Рет қаралды 409
যশোরের লতিরাজ একবার লাগালে দেড় থেকে দুই বছর পর্যন্ত লতি তোলা যায়। কথাই নয় ভিডিওতে সরাসরি দেখতে পাবেন। একবার চাষ করলে ২ মাস পর থেকে ১২ মাস লতি তুলতে পারবেন। যশোরের লতিরাজের বৈশিষ্ট্য যতদিন যাবে গাছের চেহারা ভালো হবে। বাংলাদেশে এমন কোন লতি নাই যে, আমাদের যশোরের লতিরাজকে টেক্কা দিবে। আমাদের খাটো জাতের লতিরাজ এর লতি হবে গারো সবুজ রঙের বাজারে এর চাহিদা বেশি অণ্য লতির তুলনায় দামও বেশি। এক জায়গায় একশ মন লতি থাকবে আর আমার লতি থাকবে ৫ কেজি সবার নজর আসবে আমার লতির দিকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। অন্য লতির থেকে কেজিতে ১৫-২০ টাকা বেশি পাওয়া যাবে।
রাজিব সরকার রাজু
মনিরামপুর, যশোর।
০১৯২৮২৯৭০২১.