আবি তালিব,এরপর(ইমাম) হাসান এবং (ইমাম) হুসাইন;এরপর আলী ইবনে হুসাইন;তারপর মুহাম্মাদ ইবনে আলী- তাওরাত গ্রন্থে সে আল-বাক্কির নামে পরিচিত এবং তাকে তুমি দেখবে।যখন তোমার সাথে তার দেখা হবে,তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবে। এরপর আস-সাদিক্ক-জাফর ইবনে মুহাম্মাদ, এরপর মুসা ইবনে জাফর,এরপর আলী ইবনে মুসা,এরপর মুহাম্মাদ ইবনে আলী,এরপর আলী ইবনে মুহাম্মাদ,এরপর হাসান ইবনে আলী এবং তারপর আল-ক্কায়েম-যার নাম ও উপনাম আমারই নাম ।সে পৃথিবীতে আল্লাহর প্রমান(দলীল) এবং তাঁর দাসদের মধ্যে যে বাকী আছে।সে(ইমাম) হাসান ইবনে আলী(আল-আসকারী)-এর সন্তান।এ হলো সেই ব্যক্তি যার হাতে সুমহান ও চিরস্মরনীয় আল্লাহ পৃথিবীর পুর্ব ও পশ্চিমগুলোর বিজয় আনবেন এবং এ হল সেই ব্যক্তি যে তাঁর অনুসারী(শিয়া) ও যারা তাকে ভালবাসে তাঁদের নিকট থেকে অদৃশ্যে থাকবে।এ সময় তাঁর ইমামতের(কর্তৃত্বের) বিষয়টি কারো কথা দিয়ে প্রমানিত হবে না,যতক্ষন না আল্লাহ তার ঈমানকে যাচাই করে নিয়েছেন।‘ জাবির বলেনঃ আমি জিজ্ঞেস করলামঃ ‘হে রাসুলাল্লাহ(সাঃ),তার অদৃশ্যকালে কি তার অনুসারিরা তার থেকে উপকৃত হতে পারবে?’তিনি(সাঃ) বললেনঃ ‘হ্যা,যিনি আমাকে নবী করে পাঠিয়েছেন তার শপথ,তারা তার নুর থেকে আলোকিত হবে এবং নিশ্চয়ই তাঁর অদৃশ্যকালে তারা তাঁর নূর থেকে তারা উপকৃত হবে,ঠিক যেভাবে সুর্য মেঘে ঢাকা থাকলেও মানুষ তার কিরন থেকে উপকৃত হয়........’।“(ইকলামুদ্দিন, খন্ড-১, পাতা-২৫৩ এবং প্রায় একই অর্থে ইয়ানাবিউল মাওয়াদ্দাহ,পাতা-১১৭)।
@jorundentalcare10 ай бұрын
masaallah apu gojol ta onek valo lagse amar🥰🥰🥰
@AlomgirHosen-hc1yp10 ай бұрын
❤❤❤
@mdmobasherislam-bk9nd11 ай бұрын
মাশা আল্লাহ
@ArshadDriver-ty8tk Жыл бұрын
মাশাআল্লাহ বোন আরো এগিয়ে যাও আমার নাম সুমাইয়া
@ArshadDriver-ty8tk Жыл бұрын
মাশাআল্লাহ চমৎকার একটি গজল
@ArshadDriver-ty8tk Жыл бұрын
মাশাআল্লাহ এতো সুন্দর করে গজল
@ArshadDriver-ty8tk Жыл бұрын
মাশাআল্লাহ এতো সুন্দর গজল আমি সব সময় সুমাইয়া তানজিমের গজল শুনি আমার নাম সুমাইয়া বোন আরো এগিয়ে যাও