Chord ar rhythm pattern ta Please dile upokar hoto
@rokonulislam19766 ай бұрын
🖤🖤
@soloking90617 ай бұрын
🙌💖
@chatok4921Ай бұрын
💖💖💖
@primitiveeyes53198 ай бұрын
গানপোকা নিজেরাও হয়তো জানে না - এই গানটা এতটাই কাল্ট, ক্লাসিক যে, গানপোকা যদি আর কোনো গান না করে কিংবা এটা বাদে সব গান তুলে নেয়, তবুও কিছু মানুষ মৃত্যুর পূর্ব অব্দি শুধু এই গানটার জন্যই তাদের কাছে কৃতজ্ঞতা জানাবে। আমি তাদেরই একজন ❤️
@chatok49217 ай бұрын
❤️❤️❤️🥰
@IrfanAhmed-ts3fs8 ай бұрын
এই গান টার সমস্যা হল গানটা শেষ হয়ে যায়
@chatok49218 ай бұрын
💝💝
@BoyatiAhnafOfficial11 ай бұрын
❤❤❤❤❤❤❤ ❤❤🌹🙏🏻🌹❤️❤️
@chatok492111 ай бұрын
❤️❤️❤️🥰
@Aminandfriends11 ай бұрын
sabas
@chatok492111 ай бұрын
Thanks brother.❤
@samiulislamnayem110911 ай бұрын
ও নদী বন্ধুয়ার খবর এনে দে দেখিনা তারে কত দিন ও নদী বন্ধুয়ার খবর এনে দে জানিনা কেমন আছে সে💔 এই লাইন দুটো হৃদয়ে গেঁথে থাকবে সারাজীবন
@jahidulhassanjaigirdar1858 Жыл бұрын
অসাধারণ গান এই গানের মৃত্যু নাই
@mdjuwelrana1962 Жыл бұрын
12/10/23 এ শুনছি
@saifmahmud6469 Жыл бұрын
ব্রেকাপ করে দিয়ে গানডারে শুনতে মন চাইতেছে
@yaqubarafat6078 Жыл бұрын
❤❤
@chatok4921 Жыл бұрын
❤️
@BETLILY_Affiliate Жыл бұрын
beche thako gaanpookaaaaaaaaaaaaaaa
@ikramotali2828 Жыл бұрын
Wow❤❤❤
@chatok4921 Жыл бұрын
Thank you Ikramot
@RuhulAmin-xd6hp Жыл бұрын
ভাই আমি আপনাদের সাথে এই গানটা বলতে চাই❣️❣️প্লিজ আমার অনেক সখ আপনাদের সাথে এই গানটা বলমু।।প্লিজ
@MOHAMMADALI-qi3fz Жыл бұрын
Gaja kha a gan ta sunla mon a hoy. amir ak nider kotha mon a hoy!!! 🍁🍁🍁
@najiurrahman4657 Жыл бұрын
💞ভালোবাসার #গানপোকা, হাজার বছর বেচেঁ থাকো বাঙ্গালীর হৃদয়ে🥰
@BoyatiAhnafOfficial Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@aesthetic505 Жыл бұрын
দাদু আই লাভ ইউ❤❤
@tutultutul-rg3ws Жыл бұрын
৪০ সালের জন্য একটি কমেন্ট করে গেলাম। এই গানগুলো আজীবন মানুষের মনি কোঠায় অমর হয়ে থাকবে। সেই দিনগুলো কতটা মধুর ছিল আমাদের প্রজন্মের ❤😢
@ullahrahamot7319 Жыл бұрын
কত বার শুনছি হিসাব নাই, প্রতি রাতেই এক বার শুনি, যত শুনি ততই ভালো লাগে একে বারে কলিজাতে লাগে ভাই।
@chatok4921 Жыл бұрын
💝🌹
@star_rare Жыл бұрын
Heart-crossing...
@mdeleasahamednishan234 Жыл бұрын
আহা 😍😍😍 ভালোবাসা প্রিয় গানপোকা
@poragiftiyan6881 Жыл бұрын
অসাধারণ
@sahahidkhan54712 жыл бұрын
ভালো লাগলো
@distazona29532 жыл бұрын
Voice🔥
@nostalgic4462 жыл бұрын
আহহ কি গান ভিতরে কাপন ধরিয়ে দেয়🥰
@muhammadatiq28472 жыл бұрын
Such a powerful voice Love it 💜💜💜💜💜
@chatok49212 жыл бұрын
Thanks
@mdmonaem90242 жыл бұрын
মন ছুঁয়ে যাওয়ার মত গান ❤️❤️❤️
@ahmed.rifat.0072 жыл бұрын
missing the good old days
@monforing58742 жыл бұрын
হঠাৎ হারিয়ে গিয়েছিলাম
@mdsagorislam87622 жыл бұрын
Ak osim durutteo na pawar obodharito khobor ane de nodi 😭
@tonmoyhossain44562 жыл бұрын
বার বার শতবার শুনেও মন ভরবার না।
@chatok49212 жыл бұрын
অনেক ধন্যবাদ
@Aminandfriends2 жыл бұрын
এই অবস্থা তাইলে। ভালো হইছে।
@chatok49212 жыл бұрын
ধন্যবাদ ভাই। শিল্পী ভালো গেয়েছে।
@Aminandfriends2 жыл бұрын
@@chatok4921 🥵🥵🥵🥵
@babumamun8072 жыл бұрын
স্টুডিও ভার্সন কবে আসবে?
@abutsho49112 жыл бұрын
অসাধারণ। এই গানটা রিলিজ করে না কেন
@mrinmoyeesubha85732 жыл бұрын
speechless 💓
@chatok49212 жыл бұрын
Thanks. Stay connected.
@Aminandfriends2 жыл бұрын
জয় গুরু আলেক সাই
@timepass81672 жыл бұрын
এটি 2022, এখনও আমার প্রিয় এই একটি গান❤️❤️❤️
@chatok49212 жыл бұрын
Thanks. ❤️❤️
@TomarSchool2 жыл бұрын
অবশেষে, ২০১৪ সালের ডিসেম্বরে শুরু করা দীর্ঘ ৭ বছরের সম্পর্ক গতকাল ২০২১ সালের ডিসেম্বরের ৫ তারিখ সকালে আমার প্রিয় মানুষটার সাথে বিচ্ছেদ ঘটলো। কিন্তু বিচ্ছেদটা আমার কাছে আনন্দ, সম্মান এবং শ্রদ্ধার। দুইজনে একসাথে থেকে মনমালিন্য হওয়ার চেয়ে দুজন আলাদা থেকে একে অপরকে সম্মান করে বেঁচে থাকতে পারাটাই, আমার কাছে মনে হয় ভালোবাসা। গতকাল সকালে যখন তাকে আমি বুকে জড়িয়ে ধরলাম, তখন কোনো প্রকার ভালোবাসার অনুভুতি পেলাম না। ব্যাপারটা আমার কাছে তখনই একটু ঘোলাটে লাগছিল। ভালোভাবে বুঝতে পারিনি। তার কিছুক্ষণ পরই তার মোবাইলের ম্যাসেজগুলো পড়ে বুঝতে পারলাম যে, গত ৫/৬ মাসে সে Ahyan Kawser নামের আরেকটা সুদর্শন ছেলের সাথে সে সম্পর্কে জড়িয়ে গেছে। তো, তারপর তাকে জিজ্ঞাসা করলাম যে Ahyan Kawser কে? সে বললো তার বান্ধবী লিজার বয়ফ্রেন্ড! আমি তখন আর আর কিছুই জিজ্ঞেস করলাম না তাকে। কিছুক্ষণ পর সে নিজে থেকেই বললো এইটা কিন্তু আমার একাউন্ট না। তখন আমি বললাম, আমি কি জিজ্ঞেস করছি কিছু? চুপ থাকেন, যখন প্রশ্ন করবো তখন উত্তর দিয়েন। তার কিছুক্ষণ পরে জোহরের আজান দিল।তখন তার মোবাইল টা তার কাছে দিয়ে আমি গোসল করতে চলে গেলাম.…. প্রথমে খুবই খারাপ লাগতে শুরু হলো, পরে চিন্তা করে দেখলাম যে সবারই ব্যাক্তি স্বাধীনতা আছে এবং থাকা উচিতও। তাই তাকে কোনো প্রকার চাপ দিলাম না। বরং, তাকে বললাম যে, এটা স্বাভাবিক ব্যাপার, সমস্যা নেই, আমি একটুও রাগ করিনি তোমার ওপর, এত্তো প্যারা নেওয়ার কিছু নাই। তুমি আমার চেয়েও ভালো কাউকে খুঁজে নিয়েছো তার জন্য শুভকামনা রইলো। তুমি হয়তোবা আমার ভাগ্যে নাই। সত্যিকার অর্থে, তার নতুন সম্পর্কে আমি কোনো সমস্যা সৃষ্টি করতে চাইনি। তবে, তার একটা বদ অভ্যাস ছিল। সেটা হচ্ছে, আমি তাকে কোনো ব্যাপারে প্রশ্ন করলে সে সত্য কথা বলতো না। আর গতকাল অর্থাৎ ৫ ডিসেম্বর ২১ এর সন্ধায় তাকে বললাম, যা হবার হয়ে গিয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু তুমি তোমার বর্তমান প্রেমিক এর সাথে এমন করবা না প্লিজ... যাই হোক দোয়া করি সে ভালো থাকুক। এতোকিছুর পরেও তোমাকেই ভালোবাসি প্রিয় (শারমিন) ❤ • ওরে নন্দিনী ও জীবন সঙ্গিনী, তোমার আমার ঘর হইলো না আর... • শেকড় পোতা পথের বায়ে, জগৎ বাঁধা তোমার পায়ে। সাগর তোমার পাহাড় তোমার, আমার মাথায় পড়ে বাজ। সারা দেহে কাঁটা লইয়া, পিরিতি নয় আমার কাজ! • এই অবেলায় তোমারই আকাশে, নীরব আপসে ভেসে যায়। সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখাইনি তোমায়। • আজ কবিতা অন্য কারো, দু'হাতে সে তার সুখকে উড়ায়। আমি আর আমার ফেরারি মন, মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই। • কেউ কোথাও ভালো নেই যেন সেই, কতকাল আর হাতে হাত অবেলায়। কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে, ভেজা চোখ দেখাইনি তোমায়। • অভিযোগ নয়তো নয়, প্রতিটি নির্ঘুম রাত ভীষণ বড় মনে হয়। নিদ্রাহীনতাকে এখন ধরে রাখে, অযাচিত সংশয়। • কখনো অভিমান, অবাধ্য পিছুটান, জানি না কী কষ্টে এই অবেলায়। তবুও নির্বাসন বাসর সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়। • ঘুণে খাওয়া মেঘে, কালো হয়ে যায় এ হৃদয় যখন, একা একা শুধু, অকারণেই ঝরে বৃষ্টি এমন। আজও তাই, অবাক রঙে এঁকে যাই। সাদা কালো রঙ মাখা, ফানুসের মুহূর্ত রাঙাই। • বেশি ভালোবাসলে মানুষ, দুঃখ দেয় তার প্রতিদান। এই দুনিয়ার কিছু মানুষ, স্বার্থপর বেঈমান। • ভীষণ কালো মেঘ, পুড়ে ছাই আবেগে। আজও তাই অবাক জোছনায়, পোড়া চোখ তবুও সাজাই। • ভাঁজ করা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি, পুরনো সেই সে আকাশ। স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে, পরিচিত দীর্ঘশ্বাস। • এই সন্ধ্যায় দু'চোখ সাগরে, বুকের পাঁজরে ভেসে যায়। অবাক জোছনায় লুকিয়ে রেখেছি, ভেজা চোখ দেখাইনি তোমায়। • এতদিন পরেও প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি। হৃদয় ভাঙ্গার সেই নিপুন খেলায়, একটু কি হারোনি তুমি! • বিশ্বাস যেখানে অবিশ্বাসের সুরে বেজে উঠেছে, থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে। মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে, মানুষ আমি যেনো তলিয়ে গেছি আমারই ভুলে। • তুমি নিজে নিজে প্রশ্ন করে দেখ দুঃখ দিতে, চেয়েছো কৌশলে অভিনয়ে মেতেছিলে আহা। তুমি ভেবেছিলে, পড়বো ভেঙ্গে আমি এক কথাতেই। চূর্ণ হয়ে যাবো সেই থেকে হায়, এখনো আমি একা। Sharmin I love you. ❤ Date: 22/12/2021 Time: 07:01 - মেহেদী হাসান (আমি নিজে)
@raqibulreza19063 жыл бұрын
গানটির গীতিকার গুঞ্জন চৌধুরী
@chatok49212 жыл бұрын
Onek dhonnobad 💝
@jamesiqbal90503 жыл бұрын
খুবই প্রিয়❤️
@chatok49212 жыл бұрын
Thanks ❤️❤️❤️🎧🎧
@abdulazizaustgram3 жыл бұрын
খুব প্রিয় একটা গান, আমাদের মরহুম সেলিম মাহমুদ স্যার এই গানট বাফায় আমাকে দিয়ে চিলেন
@jihadmohammad65413 жыл бұрын
অসাধারণ
@mirforhad69173 жыл бұрын
Just amazing lyrics🌺🥀
@chatok49212 жыл бұрын
ধন্যবাদ ❤️🌼
@allaboutanimals243 жыл бұрын
গাজা খাওয়ার পর কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে, বন্ধুদের সাথে আড্ডার সময় গানটির মহত্ত্ব বুঝা যায়।