বাংলা গানের জগতে সবচেয়ে লুকিয়ে থাকা উজ্জ্বল তারা সুব্রত বাবু। 'শহরের উষ্ণতম দিনে' গানটি তার সুর করা এবং গাওয়া। আপামর বাঙ্গালী এই গানটি শুনে বড় হলো, বুড়ো হলো তবুও তাকে কেউ চিনলো না। এখানেই সৃষ্টির সৌন্দর্য। সৃষ্টি সর্বদাই স্রষ্টার থেকে বড় হওয়াই উচিত। গৌতম বাবুর জেলে বসে লেখা নীল সাগরে এই গানটি আমি যতবার শুনি ততবার ভাবি যে এমনও একটি গান লেখা যেতে পারে! জীবন, প্রেম ও বিল্পব --- এদের মাঝে সূক্ষ্ম রেখাটুকু নেই! এতই সহজ! কেন বারবার উনি তা প্রমাণ করতে পারেন? আমরা কেন তা এতো দিন পরেও একটা প্রেমের জন্য নির্ঘুম রাত কাটাতে পারি না! সত্যিই অনেক কিছু শিখে নেবার পরই জীবন সুন্দর হয়... ফাঁকি দিয়ে কিছু হয় না.
@AdnanAshifDebi Жыл бұрын
সুরটা শুরুতেই একটানে early 90s e নিয়ে যায় , যে সময়টায় আমরা মাত্র সাদাকালো থেকে রঙিন যুগে প্রবেশ করলাম.. যখনকার তোলা ছবিগুলো অ্যালবামে থাকতে থাকতে প্রায় ঘোলা হয়ে গিয়েছে.. আমাদের অনেকের বাসায়ই হয়তো আমাদের parents দের এরকম সময়ের তোলা ছবি আছে যেখানে মায়ের শাড়ির আঁচলটা বাতাসে হালকা উড়ছে আর বাবা হয়তো বুক খোলা শার্টের সাথে বেলবটোম প্যান্ট পরে দাঁড়ানো.. যে সময়টায় সাগর পাড়ে ছিলোনা অতিরঞ্জিত কৃত্রিমতা.. ছিলো শুধু বালি, আবেগ আর গাংচিল.. 🖤 এমন সুর , এমন কথা , এমন কন্ঠ কান শরীর এবং মনের জন্য আরামদায়ক... Complete relaxation for body n soul... 🧡🙏
@MeemArafatManab4 жыл бұрын
আমার ডুবুরি মন, মনের মুক্তোটাকে খুঁজে না পেলেও এমন একটা গানকে তো খুঁজে পেয়েছে। গৌতম চ্যাটার্জী, সুব্রত ঘোষ, শুশ্মিত না নাঈম মাহমুদ, কাকে ধন্যবাদ দেবো জানি না। গান ভালোবেসে তাই গানকেই প্রণতি, গানকেই সালাম!
@nibirgaming9926 Жыл бұрын
@riyadahmed6336 same thing brother
@AsifShahriyarSushmit5 жыл бұрын
অসাধারণ। এগুলো হঠাত খুঁজে পেলে বাঁচতে ইচ্ছে হয় আরো। কত কী শোনার আছে বাকি ...
@jessypinkman46925 жыл бұрын
হো ভাই ঠিক কইছেন 💙
@piasdas92605 жыл бұрын
রূপসা টা শুইনা দেখতে পারেন, অঅঅসাধারণ। (রেকর্ডিং যদিও বাজে।)
@arpankonar54074 жыл бұрын
"bachte iche hoy aro" .. hoyto ei bakyotai khujchilam ..dhonnobad
@khairul-Ismam3 жыл бұрын
মনের কথা
@SMANIK-zn7lo2 жыл бұрын
কোথাও বৃষ্টি হবার পরে যখন ঠান্ডা বাতাস এসে হৃদয় শীতল করে দিয়ে যায় এই গানটায় ঠিক তেমন অনুভূতি।
@farhanhossain63912 жыл бұрын
নীল সাগরে রোদভেজা বাতাসে গাংচিল ওড়ে আর কতো গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। রঙিন আতশবাজী ছোট ছোট স্মৃতি সব ভীড় করে আকাশে আবার মিলায় হায় হায় দিন যায় রাত যায় সব যায় তবু আমি বসে থাকি তোমার আশায় নীল সাগরে অতল গভীরে সোনালী ঝিনুক কতো স্বপ্ন ছড়ায় তোমার গভীরে আমার ডুবুরী মন মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়
@s.mtajulislam1392 жыл бұрын
১০০ বছর পর যদি ইউটিউব থাকে আর তোমরা যারা এই গানটা শুনছো তোমাদের রুচির প্রতি সম্মান রইল...❤️
@hysagain2 жыл бұрын
Thakbe...but metaverse er roop nebe....eto boro problem solving product
@parthosarker83832 жыл бұрын
❤️❤️
@Shah.072 жыл бұрын
500 bosor pore amar salam o adab sobaike
@pialkhan43502 жыл бұрын
♥️
@ShamimAhmed-px3yr2 жыл бұрын
৯ বছর পর আমি শোনলাম! শহস্র বছর পরও থাকবে ♥ This song & singer.
@সুপ্তডিঙা2 жыл бұрын
আমি মফস্বল শহরতলি ছোট একটি গ্রামের। যে গ্রামে এখনো আলো পৌছায়নি টিকটাক। সেই একি রকম গ্রামের কেউ যদি এই গান শুনো বুঝব একদিন বদলাবে পৌছাবে আলোর মিছিল। সেই মিছিলের মশাল হবে তোমরা। ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে আমি সুপ্ত। শ্রদ্ধা এই ব্যান্ডের প্রয়াত এবং প্রধান গৌতম চট্রোপাধ্যায় কে। যিনি এই অপার্থিব দুনিয়ায় না এলে আমরা "মহিনের ঘোড়াগুলি" এই চিরঞ্জীব ব্যান্ডদল পেতাম না।
@dnromeoalphayankee13 Жыл бұрын
Subrata Da, the great talent that he is, was my cricket captain at Salt Lake Welfare Association. Always encouraged me to bowl flat out fast. He would throw the ball to me and shout for the batsman to hear..."Kill him" The same guy after some time would pick up his guitar and spin a different web altogether...God bless him
@ধ্রুবতারা-দ৫ত2 жыл бұрын
এত সুন্দর লাগলো যে ভাষা নেই সেটা প্রকাশ করার , কর্ন গুহর যেনো এক অজানা শান্তি পেলো , এক কথায় আমি মন্ত্রমুগ্ধ 😌 বেঁচে থাকুক সত্যি কারের শিল্পীরা , বেঁচে থাকুক তাদের অমর সৃষ্টি করা গান গুলো। ❤️❤️❤️
@nirupamdas65586 жыл бұрын
ওহ!সুব্রত দা যত শুনি আপনার গলা,মুগ্ধ হই। এত্তটা underrated মিউজিসিয়ান আমি দেখিনি বললেই চলে।এই সিরিজের সব কটা গানই শুনলাম। সে সময়ের আরও কিছু অজানা কিংবা মণি দাকে নিয়ে নতুন কিছু যদি সম্ভব হয় তবে আপলোড করবেন।অনেক ধন্যবাদ যিনি আপলোড করেছেন।আহা!যতই লিখবো যেন কম হবে।
@nilanjansaha90765 жыл бұрын
apnar fb profile link ba kono contact details deben plz. ektu kotha chhilo, ami Gorer Math niye research korar cheshta korchhi.
@samratmehedi77394 жыл бұрын
@@nilanjansaha9076 "সুজন ভৌমিক" এই নামে সার্চ দেন
@meherunnesa41232 жыл бұрын
@@samratmehedi7739 এইটা কি ফেসবুক একাউন্টে?
@rahulpaul31972 жыл бұрын
That "bless you" to the little girl at 2:33 took the awesomeness of this song to another level.
@iknobboi2 жыл бұрын
Just noticed the moment (of course after seeing your comment), absolutely precious.
@shikhon2865 Жыл бұрын
এলোমেলো মন পথ খুঁজে পেল। সত্যিই আফসোস হচ্ছে এরকম একটা গান মাত্র খুঁজে পেলাম। এই গানটার সকল স্রোতার রুচির প্রতি শ্রদ্ধা রইল🙏 গায়ক বেঁচে থাকুক আরও সহস্র বছর।আর্শীবাদ রইল❤️
@argharaha20979 ай бұрын
আহা, গান শুনে মন জুড়িয়ে গেল। খুব শান্তি পেলাম। গুমোট গরমের পর এক পশলা বৃষ্টি হলে শরীর যেমন শান্তি পায় তেমনিই এই গান শুনে শান্তি পেলাম।
@jisuzisan28943 жыл бұрын
অসাধারণ এই গান টা এই যুগে হলে কয়েক মিলিয়ন ভিউস হতো। একটানা শুনে যাচ্ছি।
@dhrubochowdhury71752 жыл бұрын
নীল সাগরে অতল গভীরে গাঙচিল ওরে আর কতো গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। নীল সাগরে অতল গভীরে গাঙচিল ওরে আর কতো গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। রঙিন আতসবাজী ছোট ছোট স্মৃতি সব ভীর করে আকাশে আবার মিলায় হায় হায় দিন যায় রাত যায় সব যায় তবু আমি বসে থাকি তোমার আশায় রঙিন আতসবাজী ছোট ছোট স্মৃতি সব ভীর করে আকাশে আবার মিলায় হায় হায় দিন যায় রাত যায় সব যায় তবু আমি বসে থাকি তোমার আশায় নীল সাগরে অতল গভীরে সোনালী ঝিনুক কতো স্বপ্ন ছড়ায় তোমার গভীরে আমার ডুবুরী মন মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায় নীল সাগরে অতল গভীরে গাঙচিল ওরে আর কতো গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়।
@mdnaimislam10313 күн бұрын
❤❤
@ajt-abrarjariftahsin9525Күн бұрын
Thankss
@rajibsarker70612 жыл бұрын
ডুব দিয়েই শুনতেছিলাম গানটা একবার দুইবার তিনবার....... পরে আরো কত বার! মনোমুগ্ধকর...... গানটা শুনছিলাম আর মনে হচ্ছিলো প্রতিদিন সূর্যোদয়ের মতো গানটা শুরু হলো এবং সূর্যাস্তের মতো গানটা শেষ হলো।দুটোরই নিজস্ব সৌন্দর্য আছে। অনুভূতিগুলো আমাকে দেয় সুখ,দুঃখের মতোই। ♥বাহ্ বাহ্ বাহ্♥
@sadihasan846311 ай бұрын
2024 সালে এসে গান টা শুনছি, এই প্রজন্মের, প্রজন্ম যদি এই গান শুনে থাকো এখনো বা আরো বহু বছর পরেও, তাদের রুচির প্রতি আমার সম্মান প্রদর্শন করলাম❤❤
@sayanmajumder34044 ай бұрын
khub sundor likhechen
@sadihasan846311 ай бұрын
"আব তেরা রুচি ছাব সে উচি" কমেন্ট করে গেলাম ২০২৪ সালে যারা গানটা শুনবে তারা কমেন্ট এ একটা রিয়াক্ট দিয়ো।
@RightThought-yj8rzАй бұрын
ভাই আর একবার এসে শুনে যান
@shamimahmed53683 жыл бұрын
গানটা শুনেই গানের প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর গান হয় কি!!! অাগে কেন শুনি নাই এই গান। তাহলে যাপীত জীবনটা অারেকটু মসৃণ হতো।
@ImrulSarker-u2fАй бұрын
সত্যিকার অর্থেই ভাই নীলসাগরের অনেক গভীরে ও জাদুর সুরের মূর্ছনা। মনে থাকার মত মুহূর্ত প্রতিটি লাইন অবশ্যম্ভাবীরূপে। যেন মিলে যায় যোজন দূরে দরজা তোমার জন্য। তোমার জন্য দোয়া রইল গৌতম দাদা
@princeahmedfarhan55582 жыл бұрын
খোদার কসম মনে হয় গনের মধ্যে হারিয়ে ফেলছি নিজেকে এতো সুন্দর গান হয় আমি চাই এই ভাই টা সব সনয় গান গাঁক 💝
@anirbanbose5242 жыл бұрын
গান টা আজ থেকে ৩০বছর আগের হলেও আজও ভীষণ ফ্রেশ আর আধুনিক। একটা অদ্ভুত vibe আছে গান টায়। I just loved it।
@Amuzic_Earth Жыл бұрын
Mohiner protita gan e Tai. Ar sejonnei eto bhalo lage.
@anSean11 ай бұрын
Moheener ganer boyes kome, bare na, ki bhebe je likhten ei kshudro mostisko diye dhorte pari na
@চোখ-হ৪ম10 ай бұрын
❤
@kazielora21753 жыл бұрын
অসাধারণ! It stirred up long lost memories, dreams, feelings and what not! Can't thank you enough.
@srdevil9466 Жыл бұрын
মানুষ সারা দিনটা কোনো না কোনো ভাবে তো পাড় করে ফেলে কিন্তু রাতের গভীরতার সাথে সাথে কেমন যেন প্রিয় মানুষের অভাব, তাকে কাছে পাওয়ার ইচ্ছাগুলো তীব্র হতে থাকে৷ ঠিক তখনই মনে হয় তার আকাশে আমার মনের পাখি বড্ড অসহায় হয়ে ডানা ঝাপটাই,কিন্তু পাখি স্থির হওয়ার জায়গা নেই। তবুও দিন যাচ্ছে রাত যাচ্ছে, তাকে পাওয়ার কোনো সম্ভবনা নেই,কিন্তু তারপরেও পাখিটি ঠিকই আশা বাঁধে, যার নাম হতাশা💔
@affirmativedave.18464 жыл бұрын
গানটা মণিদা (গৌতম চট্টোপাধ্যায় ) নকশাল রাজনীতিজীবনে জেলে বসে লিখেছিলেন। অপ্রকাশিত এই গানটি কোন এলবামে নেই, সূত্র অনুসারে পাওয়া যায় কিছু অনুষ্ঠানে গানটি দুএকবার গাওয়া হয়েছে। গানটার এখানকার গায়ক সুব্রত ঘোষ নব্বই পরবর্তী সময়ে মণিদার সাথে মহীনের ঘোড়াগুলি পুনরুত্থান এর একজন অন্যতম পুরোধা।
@9q8hi174 жыл бұрын
gaanta original koi pabo
@917431443 жыл бұрын
G5
@abirbanerjee13 жыл бұрын
Uni ki nokshal jongi chilen?
@maheranam3182 жыл бұрын
@@abirbanerjee1 Jongi? 😂
@Warrukbadikpapa2 жыл бұрын
@@abirbanerjee1 congress er ottachar deakhle jongi bolten na.
@Arpan14122 жыл бұрын
Unbelievable... আপনাকে কোটি কোটি প্রণাম 🙏আজ প্রথম বারের মত গান টা শুনলাম ...ভাবতে পারছি না ,এরকম অসাধারণ lyrics, composition, আর আপনার আওয়াজ ... চোখের কোনে জল ...অনেক অনেক ধন্যবাদ ...এটা এত ভালো যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়...
@oliollahjannat2 жыл бұрын
2022 এ এসেও এই গান গুলি শুনি, 🌸 ২০২২ এর পরে যদি কেও এই গান শুনেন তাহলে এই কমেন্টে একটা লাইক দিয়ে যাবেন,, তহলে বুঝতে পারবো যে ২০২২ বা এর পরেও এই গান গুলি কেউ শুনে ❤️❤️ সেই আগের মতই ভালোবাসি গান গুলো ❤️
@abidhasnat41652 жыл бұрын
This one is masterpiece ❤️
@sajibahammed98272 жыл бұрын
কতবার গেয়েছি ঠিক হিসেব নাই, এই এক গানে কত শত রাত পার হয়ে গিছে! আহা কী সুন্দর দিনগুলো!! লাভিউ বন্ধু সামি, ছোট ভাই নাবিল আর পুচু। ❤️❤️
@kazisafwathabedin93697 жыл бұрын
Love from Bangladesh.
@bijoyaybee2 жыл бұрын
১০০ বছর পর যদি কেউ গানটা শুনতে আসো,শতবছর অতীত থেকে তোমার রুচির প্রতি রইলো ভালোবাসা,, হাজার বছর পরও গানটার যৌন স্থীর থাকবে।
@MehrabSheikh-t7c9 ай бұрын
বয়স বেশি না ২৩আমি যানি না আমার সমবয়সী কেউ এই গানটি ফিল করে কি না আমি গানটি আরো ৪ বছর আগথেকে শুনি আর মাঝে মাঝেই এখন ২০২৪ সাল আসা করি সামনেও আজকের মতোই প্রিয় থাকবে এই গানটি ❤
@apon81307 ай бұрын
১৯ বছর আমার, অটোটিউনের যুগে শুনছি ❤
@romanmredha19387 ай бұрын
🖤✌️
@nihongypsy5 ай бұрын
Age does not matter. Good music is good music
@aniketghosh11185 ай бұрын
Same! Bhalo gaan er Ruchi manush niye jonmay. Otar kono boyosh thakena. Ar eishob gaan omor. Jotodin bangla bhasha thakbe ei gaan thakbe!❤️
@aniketghosh11185 ай бұрын
Bhalo gaan er Ruchi manush niye jonmay. Otar kono boyosh thakena. Ar eishob gaan omor. Jotodin bangla bhasha thakbe ei gaan thakbe!❤️
@faiyazkabir412 жыл бұрын
The casual family environment took this masterpiece to the next level
@tigerraj9340 Жыл бұрын
যতবার এই গানটা শুনছি মনে হচ্ছে আমি কোথায় যেনো হারিয়ে যাচ্ছি⛈️⛈️⛈️😌😌😌😌।।।খুব মনের গভীর থেকে গানটি গেয়েছেন ,,শুনে আমার কান জোড়া মুগ্ধ হয়ে গেলো😌
@priyasankarghoshhajra75089 ай бұрын
নীল সাগরে .... শুরুর এই শব্দ দুটোর সুরেই Great GC এর Signature টা কী সুন্দর ভাবে স্পষ্ট হয়েছে আপনার গায়কীতে। অনেক ধন্যবাদ আপনাকে।❤
@sakib27355 жыл бұрын
Idk where I saw this- we dont find an art, the art finds us. I am glad this song has found me.
@shafirh0072 жыл бұрын
অসহায়, ক্লান্ত, শ্রান্ত মন নিয়ে বহুদিন পরে আবারো এই গানটা প্লেলিস্টে। নেই কোন পিছুটান, নেই কোন বড় স্বপ্ন। সব পরাজয়, অভিযোগ, অপ্রাপ্তি মেনে নিয়ে আমার মন আজ বড় ক্লান্ত... (স্মৃতিময় কমেন্ট) ২৫ আগস্ট, ২০২২ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।
@faysalhossain33493 ай бұрын
কে কে ২০২৪ এ শুনছেন গানটা
@sanjaymukherjee50702 ай бұрын
🤚🤚🤚
@dr.shahriarkhan68875 ай бұрын
This is one of best songs I have ever heard. Reasons include, the amazing lyrics, and sincerity with which it was sung. The lead guitarist accompaniment, who just picks up the guitar and starts playing. Plus the casual family environment casts an amazing ambience. Even a well-rehearsed stage version cannot beat the ambience of this home version. I hope to return, to listen to this song repeatedly.
@SaurabhSikdar Жыл бұрын
2:10 ম্যাজিক!!! এই লোকগুলো সত্যিই ম্যাজিক জানেন। কি অসাধারণ একটা অনুভূতি ❤
@hirakroy27665 жыл бұрын
Loved it.. Very Clean.. Both singing and playing..!!
@soumik98763 жыл бұрын
প্যানডেমিকের আগে হলে সবাই গানটা শুনতাম,একসাথে গাইতাম। একবছরের উপরে হয়ে গেলো,গানটা এখন খুব নস্টালজিয়ার ফিল দেয়।
@tareqchowdhury9742 Жыл бұрын
নীল সাগরে, অতল গভীরে গাংচিল ওড়ে আর কতো গান গায়, তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়, তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। রঙিন আতসবাজী ছোট ছোট স্মৃতি সব ভীড় করে আকাশে আবার মিলায়, হায় হায় দিন যায় রাত যায় সব যায়, তবু আমি বসে থাকি, তোমার আশায়। নীল সাগরে, অতল গভীরে সোনালী ঝিনুক কতো স্বপ্ন ছড়ায়, তোমার গভীরে আমার ডুবুরী মন মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়, তোমার গভীরে আমার ডুবুরী মন, মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়। নীল সাগরে, অতল গভীরে গাংচিল ওড়ে আর কতো গান গায়, তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়, তোমার গভীরে আমার ডুবুরী মন, মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়।
@ayatahmedovi21753 жыл бұрын
- নীল সাগরে অতল গভীরে গাংচিল ওড়ে আর কতো গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। ❤️
@ashikur_Rahman102 жыл бұрын
সর্বকালের সর্বসেরা আমার শোনা গানের মধ্যে ইহা প্রথম স্থান অধিকার করিয়া নিয়াছে অফুরন্ত ভালোবাসা রইলো গায়ক এবং সকল শ্রতাদের জন্য ❤️
@hrrsev2 жыл бұрын
Imagine singing this song at a gathering surrounded by the people you love.
@mustahidriad87312 жыл бұрын
imagine this at our Tsc
@Stella-jt5rz2 жыл бұрын
us
@hrrsev2 жыл бұрын
@@Stella-jt5rz tui amare kemne paisos
@Stella-jt5rz2 жыл бұрын
@@hrrsev gaan ta shuntesi chod hoye, tor comment 3rd e chilo
@hrrsev2 жыл бұрын
@@Stella-jt5rz dost amio onek chod uddan e asi
@srinjoyghosh82292 жыл бұрын
গান টা শুনলে অনেক পরিচিত কিছু সাংসারিক স্খলের আওয়াজ ও স্রিতি খুঁজে পাই। অনেক ভাবে বুঝিয়ে দেয় যে সব কিছুর মধ্যে দিয়েই সংগীত চর্চা বজায় রাখতে হবে। আপনাকে প্রণাম জানাই। অসংখ্য ধন্যবাদ !
@pronobdeysarkar85184 жыл бұрын
সুব্রত, অনেক দিন পর, আপনাকে খুঁজে পেলাম নব্বুইয়ের মাঝামাঝি, এক সন্দ্যায়, আপনাকে পেয়েছিলাম প্রেসিডেন্সিতে । প্রথম গড়ের মাঠ... শহরের উষ্ণতম দিনে ধাঁধার থেকেও যখন জটিল, একাধারে সরল......... সেইসব সময় পেরিয়ে, এতোদিনে খুঁজে পেতাম আপনাকে । নিশ্চয় ত্রুটি ছিলো আমার । নাহলে আগেই পেতাম গানে ভালোবাসা নেবেন অনেক
@subratg4 жыл бұрын
🙏🙏🙏
@travelforlife6941 Жыл бұрын
@@subratg nice
@sktarek6539 Жыл бұрын
@@subratgস্যার একবার যদি একটু কথা বলতে পারতাম❤️
@aymanniyaz8366 Жыл бұрын
এখন ২০২৩ আজ ও গৌতম দা এর নীল সাগরে হৃদয়ে গাথা... এই যুগ অনেক কিছু হারিয়েছে....বলছি আমি মৃত্যু পথো যাত্রী...
@sroy35512 жыл бұрын
💖💖🙏🙏Pronam goutam chattopadhya k Pronam jini Gan ta korecheen bolei hoyto eto sundor ekta Gan hariye jaini... ✨🌷🌼😊💖
@kironbiswas21410 ай бұрын
মুহিনের ঘোরাগুলি সারাজীবন মানুষের মনে আর মুখে মুখে সুরের রঙ মাখিয়ে যাবে।।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sharifulislam07079 ай бұрын
এটা ওই ব্যান্ডের গান?
@debasishdutta83522 жыл бұрын
Mind blowing cover, any adjective will be an understatement!!!!!! Kemon jeno duur theke bheshe asha abeg er daabi!!! Par excel!!!
@fire1265s Жыл бұрын
He is the original singer not a cover
@bangladeshivines702 жыл бұрын
KZbin recommended me this song ❤️ My ears are blessed to hear this masterpiece 🌼
@secondride3109 Жыл бұрын
2023 সালে মন্তব্য করছি, তোমার যারা এখন এই গান টা শুনছো আমি তোমাদের রূচির প্রতি সন্মান জানাই।
@santanukganguli64913 жыл бұрын
Extraordinary. Subrata Ghosh most underrated singer. Uni katobaro shilpi nijei janen naa.
@farhansadique58552 жыл бұрын
Long live those good souls who listened this beautiful song.
@audiobook.ehtesham6 жыл бұрын
এত দারুণ composer and singer দের আজ গান না শুনতে পাওয়ার কারণ টাই আমরা. Amra চুরি করা remake গান শুনতে ভালোবাসি তাই ওনারা নেই আমাদের কাছে
@aishortsbd23 жыл бұрын
নীল সাগরে অতল গভীরে গাংচিল ওড়ে আর কতো গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। রঙিন আতসবাজী ছোট ছোট স্মৃতি সব ভীড় করে আকাশে আবার মিলায় হায় হায় দিন যায় রাত যায় সব যায় তবু আমি বসে থাকি তোমার আশায় নীল সাগরে অতল গভীরে সোনালী ঝিনুক কতো স্বপ্ন ছড়ায় তোমার গভীরে আমার ডুবুরী মন মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায় Lyrics dekhe gan sunar vetor ekta alada tripti ache 🥰
@HasibKhan-nh7mk Жыл бұрын
সহজ বাংলার কঠিন শুরের অসাধারণ একটি গান❤❤
@joyahmed7516 Жыл бұрын
গাঙ্গচিল উড়ে আর কত গান গায়। হৃদয় ছুয়ে যায়। কোন গানকে ভিউ দিয়ে যাচাই করলে সেইটা আমাদেরই ভুল। যেদিন গানের প্রতি আমাদের বাঙ্গালিদের রুচির পরিবর্তন ঘটবে সেইদিন এই গান গুলো থাকবে সেরাদের তালিকায়।
@rahatahmed89332 жыл бұрын
এইগানগুলি যে কই লুকিয়ে থাকে🥰 আমি নতুন প্রজন্মের একজন হয়ে বলছি,, নিউ জেনারেশনের গানগুলির মধ্যে feeling খুজে পাই না।কিন্তু এইসব পুরোনো দিনের গান শুনলে মনে হয় গানের মধ্যে জেনো একদম হারিয়ে যাই🥰... ধন্যবাদ এতো সুন্দর একটি গান এতো সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য 🥰.
@r.shreya110 ай бұрын
My family and I have been listening to this song of yours… it’s absolutely mesmerizing. Thank you so much for sharing this moment with us. You have a lovely voice.
@cookingfromnightbird8231 Жыл бұрын
২০২৩ সালে এসে আমরা যারা এই গান নিয়মিত শুনি, তারা রুচিশীল 🍂🥰
@entertainmentzoneam89682 жыл бұрын
Mohin benche thakuk 1000 o bochor jug jug dhore🥰🥰🥰🥰
আমি ডানা ঝাঁপটাতে ঝাঁপটাতে ভাষা হারিয়ে ফেলেছি.... এ এক অন্যরকম অনুভূতি💚❤️ অসম্ভব সুন্দর।।।। ২৩/০৯/২২
@ridmihasan84624 жыл бұрын
আমরা এখন সস্তা শ্রোতা আমাদের পরের জেনারেশন হয়ত কখনোই বাংলা গানের এই সোনালি অতীত সস্পর্কে কখনোই জানতে পারবে না তাদের কাছে তখন বাংলা গান বলতে বস্তাপচা কিছু বিচ্চিরি শব্দ বুঝবে
@sahab2343 ай бұрын
বন্ধুদের থেকে দূরে না থাকলে এই গানগুলোর অর্থ বুঝতাম না। অসাধারণ মুগ্ধতা নিয়ে শুনি প্রতিদিন
@solivagant_self4 жыл бұрын
এই গানের কাছে বারেবারে কারণে-অকারণে ফিরে আসা যায়... :)
@rezaforhad3 жыл бұрын
Sottie bolsen
@palashbanerjee31215 жыл бұрын
সুব্রতদা, তোমার গান শুনে আবার মুগ্ধ হয়ে যাচ্ছি। বর্ধমানের ছেড়ে আসা কত বন্ধুকে যে তোমার গানগুলো share করেছি। আমার একটা অনুরোধ - বন নয় শুধু বনতল গানটা পোস্ট করো। ভালো থেকো, শুভেচ্ছা নিও। পলাশ ব্যানার্জী। BU, PHYSICS (1991-93).
@JoySarkerRocks3 жыл бұрын
এই গানগুলো কেন এত বছর নজরে আসেনি সেই আক্ষেপ থেকেই যাবে। ভালো জিনিসের কদর খুব কম মানুষই দেয়, বেঁচে থাকুক এমন কীর্তিগুলো
@mahbubshakil39134 жыл бұрын
গানটা শুনতেছি। সাগরপাড়ে থাকতেছি নির্জন কেবিনে৷ প্রেমেন মিত্তিরের 'সাগর থেকে ফেরা' -ও সাথে থাকতেছে কোনদিন। বালিয়াড়ি ওইপাশ থেকে দু একটা স্মৃতির 'বিখ্যাত মুখ' দেখা যাচ্ছে নিয়মিত বিরতিতে। আর দিনশেষে তটরেখার বরাবর পড়ে থাকছে নিজের ডানা অথবা পলিনেশিয়ান ডুবুরির একাগ্রতা।
@moinulhasan82763 жыл бұрын
নীল সাগরে অতল গভীরে গাংচিল ওড়ে আর কতো গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। রঙিন আতসবাজী ছোট ছোট স্মৃতি সব ভীড় করে আকাশে আবার মিলায় হায় হায় দিন যায় রাত যায় সব যায় তবু আমি বসে থাকি তোমার আশায় নীল সাগরে অতল গভীরে সোনালী ঝিনুক কতো স্বপ্ন ছড়ায় তোমার গভীরে আমার ডুবুরী মন মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়
@subirchakraborty38223 жыл бұрын
সোনালী অতীত। গড়ের মাঠ ❤️🙏🖤
@helenahmed950611 ай бұрын
Such a crafty melody! Feel like singing my heart out with the song, especially the main verse that starts the song........beautiful and so beautiful ! hats of in respect to গৌতম চট্টোপাধ্যায়...
@fahimfaisal92522 жыл бұрын
Very cool gentleman. Many days i actually hearing some superb covers from this man. I love him ❤️
@santanukganguli64912 жыл бұрын
It is not cover. It is the original.
@Diproo Жыл бұрын
its not Goutam chattopaadhyaay
@mrtareq3188 Жыл бұрын
This singer name?
@rakshit.priyanko.02 Жыл бұрын
@@mrtareq3188 Subrata Ghosh
@kakonghosh1102Ай бұрын
Soothing 🎧
@hirakroy27665 жыл бұрын
প্রতি দু দিনে একবার এই ভিডিও টা না দেখলে চলে না... প্রত্যেক বার নতুন লাগে... Got addicted to the playing style..!!
@mangobindachowdhury Жыл бұрын
নীল সাগরে অতল গভীরে গাঙচিক ওড়ে আর কত গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়, তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায় নীল সাগরে অতল গভীরে গাঙচিক ওড়ে আর কত গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়, তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায় রঙিন আতশবাজি, ছোট ছোট স্মৃতি সব ভীড় করে আকাশে, আবার মিলায় হায় হায় দিন যায়, রাত যায় সব যায় তবু আমি বসে থাকি তোমার আশায়.. রঙিন আতশবাজি, ছোট ছোট স্মৃতি সব ভীড় করে আকাশে, আবার মিলায় হায় হায় দিন যায়, রাত যায় সব যায় তবু আমি বসে থাকি তোমার আশায়.. নীল সাগরে অতল গভীরে গাঙচিল ওড়ে আর কত গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়, তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়, তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। নীল সাগরে অতল গভীরে গাংচিল ওড়ে আর কতো গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। রঙিন আতসবাজী ছোট ছোট স্মৃতি সব ভীড় করে আকাশে আবার মিলায় হায় হায় দিন যায় রাত যায় সব যায় তবু আমি বসে থাকি তোমার আশায় নীল সাগরে অতল গভীরে সোনালী ঝিনুক কতো স্বপ্ন ছড়ায় তোমার গভীরে আমার ডুবুরী মন মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়
@chopotronichappiness89172 жыл бұрын
This song sounds like a heart ache. love this so much, can't ever explain!
@vincyp40778 ай бұрын
Bhai, shundar enjoyment with your talented presentation of neei sagarwer byakha
@arupbeldar99952 жыл бұрын
আজ থেকে ২৫ বছর পর আমাদের পরবর্তী প্রজন্ম এর গান কেউ শোনো তাহলে তোমাদের গানের রুচির প্রতি ভালবাসা রইল ❤️ তোমাদের পরবর্তী প্রজন্ম এর কাছে পৌঁছে দিও ❤️❤️ The Legend Goutam Chattopadhya❤️
@amrita_datta2 жыл бұрын
তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায় ❤️ অসম্ভব ভালো লাগার কিছু লাইন, যতবার শুনি, ততবার হারিয়ে যাই।
@suman6674 Жыл бұрын
অসাধারন গান!❤❤ এটা রিলিজ করেননি কেনো? দারুন সংযোজন হতো বাংলা গানের জগতে। এখন বেশিরভাগ মানুষ এটা শুনতেই পারবে না কোনোদিন...😢
@tasbirulsiam53142 жыл бұрын
The plucking gives this song an another level of vibe 👌
@KusumBug-কুসুমবাগ8 ай бұрын
মনের মুক্তোটা খুঁজে কি কখনোই পাবো না.? গাঙচিল উড়া আর থামবে না..... আহা কি সুর....!
@childofnature440 Жыл бұрын
এই গান টাকে পুনরায় রেকর্ড করা হোক। অবশ্যই সুব্রত বাবুর কন্ঠ থাকা চাই। অসাধরন গান।❤
@suvodipnandi7 жыл бұрын
gurudeb.. college din mone koriye dile... superbly sang... tumi plz youtube e aro kichu gan post koro...
@gowtamsarkar20642 жыл бұрын
আহা প্রতিদিন শুনি আর নতুন করে ভালো লাগে ❤️🙏
@ararman42332 жыл бұрын
কখনো যদি শুনতে আসো এই গানটা তবে কমেন্ট টা দেখে বুজে নিও আমি তোমাকে হারানোর পরে প্রায় এই গানটার মধ্যে তোমাকে খুজতাম 🥺 নিল সাগরে💙
@MrNarco2 жыл бұрын
এই খানে একটি কমেন্ট লিখে গেলাম আমার ছেলে অথবা মেয়ের জন্য, যখন দেখবে তার বাবা এই গান শুনতো তারও অনেক বছর আগের গাওয়া এক মাস্টারপিস। তখন আমার ছেলেমেয়ে বুজবে যে তার বাবার মিউজিক টেস্ট কেমন ছিলো। ১.১.২০২২
@PriTom-CH2 жыл бұрын
গানটি রিলিজ হউয়ার ৯ বছর পর শুনছি আসলেই রুচি সম্মত একটি গান🖤
@raazshahriyar4035 Жыл бұрын
গান টা আরও অনেক আগের
@unknownwanderer04 Жыл бұрын
গানটি আসলে unpublished আর আসল গানটি অনেক পুরনো
@Sahil-qp9hf7 ай бұрын
@@raazshahriyar4035 kobekar? mane ei video ti 2012 er. Ei jamming session ta kobekar?
@archenemyBD Жыл бұрын
SHOTTI BOLCHI, EI LYRIC GULO REPLACE KORA POSSIBLE NOY KAKHONO. GREAT OF GREATS!
@Sajid_243 ай бұрын
অসম্ভব সুন্দর প্রতিটা লাইন দারুন ভাবে ফিল করা যায়
@safactg2 жыл бұрын
অসাধারণ। এতোদিন পাইনি কেনো আফসোস হচ্ছে।
@rudraganguly5414Ай бұрын
This performance by Subrat da and Sandeep Biswas (believe he is playing guitar beside Subrat da) is very close to my heart!
@junaidhabib722711 ай бұрын
তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়!
@চোখ-হ৪ম10 ай бұрын
বাহ!
@ManishaChakraborty-l9y Жыл бұрын
সত্যি প্রথমবার অসহায় হয়েই আমি গান টা শুনি আজ সাতটা বছর পর আবার গানটা শুনলাম। আজ অসহায়ত্ব কেটেছে, সময় বদলেছে কিন্তু গান টার কিছু কথা সত্যিই❤।
@চোখ-হ৪ম10 ай бұрын
লা লা,,,, 😊
@ahmedsowrov11252 жыл бұрын
তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়।
@sutanudalui643 Жыл бұрын
Seems like a typical “onsite” gang gathering. A huge thanks to the person who did record this gem for the world to enjoy