সংবিধান অনুযায়ী নির্বাচন মানে কি? দলবাজ পুলিশ-প্রশাসন দিয়ে গায়েবি মামলা, হামলা, গ্রেফতার-রিমান্ড, গুম-খুন করে বিরোধী পক্ষকে মাঠছাড়া করে একতরফা ভোট করা? মধ্যরাতে পুলিশকে নিয়ে সরকারি দলের প্রার্থীর কেন্দ্রে কেন্দ্রে ঘোরা ও বাক্স ভরা? গোপন বুথে দলীয় কর্মীর ঢুকে পড়া? আওয়ামীরা কখনই তাদের রচিত সংবিধান মোতাবেকও কোন নির্বাচন করে নাই। তারা "নির্বাচন" নামে ভূয়া নাটক মঞ্চস্থ করেছে এবং ভোট ডাকাতি ও নির্বাচনী জালিয়াতি করেছে।