ডাঃ আলিফ।
একটি স্বনামধন্য রেডিও স্টেশনের ভৌতিক শো এর মাধ্যমে যাকে সবাই চিনেন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি তার ফেসবুক পেইজের মাধ্যমে নিজ উদ্যোগে একটি ভৌতিক শো পরিচালনা শুরু করেন। শুরুতেই ফেসবুক লাইভের মাধ্যমে শো-টি সম্প্রচার করা হলেও পরবর্তীতে শ্রোতাদের মতামত এর উপর ভিত্তি করে গুটি কয়েক মডারেটর নিয়ে ফেসবুক পেইজের পরিবর্তে সরাসরি ইউটিউব চ্যানেল এর মাধ্যমে "ভৌতিজ্ঞতা By Dr. Aalif" শো-টির সূত্রপাত। ভৌতিক + অভিজ্ঞতা থেকেই এই শো এর নামকরন= ভৌতিজ্ঞতা। প্রথম পর্যায়ে রাত ১০.৫৯মিনিটে প্রচার হলেও শ্রোতাদের অনুরোধে সময়ে কিছুটা পরিবর্তন করে প্রতি বৃহস্পতিবার রাত ১১.৫৯ মিনিটে সরাসরি ইউটিউব চ্যানেলে থেকে প্রচার করা হচ্ছে আপনাদের সবার প্রিয় এই ভৌতিক অনুষ্ঠান।
"ভৌতিজ্ঞতা By Dr. Aalif" এত স্বল্প সময়ে এই সাফল্য পেয়েছে শুধু মাত্র তার লাখো লাখো শ্রোতা বন্ধুদের জন্য। দোয়া করবেন যেন এই পথচলা বহুদূর এগিয়ে যায়। আর পাশাপাশি পরিবার পরিজন/বন্ধু-বান্ধব নিয়ে প্রতিটি এপিসোড শোনার আমন্ত্রণ রইলো।
আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা:
[email protected]