একসাথে এক বৈঠকে তিন তালাক দিলে কয় তালাক হবে। তাকে নিয়ে পুনরায় সংসার করা যাবে কিনা
@Rangpurwaztv9 күн бұрын
একসাথে তিন তালাক দিলে তিনটি তালাক হবে। একে তালাক বিদ'আ বা অনিয়মিত তালাক বলা হয়। এটি ইসলামী আইনের দৃষ্টিতে অপরাধ। তালাকের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা শরীয়তের চেতনার পরিপন্থী। একসাথে তিন তালাক দেওয়ার পরে স্ত্রীর উপর তিনটি তালাক পতিত হয়ে যায়। এরপর স্বামী মৌখিকভাবে রুজু করতে পারবে না। তাই, তাকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকে না। তালাকের নিয়ম নিয়ে কিছু বিষয়: মুখে মুখে তিনবার 'তালাক' শব্দটি উচ্চারণ করলে বা একসঙ্গে 'বায়েন তালাক' শব্দটি উচ্চারণ করলে তালাক কার্যকর হয় না। মুখে উচ্চারণ ছাড়া লিখিতভাবে তালাক দিলেও তা সঙ্গে সঙ্গে কার্যকর হয় না। তালাকের নিয়ত করলেই এ ইংগিতবহ শব্দগুলোর মাধ্যমে তালাক পতিত হবে।