PROFESSIONAL INTERIOR DESIGN ONLINE WORKSHOP | প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইন ওয়ার্কশপ | 2ND SCHOOL

  Рет қаралды 233

2ND SCHOOL

2ND SCHOOL

Күн бұрын

PROFESSIONAL INTERIOR DESIGN ONLINE WORKSHOP | প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইন ওয়ার্কশপ | 2ND SCHOOL
PROFESSIONAL INTERIOR DESIGN ONLINE WORKSHOP
প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইন অনলাইন ওয়ার্কশপ
আসসালামু আলাইকুম, আপনারা অনেকেই থ্রীডি ও ইন্টেরিয়র ডিজাইন শেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা খুব শীঘ্রই একটি অনলাইন প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইন বিষয়ক ওয়ার্কশপ চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ ।
আপনারা যারা প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইন শিখতে চান তাদের জন্য এটি হবে একটু সুবর্ণ সুযোগ।
ইন্টেরিয়র ডিজাইন ওয়ার্কশপ নিয়ে বেসিক কিছু তথ্যঃ
ওয়ার্কশপটি কবে নাগাদ শুরু হতে পারে?
উত্তরঃ ওয়ার্কশপটি আগামী জুলাই মাসের শেষ দিকে শুরু হবে ইনশাআল্লাহ।
এটা কি ফ্রি নাকি পেইড ওয়ার্কশপ হবে?
উত্তরঃ এটি অবশ্যই পেইড ওয়ার্কশপ হবে।
এই ওয়ার্কশপ কাদের জন্য?
উত্তরঃ এই ওয়ার্কশপ ইন্টেরিয়র ডিজাইন বিষয়ে আগ্রহী সকলের জন্যই উন্মুক্ত থাকবে। যারা ইন্টেরিয়র ডিজাইন শিখতে চান, ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটি সহায়ক হবে।
বিশেষ করে যারা Architecture Student, Interior Design Student, Civil Engineering Student- তাদের জন্য এই ওয়ার্কশপটি বিশেষ সহায়ক হবে।
এই ওয়ার্কশপে কি কি বিষয় শেখানো হবে?
এই ওয়ার্কশপে প্রফেশনালি ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড সবকিছুই শেখানো হবে।
আমরা আপনাদের সুবিধার্থে এই ওয়ার্কশপটিকে চারটি ভাগে ভাগ করেছি। ১. Theory, ২. Software, ৩. On Work (Advance), ৪. Internship.
১. Theory: প্রফেশনালি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করতে বেসিক যে সমস্ত বিষয় জানা ও পড়া প্রয়োজন সে সমস্ত বিষয় নিয়ে আমাদের থিওরি অংশ সাজানো হয়েছে। থিওরির মধ্যে ইন্টেরিয়র রিলেটেড বেসিক সমস্ত কিছুই থাকবে।
২. Software: প্রফেশনালি ইন্টেরিয়র ডিজাইন করতে যে সফটওয়্যার আমরা ব্যবহার করি সে বিষয় থাকবে অংশে। বিশেষ করে স্কেচাপের থ্রিডি এবং ভি-রে -এর রেন্ডারিংয়ের কাজ এখানে শেখানো হবে।
৩. On Work (Advance): ধরুন, আপনি ইন্টেরিয়র ডিজাইনের বেসিক সম্পর্কে শিখলেন, আপনি ইন্টেরিয়র সফটওয়্যার ব্যবহার করে ডিজাইন ও কাজ করতে পারেন। এখন আপনার অন ফিল্ডে কাজ বাস্তবায়ন করার জন্য এডভান্স লেভেলের যেই বিষয়গুলো প্রয়োজন বা যে সমস্ত বিষয়ে আপনার দক্ষতা প্রয়োজন এই অংশে আপনি সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।
আরও একটু বিস্তারিত আকারে বললে,
যেমন: একটা ইন্টেরিয়র কাজ নিতে প্রথমেই আপনাকে কি করতে হবে?
আপনি কিভাবে একজন ক্লাইন্টের সাথে কথা বলবেন?
একজন ক্লাইন্টের সাথে আপনার মিটিং কেমন হবে?
একটা ডিজাইন শুরুর বিষয়গুলো কিকি?
কিভাবে আপনি কিভাবে প্রপোজাল সাবমিট করবেন?
কিভাবে এস্টিমেট করবেন? বিল সাবমিট করবেন?
কিভাবে আপনি কাজ শুরু করবেন? কিভাবে কাজ হ্যান্ডওভার করবেন? ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বাস্তবে কিভাবে করা হয়, আমরা কিভাবে করি সে সম্পর্কে বিশেষ আলোচনা ও বাস্তব ধারণা প্রদান করা হবে।
৪. Internship: সব শেষ অংশ হচ্ছে Internship বা বাস্তব প্রশিক্ষণ। তবে এটি সকলের জন্য থাকবে না। আমাদের এই ওয়ার্কশপের মধ্যে বিশেষ আগ্রহী এবং যাদেরকে আমরা মনে করবো উপযোগী সে সমস্ত ব্যক্তিকে আমরা পর্যায়ক্রমে আমাদের কোন রানিং প্রজেক্টে স্বল্প সময়ের জন্য বাস্তব প্রশিক্ষনে প্রেরণ করবো। সেখানে কাজগুলো শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হয় এটি প্র্যাকটিক্যাল দেখার ও শেখার একটা বিশেষ সুযোগ থাকবে। এখান থেকে আপনারা ইন্টেরিয়র ডিজাইনের বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন।
আরও একটি বিষয় হচ্ছে এই চার নাম্বার বা Internship- এর ক্ষেত্রে কন্ডিশন থাকে যদি কেউ ১ থেকে ৩ পর্যন্ত ওয়ার্কশপে অংশগ্রহন না করে তবেও তিনি Internship- এ অংশগ্রহন করতে পারবেন না। কেবলমাত্র প্রথম ৩টি ওয়ার্কশপে অংশগ্রহন করলেই তাকে শর্তসাপেক্ষে Internship- এর সুযোগ দেয়া যেতে পারে।
১ থেকে ৩ -এর মধ্যে যেকোন একটি ওয়ার্কশপে অংশগ্রহন করা যাবে কিনা?
উত্তরঃ প্রতিটা ওয়ার্কশপের জন্য আলাদা আলাদা ফিস থাকবে নির্ধারিত ফিস প্রদান করে ১ থেকে ৩ -এর মধ্যে যেকোন একটি ওয়ার্কশপে অংশগ্রহন করা যাবে।
এই ওয়ার্কশপ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে whatsapp- এ যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের KZbin ও Facebook -এ রেগুলার ভিডিও আপলোড করা হবে সেগুলো দেখলে জানতে পারবেন। এসংক্রান্ত আমাদের গ্রুপ তৈরি করা হবে এই গ্রুপেও আপনারা যোগাযোগ করতে পারেন।
আমরা একটি ওপেন গুগল ফর্ম থাকবে আপনাদের যারা ইন্টারেস্টেড শুধুমাত্র তারা এটি পূরণ করে রাখবেন কোর্স চালুর পুর্বে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো।
KZbin:
/ 2ndschool
Facebook:
2ndschoolbd
Facebook Group: After Start Workshop
Google Form: forms.gle/1uzw...
Thanks,
Md. Al Amin
2ND SCHOOL

Пікірлер: 2
@nomansiddik9874
@nomansiddik9874 Жыл бұрын
Course fee koto tk
@2NDSCHOOL
@2NDSCHOOL Жыл бұрын
আপনাকে ইনবক্সে রিপ্লাই দেওয়া হয়েছে
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,5 МЛН
10 WOODWORKING TOOLS YOU NEED TO SEE 2020 AMAZON 12
13:21
Techupdate
Рет қаралды 2,6 МЛН
Econo Ball Pen ইকোনো বলপেন
2:34
2ND SCHOOL
Рет қаралды 138
সাবমসিবল পম্প কি ভাবে লাগাতে হয়।
4:05
সেনেটারী & ইলেকট্রনিক / senetari & electionik
Рет қаралды 2 М.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34