আপু খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ
@jowarfarming3 ай бұрын
অনেক দোয়া ও ধন্যবাদ
@BabuBabu-rj5ty27 күн бұрын
আপু তুতে ব্যবহার সম্পর্কে একটু বলুন
@NirmolNath-q7z3 ай бұрын
অনেক ধন্যবাদ আপু
@jowarfarming3 ай бұрын
অনেক দোয়া ও ধন্যবাদ
@shivapriyahiremath3 ай бұрын
আপনার আগের ভিডিও দেখে হেমকো পি এস দিতাম।আজ থেকে ভিনেগার ট্রাই করবো ❤❤
@jowarfarming3 ай бұрын
❤️❤️❤️
@MinuAraBegum-m2b5 ай бұрын
এরকম উপকারী ভিডিও আগে কখনো দেখিনি, ধন্যবাদ আপনাকে❤ সামনে এরকম ইউনিক ভিডিও দিবেন
@jowarfarming5 ай бұрын
ইনশাআল্লাহ দোয়া করবেন। অনেক ধন্যবাদ
@Md.Sahin-x3o5 ай бұрын
Beautiful advice
@jowarfarming5 ай бұрын
Thanx a lot
@mdmuktokhan68362 ай бұрын
মাশাআল্লাহ
@jowarfarming2 ай бұрын
Alhamdulillah
@md.abdullatifbhuiyan8301Ай бұрын
❤
@jowarfarmingАй бұрын
❤️❤️❤️
@jannatulferdous89945 ай бұрын
আপু আমি ৩ ৪ টা মুরগি পালি ১বা৩ মাস পর পর এত গুলো ঔষধ কেনা খুব সমস্যা হয়ে যায়। আমার বাসা পানিতে সমস্যা,প্রায়ই মুরগি পেটে সমস্যা হয়,, পাতলা পায়খানা হয়,,, আপনার ভিডিওটা আমার জন্য উপকারে আসবে।
@jowarfarming5 ай бұрын
ইনশাআল্লাহ ---- আলহামদুলিল্লাহ।
@mdehsan26082 ай бұрын
আপু আসসালামু আলাইকুম এনিটবাইটিক কি ভাবে কনমাইন করতে হয় কোন এনিটবাইটিকের সাথে কোন এনিটবাইটিক দিতে হয় এমন একটি ভিডিও দিবেন একটি এনিটবাইটিকের নাম বললে পওয়া যায় না তাই কয়েকটি এনিটবাইটিক নিয়ে একটি ভিডিও দিবেন প্লিজ অনুরোধ রইল আপু এবং ভাইয়ার কাছে।
@khatok5 ай бұрын
আপা আপনার ভিডিও গুলো আমার খুব ভাল লাগে। আমার বাসা নাটোরে আমার ছোট্র একটা খামার আছে।
@jowarfarming5 ай бұрын
কখনো যদি আল্লাহ পাক নাটোরে আমাকে নিয়ে যান, আপনার খামারে যেতেও পারি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি পারলে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন দিয়ে আপনার খামারের ঠিকানাটা দিয়ে রাখতে পারেন।
@khatok5 ай бұрын
@@jowarfarming তাহলে তো খুবই ভাল হয়
@khatok5 ай бұрын
আপনার নাম্বারটা যদি দিতেন তাহলে ভাল হতো
@Zaman_333Ай бұрын
আপু, pH এবং ভিনেগার যদি একই কাজ করে তাহলে এন্টিবায়োটিকের সাথে ভিনেগার কেন ব্যবহার করা যাবে না? ডাক্তারে তো দেখি এন্টিবায়োটিকের সাথে pH দিয়ে থাকে, তাহলে ভিনেগার কেনো এন্টিবায়োটিকের ব্যবহার করা যাবে না যদি জানাতেন।
@jowarfarmingАй бұрын
এন্টিভাইটিক এর সাথে ভিনেগার অথবা পিএইচ কোনটাই না দেওয়া উচিত। পি এইচ অথবা ভিনেগার হচ্ছে এসিডিফায়ার এর সাথে এন্টিভাইটিক মিশ্রণ করলে বিকিরণ করতে পারে, এটা কোনভাবেই মুরগির জন্য ভালো হবে না। পিএইচ অথবা ভিনেগার কোনটাই এন্টিবায়োটিক এর সাথে দেবেন না
@Zaman_33329 күн бұрын
@jowarfarming ❤️❤️
@NowrinBintiNurАй бұрын
টিউবওয়েলের পানি কি বিশুদ্ধ নয়? আমরাতো টিউবওয়েলের পানিই ব্যবহার করির তার পরেও হজমের সমাস্যা হয় এর করন কি এবং কি অষুধ ব্যবহার করা যেতে পারে? (ব্রয়লার মুড়গি)
@jowarfarmingАй бұрын
বিশুদ্ধ তবে পিএইচ লেভেল আমাদের জন্য সঠিক হলেও মুরগির জন্য নাও হতে পারে। পিস লেভেল সবসময় ৪ এর মধ্যে থাকা উচিত। আপনি পিএইচ টেস্টের কিনে নেন। পরীক্ষা করে দেখেন আপনার পানিতেই পেয়েছি লেভেল ৪ এর অধিক কিনা। যদি ৪ এর বেশি হয় সেক্ষেত্রে আপনাকে পানির পিএইচ অথবা ভিনিগার ব্যবহার করতে হবে
@HrdayeraHedayet76193 ай бұрын
Amar panir PH 7.8 ami 1litare 1 ml dite parbo
@BabulHossen-y9g25 күн бұрын
সালামুআলাইকুম আপু আপু সিরকা কি বুঝতে পারলাম না
@jowarfarming24 күн бұрын
ওয়ালাইকুম আসসালাম। ভিনেগারের আরেকটা নাম সিরকা। যে কোন মুদির দোকানে খোঁজ নেন পেয়ে যাবেন
@mamunrahman85063 күн бұрын
ভিনেগার /সিরকা
@MdTarikul-p7j2 ай бұрын
আসসালামু আলাইকুমপিএইচ কতদিন খাওয়াতে হয়?
@jowarfarming2 ай бұрын
ওয়ালাইকুম আসসালাম। প্রতি সপ্তাহে দুইদিন খাওয়ালে যথেষ্ট
@Mehjabin-p8n5 ай бұрын
Nice ❤❤
@jowarfarming5 ай бұрын
Thanx ❤️❤️
@asib-2791Ай бұрын
Apu florfenicol tah kothaw pua jacce nah dhakar kothay pabo
@jowarfarmingАй бұрын
উত্তর দিয়েছি
@labonnohalim32303 ай бұрын
Apu panite manusher glucose meshano jabe? Dose ke poriman hobe?
@jowarfarming3 ай бұрын
ভেট গ্লুকোলাইট অথবা ভেট স্যালাইন দেন।
@labonnohalim32303 ай бұрын
@@jowarfarming Thank you so much.
@giashudhien1746Ай бұрын
আসসালামু আলাইকুম
@jowarfarmingАй бұрын
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ
@masfikpetslover5 ай бұрын
আপু ph এর সাথে এন্টিবায়োটিক ঔষধ মিশালে কি এন্টিবায়োটিক কাজ করে না,বলবেন কি আপু ধন্যবাদ,, 👍❤️
@jowarfarming5 ай бұрын
পিএইচ যেহেতু একটা অ্যাসিডিফায়ার বা অ্যাসিটিক অ্যাসিড, তাই পিএইচ মেশানো পানিতে এন্টিবাইটিক প্রয়োগ করলে এক ধরনের প্রতিক্রিয়া হয়। আর এ কারণেই না দিয়াই ভালো। কিন্তু পি এইচ মেশানো পানিতে এন্টিবায়োটিক দিলে, -- এন্টিবায়োটিক কাজ করবে না এটা ঠিক কথা না।
@masfikpetslover5 ай бұрын
@@jowarfarming ধন্যবাদ আপু আপনাকে অনেক অনেক,, 👍👍
@MinuAraBegum-m2b5 ай бұрын
Apa murgike krimir osud dewar por liver tonic dilam, ajk ki antibiotic dite parbo?
@jowarfarming5 ай бұрын
মুরগিকে কৃমিনাশক দিলে মুরগি একটা ধকলে পড়ে যায়। এই কারণে যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে একদিন গ্যাপ দিয়ে এন্টিবায়োটিক দেন। চেষ্টা করেন এই সময় এন্টিবায়োটিক না দিতে। তবে বিপদে পড়লে তো দিতেই হবে!
@shariarhossain87015 ай бұрын
আপু। বয়লার এ জিংক এবং ক্যলপ্লএক্স কি একদিনে ব্যবহার করা যায়? অথার্থ সকাল এবং রাতে। বয়স ২৬ দিন। ওজন ১কেজির একটু বেশি 🥺
@jowarfarming5 ай бұрын
দেয়া যাবে। তবে একসাথে দিবেন না। জিংক সকাল বা দুপুর যখনই দেন না কেন, ক্যালসিয়াম সব সময় চেষ্টা করবেন বিকেলে বা সন্ধায় দিতে
@shariarhossain87015 ай бұрын
Thank you very much 😊
@ishratjahanmaya33355 ай бұрын
আগে মাঝে মধ্যে আপনার ভিডিও দেখতাম,আজ থেকে সব ভিডিও দেখব, নোট করে রাখব, আপনার নিয়মে মুরগী পালন করব, ইনশাআল্লাহ
@jowarfarming5 ай бұрын
ইনশাল্লাহ.... আলহামদুলিল্লাহ
@iftihasansifat45564 ай бұрын
আপু আমার ব্রয়লার মুরগির বয়স ৭ দিন ফিড পায়খানা করে কিছু মুরগি এখন করনিও কি জদি একটু তারাতারি বলতেন তাহলে আমি মেডিছিন ইউজ করতাম।খাবার কম খায় পানি বেশি খায়।
@jowarfarming4 ай бұрын
অতিরিক্ত গরম পড়লেও কিন্তু মুরগি খাবার কম খায় আবার পানি বেশি খায়। কিন্তু যেহেতু কিছু কিছু মুরগি ফিডের মত পায়খানা করছে, আপনি কোন এন্টিবায়োটিক না দিয়ে ফাস্ট জাইম নামে একটা ওষুধ আছে, এটা দিতে পারেন। এই ঔষধ নিয়ে আমার ভিডিও দেয়া আছে, দেখে নিতে পারেন
@jowarfarming4 ай бұрын
আর আপনি যদি প্রাকৃতিক কোন ওষুধ খাওয়াতে চান সে ক্ষেত্রে, পেঁপে গাছের পাতা রস করে পানিতে মিশিয়ে দিয়ে খাওয়াতে পারেন
@iftihasansifat45564 ай бұрын
ওকে আপু,আর একটা প্রবলেম আমার মুরগি গুলা ৩ ব্যাস দরে নেক্রোটিক এ আক্রান্ত হয় এটার জন্নে কি করতে পারি,,২০দিন পর থেকে হয় পানি খাওয়া কমিয়ে দেয় খাবার খাওয়া কমিয়ে দেয় তার পর পা শুকিয়ে জায় বুক শুকিয়ে জায়,তার পর পেটে পানি আসে তার পর অনেক মুরগি মারা জায়।
@shahinbaksh55062 ай бұрын
আপা কত ঘন্টা পানি খাওয়াতে পারব
@khatok5 ай бұрын
আপা ভিনেগার দেওয়া ভাল হবে নাকি ph ঔষধ দেওয়া ভাল হবে বলবেন প্লিজ
ওয়ালাইকুম আসসালাম। জি দেয়া যাবে। তবে গমের ভুসি একটু কম দেবেন, কারণ গমের ভুসি বেশি খাওয়ালে মুরগির গায়ে চর্বি জমে যার ফলে ডিম কম পারবে
@কৃষিখামারওপোল্ট্রিশিল্প3 ай бұрын
বড় মুরগিকে কয় বেলা দিবো? আর একটানা কতদিন দিতে পারবো?
@jowarfarming3 ай бұрын
ভিডিওটা একটু ভালো করে দেখেন ওখানে ডিটেলস বলা আছে
@md.kamrulislam29845 ай бұрын
আপা,আসসালামু আলাইকুম। আমার মুরগী গুলার পশম উঠে যায়।পরে দেখা যায় চামড়ার নিচে শক্ত হয়ে যাচ্ছে। এটা কি সমস্যা। এর প্রতিকার কি। দয়া করে একটু জানাবেন।আসসালামু আলাইকুম।
@jowarfarming5 ай бұрын
ওয়ালাইকুম আসসালাম। অসম উঠে যাচ্ছে তার মানে হয় ওরা নিজেরা নিজেদের পশম খেয়ে ফেলছে, না হয় এক মুরগি আরেক মুরগির পশম তুলে খেয়ে ফেলছে। কসম তুলে ফেললে সেই জায়গাটার চামড়া খুব স্বাভাবিকভাবেই শক্ত হয়ে যাবে। এটা কোন রোগ না। তবে মুরগির শরীরে ক্যালসিয়াম সহ বেশ কিছু ভিটামিনের ঘাটতি হয়েছে। পিকাসল নামে একটা ঔষধ আছে। এই ওষুধের একটা কোর্স করায় দেন। প্রতি মাসে একটা করে কোর্স করাবেন। আর মুরগির ঠোঁট কেটে দেন অথবা সেকা দেন।
@MdArafatRahman-nb9to5 ай бұрын
আমার দুটি দেশি মুরগির বাচ্চা পালন করি তারা প্রথমে চাল ভাত সব খেত আর ফিড খেতে চায় না আর এখন মুরগি খালি ভাত খেতে চায় আর সবুজ পায়খানা করে। আর এখন ফিড আর চাল এখন কীভাবে খাওয়াবো?? আর সবুজ পায়খানা দূর করার প্রাকৃতিক টিপস দেন। আর আপনার নাম্বার টি দিলে ভালো হতো
@jowarfarming5 ай бұрын
সবুজ পায়খানা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে দেখেন। ২১০ নম্বর ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে আলহামদুলিল্লাহ।
@sajibmir76505 ай бұрын
আপু ছোট ভাই হিসাবে, একটা লিস্ট দিতে পারেন, ০,থেকে কতদিন পর্যন্ত, কোন ঔষধ দিতে হয়,
@jowarfarming5 ай бұрын
চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই
@RituBithi5 ай бұрын
Assalamualikum apu amader onk gula murgir bascha ase tader shaskosto hosce naki pani ase and ha kore nisshas nisce o kashi hosce onk gula mara gase ki korbo apu khub tention hosce apu ki korbo.please khub duto help koren apu
@jowarfarming5 ай бұрын
ওয়ালাইকুম আসসালাম। ফ্লোর ফেনিকল গ্রুপের এন্টিবায়োটিক এর সাথে টিলমিকোসিন ফসফেট গ্রুপের এন্টিবায়োটিক কম্বাইন্ড করে খেতে দেন দিনে দুইবার একটানা ৫ দিন। সাথে রেস্পিরন বা রেসপিটন অথবা ব্রংকোভেট দেন। এন্টিবায়োটিকের কোর্স শেষ করে মুরগিকে লাইসো ভিট এর কোর্স করেন।
@RituBithi5 ай бұрын
@@jowarfarming assalamualikum apu apner kotha moto medicine disilam dawer pore thik silo aber jhim mera boshe thakce ki korbo apu.monthly cource complete korer porew at oshuk kano hosce apu ami khub hotas hoia jasci poramosho dia help koren please
@shamimmia83002 ай бұрын
আপু বয়লার মুরগি কতদিন খাওয়ানো যাবে
@jowarfarming2 ай бұрын
সপ্তাহে দুইদিন খাওয়ালে যথেষ্ট
@skalvi123 ай бұрын
যদি ক্যালসিয়াম, জিঙ্ক ব্যবহার করি তাহলে ভিনিগার কবে থেকে খাওয়াবো
@jowarfarming3 ай бұрын
আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি। মাসে চারবার অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একবার বড়জোর দুইবার খাওয়ালে যথেষ্ট। এবার আপনার ব্যবস্থাপনা আপনি নিজেই ঠিক করে নেবেন ইনশাল্লাহ
@MdAbdulali-cd1eu3 ай бұрын
আমার ১ হাজার বয়লার মুরগি বয়স ১৫ দিন য়ে সমস্যা তা হল গুর পায়খানা ও পেনা পায়খানা ও খাদ্য হজম হয়না করনিয় কি
@zannatnoor063 ай бұрын
লিভার টনিক দেন
@jowarfarming3 ай бұрын
সপ্তাহে দুইদিন পিএইচ ব্যবহার করেন। ফার্স্ট ড্রয়িং খাওয়ান। আল্লাহ ভরসা। গুড় পায়খানাটা রক্ত আমাশার দিকে টার্ন নিচ্ছে কিনা সেটা একটু খেয়াল করেন
@MoriumSultana-hf9fh4 ай бұрын
আমার বয়লার মুরগির বয়স ১০ দিন ওজন কম ভিনেগার টা কিভাবে দিলে ভালো হবে।
@jowarfarming4 ай бұрын
পানির ব্যাকটেরিয়া লেভেল মাপার স্কেল কেনেন। পানিতে যদি ব্যাকটেরিয়া বেশি হয় সেক্ষেত্রে, ১ লিটার পানিতে ২ এম এল ভিনেগার দিবেন। আর পানিতে যদি ব্যাকটেরিয়া লেভেল দশের মধ্যে হয় সেক্ষেত্রে এক লিটার পানিতে এক এমএল দিলেই হবে। এক সপ্তাহে একদিন একবেলা দেবেন। ভিনেগার মেশানো পানিতে কোনভাবেই এন্টিবায়োটি, জিংক বা ক্যালসিয়াম জাতীয় ওষুধ দেবেন না।
@RituBithi5 ай бұрын
Assalamualikum apu apne liter hisab a ki use koren?
@jowarfarming5 ай бұрын
একেবারে প্রথমেই আমি লিটারে পালতাম। তখন মোটা ধানের তুষ ব্যবহার করতাম লিটার হিসাবে। পরবর্তীতে মাচায় পালতাম।
@SaifulIslam-w1z4 ай бұрын
কয়বেলার পানিতে দিব?
@jowarfarming4 ай бұрын
এক বেলার পানিতে দিবেন। সপ্তাহে একদিন একবেলা দিলেই যথেষ্ট
@TopRollerNihal4 ай бұрын
আসসালামুয়ালাইকুম, আপনার চ্যানেলে মুরগির কৃমি বিষয়ক ভিডিও থাকলে কষ্ট করে ওটার লিংকটা দিন
@jowarfarming4 ай бұрын
ওয়ালাইকুম আসসালাম। আমার চ্যানেলে কৃমিনাশক নিয়ে একটা ভিডিও দেয়া আছে অনেক আগে। কিন্তু খামার সম্পর্কে কোন ডাক্তারের পরামর্শ না নিয়ে একজন খামারের উপর নির্ভর করে পথ চলার কারণে আমার কৃমি নাশক মুরগিকে দেয়ার মধ্যে কিছু ভুল ছিল। খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আর একটা ভিডিও দেব। এভিনেক্স নামে একটা ঔষধ আছে। এটা খুব ভালো একটা ক্রিমি নাশক। এই ওষুধটা সব ধরনের কৃমি মারতে সাহায্য করে। কিন্তু পেরাভেট নামে যে ওষুধটা বাজারে পাওয়া যায় সেটা মাত্র তিন ধরনের কিমি মারতে সাহায্য করে। এই কারণেই এভিনেক্স দেন। খুব ভোরবেলা অথবা যেদিন বৃষ্টি থাকবে অথবা রাতে কৃমি নাশক দেবেন। আপনার মুরগি আছে এবং মুরগিগুলো সারাদিনে কতটুকুন পানি খায় সেটা হিসাব করবেন। এইবার এই মোট পানিটা কে আপনি পাঁচ ভাগে ভাগ করবেন। যখন কৃমিনাশক প্রয়োগ করবেন তখন ২ ঘণ্টার জন্য যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানিতে ক্রিমিনাল আসুক মেশাবেন। ২ ঘন্টা মুরগি কৃমিনাশক মেশানো পানি খাবে। ২ ঘন্টা পর অবশ্যই পানি ফেলে দেবেন। যদি ভোরে ওষুধ দেন সেক্ষেত্র সারারাত পানি না দিয়ে রাখবেন। এবং ভোরে প্রথমে শেডে ফিড দেবেন। শুকনা গলায় খাবার খেয়ে ওদের প্রচন্ড পানি পিপাসা লাগবে, তখন দেখবেন ওরা ওষুধ মেশানো পানি বেশি বেশি খাচ্ছে। ২ ঘন্টা পর কিন্তু অবশ্যই পানি ফেলবেন। এবং অবশ্যই ঠান্ডার দিনে কৃমিনাশক দেবেন। যেবেলা কৃমিনাশক দেবেন, তার পরের বেলা লিভার টনিক দেবেন। লিভার টনিক এক বেলা করে মোট তিন দিন দেবেন। আশা করি বোঝাতে পেরেছি
@jowarfarming4 ай бұрын
যদি বুঝতে বেশি সমস্যা হয় সেক্ষেত্রে লাস্টের ভিডিও তে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনি আমাকে ফোন দিতে পারেন
@RUMAEvrythingBlock2 ай бұрын
আপু লাস্টে কত নাম্বার ভিডিওতে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া আছে আমি তো অনেক খুজলাম পাইলাম না@@jowarfarming
@mdArman-wi3bi4 ай бұрын
আমার কতগুলো ১মাস ৫ দিনের ব্রাহামা মুরগির বাচ্চা আছে খাবার কম খায় কি করব?
@jowarfarming4 ай бұрын
গরমের জন্য খাবার কম খাচ্ছে মনে হয়। আপনি জিংকের এটা কোর্স করায় দেন। আর সপ্তাহে একদিন করে পানিতে ভিনেগার দেবেন। প্রত্যেক সপ্তাহে ভিটামিন সি-এর তিন দিনের একটা কোর্স করাবেন। ইনশাল্লাহ খাবে ভালো পাশাপাশি গ্রোথ ও ভালো থাকবে
@MdArafatRahman-nb9to5 ай бұрын
মুরগির জন্য এলোভেরায় কি আছে
@jowarfarming5 ай бұрын
আমার বেশ কিছু দিন আগের একটা ভিডিও তে বিভিন্ন ভেষজ উপাদান নিয়ে কথা বলেছি। সেখানে এলোভেরার গুন নিয়ে কথা বলা আছে আলহামদুলিল্লাহ
@mitupervin78925 ай бұрын
আসলামু আলাইকুম, আপনি যে ভিডিও দিয়েছেন তা আমার উপকার হয়েছে । আমি মুরগির বিষয়ে কথা বলতে চাই please আপনার ফোন নাম্বার টা কি দেওয়া যাবে ভাই। আমি এই বিষয় একদম নতুন।
@jowarfarming5 ай бұрын
ভিডিওর শুরুতেই তো ফোন নাম্বার দেওয়া আছে। আবার একবার দেখবেন প্লিজ
@jowarfarming5 ай бұрын
ওয়ালাইকুম আসসালাম
@sakib86185 ай бұрын
আপু আমার মুরগি আনেক ঠোকরা ঠোকরি করছে কি করছে প্লিজ বলবেন।
@jowarfarming5 ай бұрын
পিকাসল নামে একটা ওষুধ আছে। এই ওষুধের কোর্স করে দেন। প্রতিমাসে এই ওষুধের কোর্স করাবেন। মুরগির ঠোঁট কেটে দেন অথবা ছ্যাকা দেন
@isatjahanismam38095 ай бұрын
আসসালামু আলাইকুম আমি একজন সাধারণগৃহিণী কিছু টাকা উপার্জন করে আমার সংসারে ব্যয় করতে চাই আমার চারটা কন্যা সন্তান। আপনার থেকে কিছু শিখতে চাই আপনি কি আমার বাসায় আসবেন আমি পরাধীন একজন স্ত্রী আপনি তো মহিলা তাই আপনাকে কথাটা বললাম
@jowarfarming5 ай бұрын
ওয়ালাইকুম আসসালাম। আপা আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করেন। ভিডিওর শুরুতে দেখেন আমার ফোন নাম্বার দেওয়া আছে। আসলে যেহেতু আমি নিজেও একজন মহিলা, আমি বাসার বাইরে খুবই কম যাই। আপনার বাসার ঠিকানাটা আমাকে জানাতে পারেন। আর আপনি ফোনে আমার সাথে কথা বললে, আমি যতটুকু জানি আপনাকে জানাবো নিশ্চয়ই ইনশাআল্লাহ। আপা আমি নিজেও কিন্তু খুব ভালো জানি না। ডাক্তার সাহেব আমাকে যেভাবে বলেন, --- আমি ঠিক সেভাবেই ভিডিও ছাড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ
@PuspobalikaPuspobalika4 ай бұрын
আমার মুরগী খাবার খাচ্ছেনা। কি করব আপু😢?
@jowarfarming4 ай бұрын
খাবারটা একটু চেঞ্জ করে দেন। অর্থাৎ মুরগি যদি ফিড খেয়ে অভ্যস্ত থাকে সেক্ষেত্রে, মুরগিকে কয়েকদিন মাখানো খাবার দেন। পাশাপাশি ঘাস, শাক এগুলো দেন। মুরগিকে জিংক খাওয়ান। পরপর তিনদিন ভিটামিন সি-এর একটা কোর্স করেন। দিনে একবার করে।
@mirafif29354 ай бұрын
আপু আমার মুরগির লেজ বাঁকা হয়ে গেছে এখন কি করব?
@jowarfarming4 ай бұрын
মুরগির পেটের কোন সংক্রমণ হয়েছে কিনা দেখেন। শরীর খারাপ থাকলে শরীরের যে কোন অঙ্গ প্রত্যঙ্গ বেঁকে যেতে পারে বা খোঁড়া হয়ে যেতে পারে। লেজ বেঁকে যাওয়া সম্পর্কে আমার আসলে তেমন আইডিয়া নাই। ডাক্তার সাহেবের সাথে যদি এ ব্যাপারে আমার কথা হয়, আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও দেব ইনশাআল্লাহ