*ইংরেজি* তারিখ/মাস/সাল (২৮/১১/২০২৪) আমি, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী হুজুরের ভক্ত,"আল্লাহর"জন্য হুজুরকে ভালবাসি। আমার এই ছোট্ট জীবনের এইরকম একজন,মোফাছছের,মোহাদ্দেস আমি দ্বিতীয় আর দেখেনি। আল্লাহ্'ই ভালো জানে কেয়ামত পর্যন্ত আসবে কিনা। এই কথা গুলো বলার উদ্দেশ্য হলো,হুজুর ইন্তেকাল করেছেন প্রায় ২ বছর হলো। আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা, হুজুরকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন,আমিন। কিছুদিন পর হয়তবা আমিও থাকবো না,সবার কাছে দোয়া চাই আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে যেন পূর্ণ ঈমান নিয়ে পরকালের যেতে পারি,আমিন। হুজুরের কথা এত্তো মনে পড়ে তা বলে বুঝানো যাবে না। সব শেষে এ-ই দোআ করি এইগুলা তফসির কেয়ামত পর্যন্ত 'আল্লাহ্'সংরক্ষিত রাখুক,তাহলে মানুষ বুঝতে পারবে,ঐ যুগের পৃথিবীর শ্রেষ্ট আলেম ছিলো। আর আমার এই কমেন্ট টা যারা পড়বেন তারা অবশ্যই আল্লাহর কাছে, হুজুর সহ আমাদের সকলের জন্য দো'আ করবেন। আর আপনার জন্য দো'আ করে গেলাম,আল্লাহ্ যেন আপনাকে পূর্ণাঙ্গ ঈমান নিয়ে পরকালের আসতে পারেন,আমিন।