আসলেই যতটুকু দরকার ততটুকু পাইলেই খুশী, কারণ অতিরিক্ত পাইলে বেঞ্চমার্ক পরিবর্তন হয়ে গিয়ে হারানোর আতঙ্ক মানুষের মধ্যে সৃষ্টি হয়।মানুষের কতো টুকু দরকার 🤔? একবার পাইথন প্রোগ্রাম করে নিজের জন্য হিসাব করছিলাম, ২০২১ না ২২ এর ঘটনা এখন বয়স ৩৫, আমাদের পরিবারে কেউ তাঁদের অভিভাবকদের আয়ু ক্রস করে না। এইক্ষেত্রে ৬০ পার করমু না কিন্তু যদি বাঁচি তাইলে মনে করেন নিজের জন্য ২৫ বছর আর ছোট বোইনটার জন্য আরো অতিরিক্ত ১০ বছর মোট ৩৫ বছরে খরচ হিসাব হইতে পারে, কারণ আমি চাই আমার ছোট বোনটা যেন আমার আগে মারা না যায়, মানি আমি বড় আমি আগে দুনিয়া ছাড়মু, এটাই প্রত্যাশা । একটা সামান্য সন্তুষ্টিতে থাকার মতো, একদম ডিটেল তো বলা সম্ভব না তবে উদাহরণসরূপ একটা সাধারণ মধ্যবিত্তের খরচের হিসাব যদি ai দিয়ে হিসাব করি তাহলে এমন হয় Monthly Expenditure: House Rent: 15,000 Taka Maid Salary: 8,000 Taka Nutritional Expenditure: 30,000 Taka Medicine Expenditure: 20,000 Taka Travel Expenditure: 20,000 Taka Other Expenditure: 10,000 Taka Education Expenditure: 12,000 Taka (added) Total = 15,000 + 8,000 + 30,000 + 20,000 + 20,000 + 10,000 + 12,000 = 115,000 Taka Yearly Expenditure: Monthly Total × 12 = 115,000 × 12 = 1,380,000 Taka Festival and Other Annual Expenditures: 1. Eid Festival (2 times): 300,000 Taka 2. Birthday Ceremonies (2 times): 30,000 Taka 3. Insurance (Yearly): 120,000 Taka 4. Marriage invitation (3-4 Time): 100,000 Taka Total First-Year Expenditure: 1,380,000 + 300,000 + 30,000 + 120,000 + 100,000 = 1,930,000 Taka এখন আমাদের বছর শেষে ৫/৬ % inflation হয় আর কোন কোন বছর ৭/৮% হয়। তো ধারণা করি প্রতি বছর ৫. ৬% inflation হয় আর প্রত্যেক ৪থ বছরে ৮. ৭% inflation হয়, তো এই হালতে ৩৫ বছর পর্যন্ত আমার জীবনে কতো ব্যায় হবে? এক ai মডেল উত্তর দিল : 162,228,526 টাকা। আমার মনে হয় সংখ্যাটা ভুল। Ai নিজেও নামতায় ভুল করে। এইটা বুঝলাম।😂 কারণ, এর চেয়ে কম সংখ্যায় বেশি বলতেছে অন্য আরেক মডেল 😅। সঠিক সংখ্যা হইলো 213,513,253 Taka। তো জীবনে ঐ ভুল সংখ্যার ১০ ভাগের একভাগ আয় করা যাবে কিনা সন্দেহ আছে।ভাই তাই টাকার পিছে ছুটার কোনোই দরকার নাই। যা জুটে তাতেই প্রয়োজন মিটে, আলহামদুলিল্লাহ। খালি মানুষের নাক সিটকানোটা না হইলেই চলে 🙄। সরকারের কাছ থেকে আমাদের দাবি আদায় করে বাগিয়ে নেবার কোন ইচ্ছা নাই🤭। আসলে কাজের মধ্যেই দিন পার করলেই হইয়া যাইত। জীবনটা একটা সফর অল্পতে তুষ্ট থাকাই মূল লক্ষ হওয়া উচিৎ। হ্যা সবাই এই কাজ করতে পারেন প্রতি ১০ বছরের প্ল্যান করে টেনশনমুক্ত হয়ে নিজের কাজে মনোযোগ দিতে পারেন, টেনশনমুক্ত থাকায় আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। যারা সক্ষম তাঁদের জন্য শুভ কামনা।