খুব সুন্দর সেবা, কিন্তু এই ভাবে কতদিন করবেন, young person কে বসে বসে খেতে দিলে, কাজ করার মানুষিকতাই হারিয়ে ফেলবে. কাজ তো করতে হবে, এই ভাবে বসিয়ে খাবার সুযোগ করেন দেয়া ভালো না. কোনো কাজ করে 200/ 300 টাকা daily income করা খুব বড় ব্যাপার না, কিন্তু কাজ করার মানুষিকতা না থাকলে সারা জীবন কাউকেও বসিয়ে খেতে দেয়া যায় না. চেষ্টা করলে যে কোনো কাজ শিখে নেয়া যায়.