ইংরেজী আমাদের ভাষা নয় তাহলে কেনো এত নির্ভর করতে হয় 😢। সরকারের উচিত এটার দিকে নজর দেওয়া❤
@SankuletBK13 сағат бұрын
@@RakeshMajumder-i7h নানান ভাষার মানুষ বাস করছে।কাজেই বাংলার সাথে হিন্দি বা ইংরাজির প্রয়োজনীয়তা আছে,কিন্তু তা বাংলাকে অস্বীকার করে নয়।কাল দার্জিলিঙে কেউ পোস্টিং পেলে( যদিও মূলত গোর্খারা সেখানে সুযোগ পেয়ে থাকেন),সেখানে বাংলা-ইংরাজি-হিন্দি সব মিশেল করেই কাজে লাগাতে হবে। আমার বিরোধীতার জায়গাটা হল যে দু'জন বাঙালি কেন নিজেদের মাঝে ইংরাজিতে কথা বলবে! একটা ইন্টারভিউ যদি পুরোপুরি ইংরাজিতে হয়,যুদ্ধ হয়তো করব,তবে তা তুবড়ি বাজির সাথে আধুনিক ক্ষেপণাস্ত্রের হবে।পরাজয় অবশ্যম্ভাবী।
@RakeshMajumder-i7h13 сағат бұрын
@@SankuletBK তোমার সাথে আমি এক মত ❤️❤️
@animeshmondal197312 сағат бұрын
@@SankuletBK ager year puro interview English e hoyechilo......Ebar seta na o hte pare abr pare o....kono surity nei
@SankuletBK12 сағат бұрын
@animeshmondal1973 কিচ্ছু বলার নেই। আপনি সিজিএলে চাকরি করেন,কাজেই বাকিদের চেয়ে ইংরাজিতে অনেক বেশি সাবলীল।প্রাথমিক শিক্ষাটুকু যদি ইংরাজি মাধ্যমে হয়ে থাকে,তাহলে সোনায় সোহাগা। কিন্তু আমার মতো বাংলা মাধ্যমের মানুষের কাছে এটা অবিচারের নামান্তর মাত্র। সত্যিই কিচ্ছু বলার নেই। ইন্টারভিউয়ের জন্য শুভেচ্ছা।
@animeshmondal197311 сағат бұрын
@@SankuletBK ami o bangla medium
@RakeshMajumder-i7h13 сағат бұрын
একদম সঠিক যুক্তি ❤❤❤ তোমার কথায় কোনো ভুল নেই। আমারও একই জিজ্ঞাসা ❤❤ আমি নদীয়া থেকে অনেক ভালোবাসা তোমায় ❤❤
@inquisitive708114 сағат бұрын
তোমার কথা বলার ধরন বেশ চমৎকার। কবিতাগুলো পড়ি। শব্দকে ভাঙতে-গড়তে পারো। লিখতে থাকো, খুশি হব। আর আজকের তোমার এই প্রশ্নগুলো বেশ সংগত। কলোনিয়াল হ্যাংওভার, ঔপনিবেশিক দাসত্বের অবশেষ হল এই ইংরেজি ভাষা ও আদবকায়দার প্রতি অকারণ মুগ্ধতা( অজ্ঞান পক্ষপাত?)। আর সত্যিই ইন্টারভিউ-এ এই ভাষা-বিড়ম্বনা বিষয়টি বড়ো চিন্তার। জানিনা কোনোদিন ভাগ্যচক্রে সুযোগ এলে কীভাবে সামনা করব! তুমি সফল হও এই প্রার্থনা করি। অভিজ্ঞতা শুনব।
@SankuletBK13 сағат бұрын
তোমার মুন্সিয়ানার ছাপ এই অল্প কিছু শব্দেই প্রকাশ পেয়েছে। হ্যাঁ,এই ভাষা-বিড়ম্বনা নিয়েই অস্থির হয়ে আছি। কবিতা পড়া ও বোঝার জন্য ধন্যবাদ। অতি দ্রুত তুমি সফল হও,নিজের স্বপ্নসন্ধান শেষ হোক---এই চাওয়া। অনেক ভাল থেকো।আমাকে শুভকামনায় রেখো।🌿
বাইশের 'এ', 'বি' হয়নি, সি/ডি-ও হবেনা জানি, আসলে প্রত্যাশার যোগ্য পরীক্ষা দিতে পারিনি। তেইশে কী হয় দেখা যাক! তার আগে তোমাদের মতো কিছু ঠিকঠাক লোকজন সুযোগ পাক, দেখেশুনে ভরসা জিইয়ে রাখা যাবে। আর সুযোগ হলে কিছু সাহায্য নেব, আশা করি বিমুখ হবেনা।
@SankuletBK13 сағат бұрын
@@inquisitive7081 সফল হলে নিজেকে সাহায্য করবার উপযোগী মনে হবে।দেখি সফল হই কি না।এখন বলার ইচ্ছে থাকলেও অনেক কিছু বলার আগে পিছিয়ে যেতে হয়।সাফল্য আসলে সেই পশ্চাদপসরণ বন্ধ হবে। বাইশে সি-তে তোমার সাফল্য আসুক।একরাশ শুভকামনা। 🌿
@inquisitive708112 сағат бұрын
@@SankuletBK নিশ্চয় হবে। সুসংবাদের আশায় রইলাম।
@RehanRahi-j2u4 күн бұрын
Interview call পেলাম for gr-A🎉🎉
@subhadipdebnath53664 күн бұрын
I too got interview call.
@atifsalam72014 күн бұрын
apnar mcq marks koto chilo bolben??
@Ani020534 күн бұрын
Cut off nearly mile gelo... dekha jak group c vacancy and cut off koto jai
@SankuletBK4 күн бұрын
@@Ani02053 মেলেনি। ডাঁহা ভুল। এত বেশি ভেকেন্সি অনুযায়ী কাট অফ মেলেনি। গ্রুপ বি তো মেলেইনি।