ম্যাডাম। বিসিএস শুধু শিক্ষা ক্যাডারে আবেদন করবো এক্ষেত্রে কি আবেদনে প্রফেশনাল /টেকনিক্যাল ক্যাডার দেখালে হয়ে যাবে কি নাকি আলাদা ভাবে সাধারণ শিক্ষা চয়েজ দিতে হবে কারন প্রফেশনাল/ টেকনিক্যাল ১২টি ক্যাডার আছে??প্লিজ ম্যাডাম অনুগ্রহ করে বললে খুব উপকৃত হবো।।