🥳🥳🥳🥳আমার ভাই সত্যিকারের শিল্পী, অনেক বড়ো শিল্পী। তার কবিতা,গান,আঁকা,গল্প সব এক একটা অভাবনীয় সৃষ্টি। আমার ভাই ছাড়া এমন সৃষ্টি কেউ করতে পারবে না। কিন্তু মানুষজন আমার ভাইকে আজ ও চিনতে পারলো না। যেমনভাবে রবীন্দ্রনাথকে ও মানুষ চিনতে পারেনি একদিন, চিনেছিল যেদিন ইংরেজরা তাকে নোবেল দিয়েছিল।তেমন আমার ভাইয়ের প্রতিভা গুলোকে ও মানুষ যখন চিনতে পারে না তখন বিস্মৃত হই। আমার ভাইকে ও একদিন সবাই চিনবে,সবাই জানবে সেই স্বপ্নই দেখি আমি 😌😌😌😌😌