আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হুজুর, আপনার ওয়াজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়।আমার মনে হয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম আপনার ওয়াজ শুনে অনুপ্রাণিত এবং আবেগাপ্লুত হয়ে থাকে। আপনার এই মহতী ওয়াজগুলো হৃদয়ে দারুণভাবে স্পর্শ করে, মহান আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য লাভের একটা সুমধুর এবং স্বর্গীয় সূষমা। তবে,এই আধুনিক যুগে আপনার পিছনে 'হাত পাখা' দিয়ে বাতাস করাটা খুবই দৃষ্টিকটু লাগে। Please, :হাত পাখা' দিয়ে বাতাস করার রেওয়াজটা বাদ দিয়ে একটা ছোট Fan ব্যবহার করলে ভালো হয়। কেননা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনার এই অত্যন্ত শিক্ষামুলক Vedioগুলো লক্ষ লক্ষ মুসলিম অধীর আগ্রহ নিয়ে দেখে। ------------