Рет қаралды 35
#24ghantaindiatv #NEWSমন্তেশ্বরের পিপলনে ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন ভাগরা ডায়মন্ড ক্লাব, উপস্থিত চলচ্চিত্র অভিনেতা বাদশা মৈত্র, ফুটবলার হেমন্ত ডোরা মন্তেশ্বর ব্লকের পিপলন রামকৃষ্ণ সংঘের পরিচালনায় পিপলন গ্রামবাসীর
উদ্যোগে পিপলন রামকৃষ্ণ সংঘের ফুটবল
খেলার মাঠে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন প্রান্তের ১৫ টি ফুটবল দলের টিম নিয়ে প্রায় একমাস ব্যাপীচলাএকটি নক আউট ফুটবল প্রতিযোগিতার তার আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা হাতে নিয়ে এলাকার প্রাক্তন সৈন্যদের দ্বারা বাজনা সহকারে চলচ্চিত্রজগতের বাদশা মৈত্র সহ বিশিষ্টজনেরা মাঠ পরিক্রমা করে জাতীয় সংগীত ও খেলোয়ারদের পরিচয় পর্ব,সহ পায়রা উড়িয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাইনাল খেলা শুরু হয়।
খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন আমলা আই এস অফিসার জয়ন্ত আয়কর, চলচ্চিত্র অভিনেতা বাদশা মৈত্র, মোহনবাগান মাঠ কাঁপানো প্রাক্তন খেলোয়াড় হেমন্ত ডোরা, সুবীর ঘোষ, সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। খেলার মাঠে প্রচুর মহিলা সহ দর্শক ছিল কানায় কানায় পূর্ণ, হয়ে একটা উৎসবে পরিণত হয়।
এই ফুটবল প্রতিযোগিতা খেলার উদ্যোক্তা ধনঞ্জয় সামন্ত জানান এলাকার যুব সমাজকে আরোও মাঠ মুখী করার লক্ষ্যে, সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজ মাঠ মুখি হয় তার জন্যই এই খেলার মূল লক্ষ্য।
আজকের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতা খেলায় মুখোমুখি হয় ভাগরা ডায়মন্ড ক্লাব বনাম মন্তেশ্বর এলাহি ভরসা ক্লাব একাদশ। ভাগরা ডায়মন্ড ক্লাব মন্তেশ্বর এলাহি ভরসা ক্লাব একাদশকে ৪-০ গোলে হারিয়ে জয়ী হয় ভাগরা ডায়মন্ড ক্লাব। খেলার চ্যাম্পিয়ন হয় ভাগরা ডায়মন্ড ক্লাব।
এই খেলার ম্যান অব দ্য সিরিজ হয় বিজয়ী দলের ভাগরা ডায়মন্ড ক্লাবের খেলোয়াড় শেখ সাহিন, ম্যান অব দ্যা ম্যাচ হয় ভাগরা ডায়মন্ড ক্লাবের খেলোয়াড় রেনো চৌধুরী