Рет қаралды 174,295
মূল্যবান পার্সেল পাঠানোর দীর্ঘ এক মাস পরেও প্রাপকের কাছে পার্সেল না পৌঁছানোয় এবার অভিযোগের কাঠগড়ায় পোস্ট অফিস। স্পিড পোস্ট যোগে আগরতলা থেকে ব্যাঙ্গালোরে একটি ২৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন পাঠিয়ে রীতিমতো বিপাকের শিকার হতে হলো এক যুবতীকে। কুঞ্জবন পোস্ট অফিস হয়ে হেড পোস্ট অফিস ঘুরে কোলকাতা পর্যন্ত পার্সেলটি পৌঁছার খবর রয়েছে পোস্ট কর্তৃপক্ষের কাছে। যে কারণে পোস্ট অফিসের ভূমিকায় রীতিমতো হতাশ হয়ে পড়েছেন সেই যুবতী মেয়েটি।