Рет қаралды 158
প্রোগ্রামিং কি?
==================
প্রোগ্রামিং হল কম্পিউটারকে কিছু শিখানোর উপায়। প্রোগ্রামিং শিখলে আপনি সফটওয়্যার বা ওয়েবসাইট বানাতে পারবেন। আবার মোবাইল এ্যাপ বা ভিডিও গেম বানাতেও প্রোগ্রামিং কাজে লাগবে।
জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা কি কি?
====================
প্রোগ্রামিং এর বিভিন্ন ভাষা আছে। এরমধ্যে জনপ্রিয় কয়েকটি হল পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি ইত্যাদি।
প্রোগ্রামিং শিখলে কি লাভ হবে?
=====================
১। সৃজনশীলতার বিকাশ ঘটানঃ
এই কোর্সে আপনি নিজের মত করে সমস্যার সমাধান করবেন। ফলে আপনার ৩ টা লাভ হবে। আত্মবিশ্বাস বাড়বে, নিজের উপর আস্থা লাভ করবেন আর সৃজনশীলতার বিকাশ হবে।
২। প্রবলেম সলভিং এর দক্ষতা বাড়ানঃ
প্রোগ্রামিং মানে শুধু কোড টাইপ করা না। চিন্তা ভাবনা করে সমস্যার সমাধান করা। বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করা। কার্যকর সমাধান খুঁজে বের করা। তাই প্রবলেম সলভিং এর দক্ষতা বাড়ান প্রোগ্রামিং শিখে।
৩। গণিতকে উপভোগ করা শিখুনঃ
প্রোগ্রামিং শিখলে বিশ্লেষণী ও গাণিতিক দক্ষতা বাড়ে।গণিতকে উপভোগ করা শিখবেন এই কোর্স করলে।
৪। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রোগ্রামিংঃ
সফটওয়্যার শিল্পে প্রোগ্রামারদের চাহিদা প্রচুর।কিন্তু দক্ষ প্রোগ্রামার পাওয়া যায় না। প্রোগ্রামিং শিখে তাই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সফল ক্যারিয়ার গড়তে পারবেন
৫। অন্যান্য ইন্ডাস্ট্রিতে প্রোগ্রামিংঃ
শুধু Software industry না। অন্যান্য সব industry ক্রমশ IT নির্ভর হয়ে যাচ্ছে।, রিটেইল, হেলথকেয়ার এমন কি রেস্টুরেন্ট বিজনেসেও প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়তেছে। একাউন্টস, ফিন্যান্স, মার্কেটীং যে পেশাতেই আপনি যান না কেন কোডিং জানলে অনেকটাই এগিয়ে থাকতে পারবেন।
৬। ফ্রিল্যান্সিং থেকে বিপুল আয়ের সুযোগঃ
=======================
ভালো প্রোগ্রামার হতে পারলে ফ্রি ল্যান্সিং করে মাসে দেড় থেকে ২ লাখ টাকা আয় করা সম্ভব।
কারা পাইথন ব্যবহার করে?
====================
• সফট ওয়্যার ইঞ্জিনিয়ার
• ডেটা এনালিস্ট
• একাউন্টেন্টস
• নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
• সাইন্টিস্ট
• ম্যাথমেটিসিয়ান
পাইথন কেন এত জনপ্রিয়
===================
১। এলিগ্যান্ট সিন্ট্যাক্সঃ
পাইথনের সিন্ট্যাক্স খুব এলিগ্যান্ট। ফলে অল্প লিখে বেশি কাজ করা যায়। অল্প সময়ে জটিল সব সমস্যা সমাধান করা যায়।
২। বহুমুখি ব্যবহারঃ
শুধু নির্দিষ্ট কোন ক্ষেত্র নয় - বৈচিত্র্যময় নানান ক্ষেত্রে পাইথনের বহুমুখী ব্যবহার । নিচের যে কোন বিষয়ে দীর্ঘস্থায়ী সফল ক্যারিয়ার গড়তে চান? পাইথন আপনাকে সেই সুযোগের দরজা খুলে দিবে।
৩। দারুণ সব লাইব্রেরীঃ
পাইথন ল্যাংগুয়েজে প্রতিটি বিষয়ের দারুণ সব লাইব্রেরি আছে। এই লাইব্রেরি গুলোর সুবিধা পেতে চাইলে পাইথন শিখতে হবেঃ
পাইথনের বিভিন্ন লাইব্রেরি
ডেটা এ্যনালাইসিস: Panda
ডেটা ভিজুয়ালাইজেশন: Matplotlib, Bokeh, Plotly
ওয়েব ডেভেলপমেন্ট: Django, Flask
ফটো ম্যানিপুলেশন & কম্পিউটার ভিশন: OpenCV, Pillow
ম্যাথ ও সাইন্টিফিক কম্পিউটেশন: SciPy, NumPy, Sympy
কৃত্তিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং: TensorFlow, Sci-kitLearn, Thenao, PyTorch, Seaborn, Orange
ওয়েব স্ক্রাপিং: Scrapy, BeautifulSoup
এ্যাপ ডেভেলপমেন্ট: Kivy
গ্রাফিকাল ইউজার ইন্টারফেস: Tkinter, WxPython, PyQt
গেম ডেভেলপমেন্ট: PyGames, Pyglet, PyEngine3D
ডেটাবেজ: SQLAlchemy
ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রোসেসিং: NLTKit, Gensim
৪। শেখাটা সহজঃ
পাইথন ১ টা হাই লেভেল ল্যাংগুয়েজ। আর এর সিন্ট্যাক্স ও খুব এলিগেন্ট। তাই পাইথন প্রোগ্রামিং তুলনামূলকভাবে সহজে শেখা সম্ভব।
৫। পাইথন ডেভেলপার দের চাহিদা ও উচ্চ বেতনঃ
পাইথন ডেভেলপার দের চাহিদা প্রচুর। সন্মানীও ভালো।সফটওয়্যার ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ক্যারিয়ার গড়তে পাইথন শেখাটা তাই ভালো সিদ্ধান্ত।
যেসব প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে
===========================
• Google
• KZbin
• Instagram
• Pinterest
• Netflix
• IBM
• Spotify
• Intel
• IBM
• NASA
• Quora
• Dropbox
কিভাবে প্রশিক্ষণ হবে?
=================
এই কর্মশালায় স্বচ্ছ চিন্তাকে অল্প কথায় বলবো। তারপর আপনি হাতে কলমে প্রয়োগ করবেন। অর্জন করবেন প্রয়োগযোগ্য দক্ষতা ।
ভর্তি ও নিবন্ধনের জন্য যোগাযোগ করুনঃ
01973511422
01404482345
চিন্তাশিল্পী বাবুইপাখির প্রশিক্ষণ কক্ষ:
=======================
২/বি, ২৬০, কনক্রিট সারেং,মালিবাগ মোড় ঢাকা- ১২১৭।
(হোসাফ টাওয়ার সংলগ্ন বিজ্ঞান কলেজের পাশের ভবন