Пікірлер
@AfjalHossen-b2u
@AfjalHossen-b2u 5 сағат бұрын
মাশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান
@AsadKhan-v2y
@AsadKhan-v2y 7 күн бұрын
Mashaallah
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 8 күн бұрын
আলাপ গুলা এত দিন পরে কেন? একদম বিরক্ত লাগছে এইভাবে ছন্ন-ছাড়া ভাবে আপলোড দেয়ার ব্যাপার গুলা।
@AlimSurder
@AlimSurder 8 күн бұрын
present selam Alhamdulillah
@ImranAhmed-jp9wb
@ImranAhmed-jp9wb 8 күн бұрын
সাউন্ড কোয়ালিটি এ রকম কেন?এত গুরুত্বপূর্ণ আলোচনা
@suvajitroy1816
@suvajitroy1816 9 күн бұрын
How come a person speaking Bengali which is reformed version of SANSKRIT .......and spreading Arabic Shit.....Ultimate Hippocrates,,,,,
@asadujjamanakul
@asadujjamanakul 10 күн бұрын
u guys should consider audio quality very carefully.
@Freedom.Fighter-1971
@Freedom.Fighter-1971 11 күн бұрын
আসসালামু আলাইকুম। ভিডিওটির হেডিং এ লিখা ও বক্তব্যে বলা বিষয়টি নিয়ে আদনান সাহেবের মতের বিপরীত অবস্থানের ব্যাখ্যা। বাঙালী নয় বরং বাংলার কিছু মুসলমান সংখ্যাগরিষ্ট আপামর মুসলমানের মন বুঝতে ব্যর্থ হয়েছে। কিংবা, আরো সুনির্দিষ্টভাবে যদি বলি, বাঙালী কিছু মুসলমান বাস্তবতা নিরিখে বিচার বিচক্ষনতা, পারিপার্শ্বিকতা, অধিকাংশের মতামত, পূর্বে নেয়া সিদ্ধান্তের যৌক্তিকতাকে আমলে নেয়া, নিত্য নৈমিত্তিক নৈতিক রীতিগুলোকে বিবেচনায় ইসলামে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতাকে পুরোপুরি অস্বীকার করে যাচ্ছেন। মানব সভ্যতার শুরু থেকেই ধর্ম এবং পারিপার্শ্বিক পরিস্থিতি হাত ধরে হেটেছে এবং মহান আল্লাহর সেই একই ধর্ম তার ইচ্ছাতেই ক্রমান্বয়ে নিজেকে যুগোপযোগী করে খাপ খাইয়ে নিয়েছে। ধর্মের চেয়েও সংস্কৃতির শিকড় এতোটাই গভীরে থাকে যে, সময়ে সময়ে ধর্ম নিজেই মানুষের সুবিধার জন্যে কিছু কিছু সংস্কৃতিকে অনুশাসন ও রীতিনীতে ধারণ করেছে। যেমন- হজ্ব পালন, আশুরার রোজা ইত্যাদি। সর্বোপরি, ধর্মকে সকলের জন্যে সহজবোধ্য করার লক্ষ্যে এই কৌশল কিন্তু মোটেও অযৌক্তিক নয়। আরবের ইসলাম যেমন আরবদের তৎকালীন সংস্কৃতি, স্বভাব, জীবনাচারণ, পেশাগত জীবন, বেদুঈন, কুরাইশ বংশ, মদীনাবাসী, মক্কাবাসী, নেতৃত্ব, গোত্র প্রধান, খলীফা নির্বাচনের মতো পারিপার্শ্বিকতায় পরিবর্তিত ও আবর্তিত হয়েছে; তেমনি বাংলার ইসলামও বাঙ্গালী স্বকীয়তা ও সংস্কৃতির সাথে পারস্পরিক সমঝোতার মাধ্যমে চললেই কেবল বাংলাদেশে সকলের ইসলাম একইরকম হওয়া সম্ভব। নচেৎ, বর্তমানের মতো ১৪ ভাগে বিভক্ত ও পারস্পরিক হানাহানি ইসলামকে তার নির্ধারিত রাস্তায় চলার পথকে কন্টাকীর্নই করবে কেবল। অব্যাহত থাকবে সালাফী, শিয়া, সুন্নী, আহলে হাদীস, আহলে কোরাআন, সাদ পন্থী, জুবায়ের পন্থী, হেফাজত, চরমোনাই, সুফীবাদ, মৌলবাদ, জিহাদ, মাজারপন্থী, তরীকাপন্থী, মওদুদী বাদের মতো হাজারো ফিরিকার কবলে হানাহানি অব্যাহত থাকবে। এজন্যেই ধর্ম এবং সংস্কৃতিকে পারস্পরিক বোঝাপড়ায় সাংঘর্ষিক নয় এমন বিষয়ে আপোষের সুযোগ রাখা হয়েছে। ধন্যবাদ।
@pibangla100
@pibangla100 14 күн бұрын
এতো এড দিলে কিভাবে লেকচার শুনবো?
@Keramoti-w4q
@Keramoti-w4q 14 күн бұрын
একটি দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে প্রধানত কিছু মৌলিক পদক্ষেপ নিতে হবে, যা ইসলামী নীতিমালা ও আইন অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য সহায়ক হবে। এসব পদক্ষেপের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে: ইসলামী আইন (শরিয়া) প্রতিষ্ঠা: দেশের আইন ব্যবস্থা শরিয়াহ ভিত্তিক হতে হবে, যা ইসলামের মৌলিক বিধান যেমন ন্যায়, সমতা, সহিষ্ণুতা, এবং মানবাধিকারকে সম্মান করে। ইসলামী বিচার ব্যবস্থার উন্নয়ন ও বাস্তবায়ন করা, যাতে ইসলামী মূল্যবোধ এবং আদর্শ প্রতিফলিত হয়। রাজনৈতিক কাঠামো নির্ধারণ: ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করতে হবে, যা সাধারণত খিলাফত বা ইমারত পদ্ধতির উপর ভিত্তি করে হতে পারে। এ ব্যবস্থায় ইসলামিক শাসক বা খলিফা নির্বাচন এবং শাসন পরিচালনা করার জন্য সুনির্দিষ্ট বিধান থাকতে হবে। ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির প্রচলন: ইসলামী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা সমাজের সবাইকে ইসলামী নীতি, আচার, এবং আদর্শ শিখাতে সাহায্য করবে। মুসলিমদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রচলন করা, যেন মানুষ ধর্মের মূল বিষয়গুলো মেনে চলতে উদ্বুদ্ধ হয়। অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী নীতিতে: ইসলামী অর্থনীতি ব্যবস্থার বাস্তবায়ন, যেমন রিবাহ (সুদ) নিষিদ্ধকরণ, যাকাত ও খুদ্দা (দান) এর মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা। ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে ইসলামী নীতি অনুসরণ করা, যাতে সামাজিক সমতা ও দারিদ্র্য হ্রাস পায়। আইন ও মানবাধিকার: ইসলামী শাসন ব্যবস্থা মানবাধিকার ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে হবে, যেমন নারীর অধিকার, শিশুদের সুরক্ষা, এবং সমাজে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ। ইসলামের নৈতিক ও আইনগত ধারণাগুলি সমাজে বাস্তবায়িত করতে হবে। সম্প্রদায়ের ঐক্য ও সহমর্মিতা: মুসলিম এবং non-Muslim সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা এবং সমন্বয় প্রতিষ্ঠা করা, যাতে ইসলামী শাসন ব্যবস্থা মানবতার প্রতি শ্রদ্ধাশীল হয়। শাসক এবং জনগণের মধ্যে বিশ্বাস ও সম্মান স্থাপন করা। এই পদক্ষেপগুলি গ্রহণ করার মাধ্যমে একটি দেশে ইসলামী শাসন ব্যবস্থা কার্যকরভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে। তবে, বাস্তবে এটি অনেকগুলি রাজনৈতিক, সামাজিক, এবং সাংস্কৃতিক বিষয়ে গভীর চিন্তা ও পরিকল্পনা প্রয়োজন।
@RiponSarker-k1w
@RiponSarker-k1w 15 күн бұрын
Back Ground kara jno kotha Bolche
@hafizabdullahalmamun7283
@hafizabdullahalmamun7283 17 күн бұрын
🧡
@syxten-cz3qe
@syxten-cz3qe 19 күн бұрын
মাশ আল্লাহ
@mohammeddalim4665
@mohammeddalim4665 20 күн бұрын
Alhamdulillah sir
@sabitAlansari
@sabitAlansari 20 күн бұрын
মাশাল্লাহ ❤❤❤❤
@sabitAlansari
@sabitAlansari 20 күн бұрын
❤❤❤
@rafsanjani5127
@rafsanjani5127 20 күн бұрын
❤🎉
@Tbhuqa
@Tbhuqa 21 күн бұрын
জিম তানভির ভাইয়ের লেকচারটা দেন
@samsulhaque1976
@samsulhaque1976 21 күн бұрын
এলেম আর জিকির ব্যপকভাবে বৃদ্ধি করতে হবে। আলেম আর মাশায়েক এক প্লেটে ভাত খেতে হবে।
@KhajaBaba-qc1gb
@KhajaBaba-qc1gb 21 күн бұрын
প্রিয় আলেম
@MHNoor_Official
@MHNoor_Official 21 күн бұрын
আহ কি সুন্দর আলোচনা মাশা আল্লাহ উস্তায তারেকুজ্জামান হাফিঃ
@emdadulhaque3150
@emdadulhaque3150 22 күн бұрын
মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার লাগছিল
@voiceofalfa
@voiceofalfa 22 күн бұрын
আমি কিভাবে আপনাদের সোহবত যাব।
@FahadRafi-lm1oo
@FahadRafi-lm1oo 12 күн бұрын
ভাই আপনি কুন জায়গা thika বলসেন??
@voiceofalfa
@voiceofalfa 12 күн бұрын
আমাকে বলছেন?​@@FahadRafi-lm1oo
@voiceofalfa
@voiceofalfa 12 күн бұрын
আমি ঢাকা থেকে
@FaisalMahmud-wh5hu
@FaisalMahmud-wh5hu 22 күн бұрын
ভলিউম খুবি কম
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 22 күн бұрын
আচ্ছা,ইসলামিক ইমারত আফগানিস্তান বাদে তো আর কোথাও নববী মানহাযে ইসলাম বিজয়ী দেখছি না। আর,আফগানিস্তানের কথা তো ছোট থেকে বুড়া সবাই-ই জানি। তবে,উনি কোন যায়গার কথা বললো যেখানে ইসলাম বিজয়ী কিন্তু,আমাদের দেখার ভূল আমরা দেখছি না?????
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 22 күн бұрын
তারেকুজ্জামান,লোকটার আলাপ এই নিয়ে ২টা শুনা হলো। উনি তো চমৎকার খোলামেলা আলাপ করবন। শুনে মনে হচ্ছে তরুন। উনার সোহবতে যাবার কোনো ওয়ে আছে কী?
@md.saidulislam8927
@md.saidulislam8927 21 күн бұрын
একজন আলেমকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে আগে শিখুন
@usayeedammar8582
@usayeedammar8582 21 күн бұрын
উনি দেখতে উসামা বিন লাদেন রাঃ এর মত। আমি দেখেছি উনাকে।
@KhandokarMaruf
@KhandokarMaruf 20 күн бұрын
​@@usayeedammar8582 🙂 উনি সাহাবা নন, তাই (র:) হবেনা। (রাহী:) হবে
@user.Manik.
@user.Manik. 18 күн бұрын
আপনার সাথে দেখা করার জন্য তিনি বসে নেই, আপনার ভাষা ঠিক করুন। আলেমকে নাম ধরে বলছেন এই লোকটা 😑 আফসোস
@KhandokarMaruf
@KhandokarMaruf 16 күн бұрын
@@user.Manik. ভাই, আপনি বিষয়টা সুন্দর ভাবে বোঝাতে পারতেন কিন্তু আপনার কথা বলার ধরনটা আরেকটু সুন্দর করা উচিত।
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 22 күн бұрын
ইরফান সাদিক ভাই-র আলাপ-টা আপলোড করুন,দ্রুত।
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 22 күн бұрын
এতো দেরী করার কোনো হেতু দেখছি না। সেই কবে সেমিনার শেষ,আর আজকে এসে উনার আলোচনা আপলোড। আপনাদের ভিতরেই তো সিনসিয়ারিটি নেই,আর আপনারাই শার'ঈয়াহ বাস্তবায়নের আশা দেখাচ্ছেন 😅
@iftekarhossen7513
@iftekarhossen7513 22 күн бұрын
এতু তাড়াতাড়ি শারঈ কায়েম করে ফেলছেন?
@md.saidulislam8927
@md.saidulislam8927 21 күн бұрын
শায়েখ কি দেশে আসছে??
@CheerfulBanyanTree-nv1pe
@CheerfulBanyanTree-nv1pe 22 күн бұрын
ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠার সঠিক পদ্ধতি কি সে সম্পর্কে নিয়মিত আলোচনা ধারাবাহিক ভাবে চালিয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ
@tangelchowdhury5224
@tangelchowdhury5224 22 күн бұрын
Late upload with Sound problem 😔
@MrKober-rx7wb
@MrKober-rx7wb 22 күн бұрын
Eto deri hoy upload korte 🥲
@mo8qx
@mo8qx 22 күн бұрын
✍️আজ দেখি কুফরী মতবাদ লালনকারীরা। মুসলিম উম্মাহর সমাজ ব্যবস্থাকে একটি গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে । আবার অনেক ইসলামপন্থীরা তাদেরকে সমর্থন করতেছে, আমি মনে করি একটি জুটিতে সব টিম রাখা ভালো নয়। তবে, ইসলাম সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে রুহানি ডাক্তার হিসাবে তাদের মতামত নিবেন, ছাত্র হিসাবে নয়। ইসলাম হলো পূর্ণাঙ্গ ব্যবস্থা যেভাবে মুসলিম সমাজে বিয়া-শাদি,নামাজ,রোযা,দোয়া, হজ্জ, কাঁপন-দাফন, আলোচনা হয়। কিন্তু মুসলিম সমাজের বড় একটি অংশ, দ্বিমুখী হেজিমনি আধিপত্যবাদী মতবাদের আগ্রাসন ও সহিংসতার রাজনীতি থেকে মুসলিম উম্মাহর মাঝে সচেতনতা ও আত্মরক্ষার অধিকার তৈরি করা, ইসলামী খিলাফত প্রতিষ্ঠা,গবেষণা কেন্দ্র ও যুগোপযোগী গবেষক তৈরি করা,জাকাত,কর্জয়ে হাসানাহ্,বেকারত্ব দূর করা,দাওয়াহ্ ব্যবস্থা, ইসলামী মানবাধিকার সংস্থা,শক্তিশালী আদর্শ বাহীনি গঠন, মুসলিম উম্মাহর মুদ্রা শক্তি তৈরি করা,আন্তর্জাতিক মিডিয়া, প্রকৃত ধার্মিক ব্যক্তি তৈরিতে হেজিমনি মতাদর্শী দ্বন্দ্ব নিরাসন করা, ইসলামী বিচারব্যবস্থা,কূটনীতি সম্পর্ক,শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য চিকিৎসা,ব্যবসা-বাণিজ , অর্থনীতি ,উদ্যেক্তা, আমরা কি দেশ ও সমাজকে সুদ-ঘোষ ও দুর্নীতি মুক্ত করতে পেরেছি, আজ পরিকল্পিতভাবে রাষ্ট্র থেকে শুরু করে প্রতিটি সমাজে সুদের ঋণে জর্জরিত কারানো হচ্ছে, লেনদেন,ধর্মালম্বীদের সাথে সম্পর্ক, নওয়ামুসলিমদের নিরাপত্তা ও কর্মসংস্থান, যে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামের অবমাননা করে ছাড় পেয়ে যাওয়া এবং কেন তাদের বিরুদ্ধে গঠনমুলকভাবে ব্যবস্থা নিতে আমরা ব্যর্থ হয়, প্রশ্নবিদ্ধ গণতন্ত্রের ফেরিওয়ালা কিভাবে ইসলামের বিরুদ্ধে প্রশ্ন করার সহাস করে এবং কেন তাদের ব্যর্থতাগুলো নিয়ে পাল্টা প্রশ্ন করি না? ইসলাম বিদ্বেষীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুসলিম উম্মাহর খেলাফত চিন্তাধারার প্রতি উদাসিনতা তৈরি করে গোলামীতে আবদ্ধ করার লক্ষ্যে কিয়ামতের আলামত সম্পর্কিত বয়ানগুলো প্রচার করে, কেন আজ দ্বীনের দাঈরা পদে পদে প্রশ্নবিদ্ধ হয়, কেন মুসলিম সমাজে ধর্মান্তরিত ও ইসলাম বিদ্বেষী এবং আলেম বিদ্বেষী মনোভাব তৈরি হচ্ছে, কিভাবে মুসলিম সমাজের মাঝে নাস্তিকত্ববাদী ডানপন্থী ও বামপন্থী নামে দেশের ক্ষমতার রোলম্যাপ তৈরি করে আধিপত্যবাদী আকিদা ও হেজিমনি সাংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটতেছে। আজ মুসলিম উম্মাহ সংখ্যায় বেশি হাওয়ার পরেও রাষ্ট্র পরিচালনায় রোলম্যাপের প্রস্তাব দিতে ব্যর্থ হয় কেন এবং নিজেদের অধিকার আদায়ে রাষ্ট্র ও সমাজে অবহেলিত ও অবজ্ঞার শিকার কেন? দেশকে কৃষি ও প্রযুক্তিগত আত্মনির্ভরশীল করা, আরও ইত্যাদি এই গুলো চর্চা হয় না।
@BME-MdAL-AMINEmtiazJuba
@BME-MdAL-AMINEmtiazJuba 22 күн бұрын
❤❤❤
@Md.Naim-h9q
@Md.Naim-h9q 22 күн бұрын
sound e maybe problem..
@shuvokhan-y8e
@shuvokhan-y8e 23 күн бұрын
❤❤❤😊
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 23 күн бұрын
ইরফান সাদিক ভাই-র আলাপ আপলোড করুন 🍉
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 23 күн бұрын
খুব ভাল লাগলো এরকম আয়োজন দেখে।
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 23 күн бұрын
শায়েখ-র আলোচনা খুব গভীর এবং মন:স্তাতাত্বিক চিন্তাভাবনা করার খোরাক দেয়। আলাপ-টা সেমিনার কেন্দ্রিক হলেও শুনতে মনে হলো দারসের আলোচনা। কথা একটাই চিন্তার পরিশুদ্ধি ১০০/১০০ হতে হবে। তাওহীদের প্রশ্নে নো-টলারেন্স।
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 23 күн бұрын
কুষ্টীয়া একদিন তাওহীদের ভূমিতে পরিণত হবে,বি'ঈজনিল্লাহ।
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 23 күн бұрын
সত্যায়ন প্রকাশন কেনো এতো স্ট্যান্ডার্ড তা,ভাইয়ের আলাপ দেখেই অনুমান করা যায়।
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 24 күн бұрын
বালাকোটের ময়দানে আমার ভূমির বনী-আদম শহীদ হয়েছিলো,সুবহানআল্লাহ আমার বাপ-দাদারা সিগমা ছিলো। শুনেই মাথা-নষ্ট 💥
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 24 күн бұрын
বাংলার সুলতান-রা হিজাজে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলো,সুবহানআল্লাহ। এটা শুনে তো একটা লিগ্যাসি ফিল হচ্ছে।
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 24 күн бұрын
বাংগালি না মুসলিম? . মুসলিম মুসলিম ☝️
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 24 күн бұрын
নিজের মন:স্তাতাত্বিক চিন্তাভাবনা অনেক টাই ফুলফিল হলো। একটা হীনমন্যতায় ভুগতাম মুসলিম হিসেবে এই কালচার গুলা দেখে বাংগালিয়ানা ব্লা ব্লা ব্লা। তবে,জোর করে নিজেরে ইসলামের সাথেই এলাইন করাতাম কিন্তু,আজকে একটা "স্ট্রং হোয়াই" পেয়েছি,আলহামদুলিল্লাহ। Asif bhai you have my utter respect ++
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 24 күн бұрын
অনেকে সাউন্ড কোয়ালিটি নিয়ে সমস্যা ফিল করছেন,আমার কাছে প্রবলেম মনে হয়নি তেমন। তবে,অন্যান্য সেমিনার গুলোর তুলনায় কিছুটা ডিগ্রেডেড ছিলো তবে শুনতে পেরেছি। যাইহোক ভাই-রা এতো কষ্ট করে আয়োজন করেছেন,একটু ১৯-২০ হয়েছে আরকি। তবুও,জাযাকাল্লাহ এতো সুন্দর একটি আলোচনা শুনার ব্যবস্থা করে দেয়ার জন্য।
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 24 күн бұрын
এই আলোচনা-টা বর্তমান খতিব সাহেব দের শোনা দরকার। উনারা সমাজ বিচ্ছিন্ন,নয়া ফিতনা নিয়ে অজ্ঞ অনেক সময়।
@sadaqahjariyah1699
@sadaqahjariyah1699 24 күн бұрын
আহমেদ রফিক ভাই,খুব কনসিসটেন্ট থাকেন আলোচনায় এটা আমার খুব ভালোলাগে। উনার আলোচনা শেষ-এ মনে হয় কিছু গেদার করতে পেরেছি,খুব-ই গোছানো আলাপ হয়েছে আলহামদুলিল্লাহ।
@zakirhossain-vr8yw
@zakirhossain-vr8yw 25 күн бұрын
চমৎকার
@amirmd.5157
@amirmd.5157 25 күн бұрын
মাশাল্লাহ। মাশাল্লাহ। মাশাল্লাহ। আল্লাহ আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিক এবং এই জ্ঞানের দ্বারা দেশের আরো বেশি বেশি সেবা করার তৌফিক দান করুক। প্রতিটা মুহূর্ত থেকে শিখলাম। এই জ্ঞান গুলা আগে কই ছিল!! এগুলি প্রত্যেকটা বাংলাদেশির জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
@KtcBangla-e8j
@KtcBangla-e8j Ай бұрын
ঠিক বলেছেন ভাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।