আমি এইচএসসি পরীক্ষা দিলাম মাত্র। আমাদের ব্যাচে কয়েকজন স্মার্ট ওয়াচ ব্যবহার করে। তাদের কেন্দ্রে প্রবেশের মুহূর্তে চেক করার সময় স্মার্ট ওয়াচ নিয়ে হলে ঢুকতে দেয়া হয়নি। তাদের ঘড়িগুলো খুলে রেখে দেয়া হয়েছিল। তাই যারা স্টুডেন্ট, তারা স্মার্ট ওয়াচ ব্যবহার করার পাশাপাশি অ্যানালগ একটি ঘড়ি পরীক্ষার জন্য রাখা উচিত। না হলে পরে বিব্ররিকর পরিস্থিতিতে পড়তে হতে পারে।