মুসলমানদের মাঝে সবাই সমান। ধনী গরীব, রাজা বাদশা,নাপিত দোকানদার, জেলে সবাই ভাই ভাই।হিন্দুদের মাঝে ভেদাভেদ রয়েছে বৈষ্য,শুদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়। এরা এক গোত্রের লোক অন্য গোত্রকে ছোট চোখে দেখে। আর আমরা মুসলিমরা সবাই ভাই ভাই, সবাই সমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ।